বোলাররা ওয়েস্ট ইন্ডিজকে যতটা লড়াইয়ে রাখতে পারছেন, ব‌্যাটসম‌্যানরা ঠিক উল্টো। সহজ সুযোগগুলোকে হাতছাড়া করছেন। তাতে ম‌্যাচও ফসকে যাচ্ছে ।

গ্রেনাডায় অস্ট্রেলিয়া ১৩৩ রানের বিশাল ব‌্যবধানে জয় পেয়েছে। তাতে এক ম‌্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে টেস্ট সিরিজ। নিশ্চিত করেছে টেস্ট চ‌্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের ২৪ পয়েন্ট।

প্রথম ইনিংসে ২৫৩ রানে অলআউট হওয়া ওয়েস্ট ইন্ডিজ এবার ১৪৩ রানে গুটিয়ে যায়। তাদের চতুর্থ ইনিংসে লক্ষ‌্য ছিল ২৭৭ রানের। ৭ উইকেটে ২২১ রান নিয়ে রোববার চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। হাতে ৩ উইকেট রেখে স্কোরবোর্ডে ২২ রান যোগ করতে পারে তারা। এর আগে প্রথম ইনিংসে লিড পেয়েছিল ৩৩ রানের।

২৭৭ রানের লক্ষ‌্য চতুর্থ ইনিংসে বড় কিছুই। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়ানোর মতো তেমন শক্তি ছিল না ক‌্যারিবীয়ানদের। উপরের দিকের কোনো ব‌্যাটসম‌্যানই ছন্দে নেই। বড় রান আসছিল না তাদের ব‌্যাটে। ব‌্যর্থতার বৃত্তেই তারা আটকে রইলেন।

সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক রস্টন চেজ। এছাড়া ২৪ রান আসে সামার জোসেফের ব‌্যাট থেকে। শাই হোপ ১৭, ব্রেন্ডন কিং, ১৪, অ‌্যান্ডারসন ফিলিপ ১১ ও কেসি কার্টি ১০ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেও যেতে পারেনি।

অস্ট্রেলিয়ার বোলিং ছিল একেবারেই নিয়ন্ত্রিত। নিখুঁত লাইন ও লেন্থ মেনে ধারাবাহিক বোলিং করে গেছেন পেসাররা। স্পিনার নাথান লায়ন পেসারদের দেওয়া ছন্দ ধরে রেখেছেন। ৪২ রানে ৩ উইকেট নেন লায়ন। ৩ উইকেট পেয়েচেন স্টার্কও। এছাড়া জ‌্যাজেলউড ২ এবং ১টি করে উইকেট নেন কামিন্স ও ওয়েবস্টার।

এর আগে সকালেই অস্ট্রেলিয়ার ইনিংসের সমাপ্তি টানেন সামার জোসেফ ও আলজারি জোসেফ। সামার জোসেফ ইনিংসে পেয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন সিলস, আলজারি ও গ্রেভস।

ম‌্যাচ সেরা নির্বাচিত হয়েছেন অ‌্যালেক্স ক‌্যারি। বোলারদের দাপটের ম‌্যাচে প্রথম ইনিংসে ৬৩ ও দ্বিতীয় ইনিংসে ৩০ রান করেন তিনি।  

১৩ জুলাই কিংসটনে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

গাংনী সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে পাঠল বিএসএফ

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৩০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। বর্ডার গার্ড বিজিবি তাদের আটক করেছে।

বিজিবি সূত্রে জানায়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানারেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে, দেশটির পুলিশের হাতে আটক হয়ে কারাগারে ছিলেন  তারা। ঠেলে পাঠানোদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

আরো পড়ুন:

ভারত গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল বলেন, “আইনি প্রক্রিয়া শেষে ঠেলে পাঠানো বাংলাদেশি নাগরিকদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

ঢাকা/ফারুক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ