দেশের পর্যটন খাতের অন্যতম শীর্ষ ব্র্যান্ড কক্সটুডে ও এর চেইন প্রতিষ্ঠান ডি’মোরের যৌথ বিক্রয় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৪ জুলাই) কক্সবাজারের ‘হোটেল দ্য কক্সটুডে’-তে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৈউম চৌধুরী। এছাড়া ডি’মোর ও কক্সটুডের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ও পর্যটন বিশেষজ্ঞ মহিউদ্দিন খান খোকন উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভায় মহিউদ্দিন খান খোকন বলেন, “আমরাই দেশে প্রথমবারের মতো পর্যটন নগরীগুলোতে তিন তারকা ও পাঁচ তারকা মানের চেইন হোটেল চালু করেছি। ভ্রমণপ্রেমীদের জন্য আমাদের প্রতিটি হোটেলেই মানসম্মত সেবা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়।”
তিনি আরো জানান, ডি’মোর মূলত কক্সবাজারের ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল ‘দ্য কক্সটুডে’র অঙ্গপ্রতিষ্ঠান। কুয়াকাটা, বান্দরবান, সাজেক, শ্রীমঙ্গল ও চট্টগ্রামে এর তিন তারকা হোটেল চালু হয়েছে। বর্তমানে এসব হোটেলে রয়েছে বিশেষ মূল্যছাড় ও অগ্রিম রুম বুকিংয়ের সুবিধা।

হোটেলের সেবাসমূহের মধ্যে রয়েছে ওয়েলকাম ড্রিংক, বুফে ব্রেকফাস্ট, এসি ও গিজার সুবিধা, ইনরুম মিনারেল ওয়াটার, কফি-চা, আনলিমিটেড ওয়াই-ফাই, সুইমিং পুল, জাকুজি, বাগান, পুলসাইড লাইভ মিউজিক, বারবিকিউ, মানসম্মত খাবার, ২৪ ঘণ্টা রুম সার্ভিস, নিরাপত্তাকর্মী দ্বারা নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা, রেস্টুরেন্ট ও পার্কিং সুবিধা।

তিনি বলেন, “আমাদের প্রতিটি ইউনিট করপোরেট ব্যবস্থাপনায় পরিচালিত হয়। প্রশিক্ষিত ও আন্তরিক কর্মীদের মাধ্যমে আমরা অতিথিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সভায় বক্তারা বলেন, কক্সবাজারকে দেশের পর্যটন রাজধানী এবং কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয়ে থাকে। দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে কক্সটুডে ও ডি’মোর দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ঢাকা/ ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বদলীর পরও কুমিল্লায় বহাল এএসপি শামীম

বদলীর আদেশ কার্যকর হওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও কুমিল্লা ছাড়েননি অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শামীম কুদ্দুছ ভূঁইয়া। দিনাজপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে যোগদানের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি এখনও কুমিল্লাতেই দায়িত্ব পালন করছেন। 

বহাল থাকার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তাদেরকে মামলার হুমকি দেন কুমিল্লার চাঁদাবাজির অডিও ফাঁস হওয়ায় ঘটনায় আলোচিত এএসপি মো. শামীম কুদ্দুছ ভূঁইয়া।

বদলির কারণ প্রসঙ্গে এই প্রতিবেদক জানতে চাইলে শামীম কুদ্দুছ ভূঁইয়া বলেন, “আমি অসুস্থ, আমি বক্তব্য দিতে পারব না। আমার বিরুদ্ধে কোন নিউজ করলে মামলা করে দিব। সাংবাদিক সম্মেলন করব। আপনি নিউজ করেন, আমি দেখে নিব।”

সম্প্রতি দুটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটিতে তাকে ব্যক্তিগত কারণে দায়িত্বে অনীহা প্রকাশ করতে শোনা যায়। অপরটিতে সার্জেন্ট ও ট্রাফিক ইন্সপেক্টরদের (টিআই) নির্দেশ দিতে শোনা যায়, বাসস্ট্যান্ড থেকে সংগৃহীত টাকা সরাসরি তার ঘনিষ্ঠদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

গত ২০ আগস্ট পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে শামীম কুদ্দুছ ভূঁইয়াকে কুমিল্লা থেকে বদলি করে দিনাজপুরে পাঠানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৬ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ৭ সেপ্টেম্বর থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি।

চলতি বছরের আগস্টে বিভিন্ন গণমাধ্যমে পরিবহন সেক্টরে চাঁদাবাজিসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। তবে এসব অভিযোগ তিনি ভিত্তিহীন বলে দাবি করেছিলেন।

কুমিল্লা জেলা পুলিশ নজির আহমেদ বলেন, “জনস্বার্থে তাকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত সাপেক্ষে যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের হুমকির বিষয় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/রুবেল/এস

সম্পর্কিত নিবন্ধ