টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮, নিখোঁজ আরও ৪১
Published: 7th, July 2025 GMT
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে পৌঁছেছে। আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে তুমুল বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি বেড়ে এ বন্যা হয়।
বন্যায় কের কাউন্টির নদীতীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হয়। ওই কাউন্টিতে ২৮ শিশুসহ ৬৮ জন মারা গেছেন। ওই ক্যাম্পের ১০টি মেয়ে ও ১ জন তত্ত্বাবধায়ক এখনো নিখোঁজ।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও ঝড়ের আশঙ্কা রয়েছে। এ কারণে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে। কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধারকাজ চালাতে গিয়ে বিষধর সাপের কবলে পড়ছেন উদ্ধারকর্মীরা।
কের কাউন্টিতে যাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০টি শিশুর এখনো আনুষ্ঠানিক পরিচয় শনাক্ত করা যায়নি।
গতকাল রোববার টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, ‘প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে কর্তৃপক্ষ কোনো প্রচেষ্টাই বাদ রাখবে না।’
শুক্রবার ভোর হওয়ার আগেই এ বিপর্যয় দেখা দেয়। তখন মাত্র ৪৫ মিনিটে নদীর পানি ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যায়। এ সময় ক্যাম্প মিস্টিকের বেশির ভাগ শিশু ঘুমিয়ে ছিল। বন্যা আঘাত হানার সময় ক্যাম্পটিতে আনুমানিক ৭৫০ জন মেয়ে ছিল, যাদের অধিকাংশকেই নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
বন্যার পানির তোড়ে গাছপালা ভেঙে গেছে, গাড়ি উল্টে গেছে। উদ্ধারকর্মীরা হেঁটে, ট্রাক চালিয়ে, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে ধ্বংসস্তূপের ভেতরে কেউ বেঁচে আছেন কি না, তাঁর খোঁজ করেছেন।
এদিকে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কের কাউন্টির জন্য ‘বড় দুর্যোগ পরিস্থিতি’ ঘোষণা করেন। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে (এফইএমএ) সেখানে সক্রিয় করেন। তিনি জানান, সম্ভবত আগামী শুক্রবার তিনি নিজেই টেক্সাস সফরে যাবেন।
এ দুর্যোগে দুর্গত মানুষের পাশে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারাও। কেউ খাবার রান্না করছেন, কেউ আশ্রয় দিচ্ছেন, কেউবা ত্রাণসামগ্রী জোগাড় করছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক উন ট
এছাড়াও পড়ুন:
জায়গা পাওয়ার চেয়ে ধরে রাখা কঠিন, বললেন সাইফউদ্দিন
১৩ মাসের অপেক্ষা শেষ হলো মোহাম্মদ সাইফউদ্দিনের। ২০২৪ সালের বিপিএলে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে গত বছর বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছিলেন। সেই সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিলেও এই পেস বোলিং অলরাউন্ডারের জায়গা হয়নি বিশ্বকাপের দলে।
এরপর সাইফউদ্দিনের ওপর দিয়ে ঝড়ই বয়ে গেছে। ‘এ’ দলে সুযোগ পেয়েও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নেন, কানাডার গ্লোবাল টি–টোয়েন্টি লিগে সুযোগ পেয়েও যেতে পারেননি ভিসা জটিলতায়। এরপর মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে ছুটি নেন দুই মাসের জন্য।
এ বছরের বিপিএলে ফিরে অবশ্য আহামরি কিছু করতে পারেননি সাইফউদ্দিন। রংপুর রাইডার্সের হয়ে ১২ ইনিংসে ১২ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৮ ইনিংসে ১৫৮.৩১ স্ট্রাইক রেটে করেন ১১১ রান। সেই সাইফউদ্দিনকে শ্রীলঙ্কার সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে ফিরিয়েছে বিসিবি।
২৮ বছর বয়সী অলরাউন্ডার আজ শ্রীলঙ্কায় রওনা হওয়ার আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন তাঁর ফেরার অনুভূতি, ‘যাত্রাটা অনেক লম্বা ছিল। ১৩ মাস পর আবার জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেই লক্ষ্যই থাকবে। যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চট্টগ্রামে, চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার। কতটা পেরেছি জানি না, হয়তো নির্বাচকেরা আমার প্রতি সন্তুষ্ট ছিলেন, যার কারণে এই সুযোগ পাওয়া।’
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩৮ টি-টোয়েন্টি খেলে ৪২ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। ২১ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ২০৬ রান। পরিসংখ্যানই বলছে, একসময়ের সম্ভাবনা জাগানো এই পেস বোলিং অলরাউন্ডার দেশের হয়ে এখনো বড় কিছু করতে পারেননি।
এবার যখন ফিরছেন, নতুন কী অস্ত্র যোগ করেছেন বোলিং ভান্ডারে? শুরুতে এই প্রশ্নের উত্তরে ‘যদি ম্যাচে সুযোগ পাই দেখবেন’ বললেও পরে বলেছেন, ‘যেগুলো আমার আগের স্টক ছিল। সুইং, ইয়র্কার, লাইন-লেংথ ঠিক রাখা—এসব নিয়ে কাজ করেছি। ক্যাম্পে নাজমুল (হোসেন) ভাই ছিলেন। ওনার সঙ্গে কথা বলেছি। সব মিলিয়ে চেষ্টা করছি। দেখা যাক, কী হয়।’
সাইফউদ্দিনের কণ্ঠে এবার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো করার প্রত্যয়, ‘তানজিম সাকিবের যদি গত ম্যাচ (শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে) দেখেন...ওর ছোট একটা ক্যামিও বাংলাদেশের জয়ের জন্য বেশ কাজে লেগেছে। আপনি যদি ইংল্যান্ড দলটা দেখেন, দুই-তিনজন পেস বোলিং অলরাউন্ডার খেলে। যত বেশি অলরাউন্ডার খেলবে, দল ও দেশের জন্য তত ভালো। আমিও চেষ্টা করব ভালো করার, সেটা ব্যাটিং হোক কিংবা বোলিং।’
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী বৃহস্পতিবার।