বোলাররা ওয়েস্ট ইন্ডিজকে যতটা লড়াইয়ে রাখতে পারছেন, ব‌্যাটসম‌্যানরা ঠিক উল্টো। সহজ সুযোগগুলোকে হাতছাড়া করছেন। তাতে ম‌্যাচও ফসকে যাচ্ছে ।

গ্রেনাডায় অস্ট্রেলিয়া ১৩৩ রানের বিশাল ব‌্যবধানে জয় পেয়েছে। তাতে এক ম‌্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে টেস্ট সিরিজ। নিশ্চিত করেছে টেস্ট চ‌্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের ২৪ পয়েন্ট।

প্রথম ইনিংসে ২৫৩ রানে অলআউট হওয়া ওয়েস্ট ইন্ডিজ এবার ১৪৩ রানে গুটিয়ে যায়। তাদের চতুর্থ ইনিংসে লক্ষ‌্য ছিল ২৭৭ রানের। ৭ উইকেটে ২২১ রান নিয়ে রোববার চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। হাতে ৩ উইকেট রেখে স্কোরবোর্ডে ২২ রান যোগ করতে পারে তারা। এর আগে প্রথম ইনিংসে লিড পেয়েছিল ৩৩ রানের।

২৭৭ রানের লক্ষ‌্য চতুর্থ ইনিংসে বড় কিছুই। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়ানোর মতো তেমন শক্তি ছিল না ক‌্যারিবীয়ানদের। উপরের দিকের কোনো ব‌্যাটসম‌্যানই ছন্দে নেই। বড় রান আসছিল না তাদের ব‌্যাটে। ব‌্যর্থতার বৃত্তেই তারা আটকে রইলেন।

সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক রস্টন চেজ। এছাড়া ২৪ রান আসে সামার জোসেফের ব‌্যাট থেকে। শাই হোপ ১৭, ব্রেন্ডন কিং, ১৪, অ‌্যান্ডারসন ফিলিপ ১১ ও কেসি কার্টি ১০ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেও যেতে পারেনি।

অস্ট্রেলিয়ার বোলিং ছিল একেবারেই নিয়ন্ত্রিত। নিখুঁত লাইন ও লেন্থ মেনে ধারাবাহিক বোলিং করে গেছেন পেসাররা। স্পিনার নাথান লায়ন পেসারদের দেওয়া ছন্দ ধরে রেখেছেন। ৪২ রানে ৩ উইকেট নেন লায়ন। ৩ উইকেট পেয়েচেন স্টার্কও। এছাড়া জ‌্যাজেলউড ২ এবং ১টি করে উইকেট নেন কামিন্স ও ওয়েবস্টার।

এর আগে সকালেই অস্ট্রেলিয়ার ইনিংসের সমাপ্তি টানেন সামার জোসেফ ও আলজারি জোসেফ। সামার জোসেফ ইনিংসে পেয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন সিলস, আলজারি ও গ্রেভস।

ম‌্যাচ সেরা নির্বাচিত হয়েছেন অ‌্যালেক্স ক‌্যারি। বোলারদের দাপটের ম‌্যাচে প্রথম ইনিংসে ৬৩ ও দ্বিতীয় ইনিংসে ৩০ রান করেন তিনি।  

১৩ জুলাই কিংসটনে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় শয়নকক্ষ থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

কুমিল্লায় মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর উত্তর রেসকোর্সের কাঠেরপুল এলাকায় নিজ শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিলন আক্তারের বাড়ি বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে কাঠেরপুল এলাকায় মজুমদার ভিলার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। এরপর থেকে তিনি একাই থাকতেন। সম্প্রতি তার মা চিকিৎসার জন্য নোয়াখালী যান। ফলে গত কয়েকদিন ধরে তিনি বাসায় একাই ছিলেন।

নিহতের তিন মেয়ের একজন ইউরোপে স্বামীর সঙ্গে বসবাস করেন। একজন নোয়াখালীতে ও ছোট মেয়ে তানজিনা আক্তার থাকেন রেসকোর্স এলাকারই একটি ভাড়া বাসায়।

তানজিনা জানান, গতকাল থেকে মিলন আক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। শুক্রবার সন্ধ্যায় মায়ের বাসায় আসেন। দরজা খুলে ভেতরে ঢুকে মাকে না পেয়ে খাটের নিচে তাকান। এ সময় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ