ওটিটির দর্শকের সবচেয়ে সহজে আকর্ষণের উপায় বোধ হয় অ্যাকশন থ্রিলার নির্মাণ। না হলে ফি সপ্তাহে এত এত এই ঘরানার সিনেমা-সিরিজের ছড়াছড়ি কেন। এই ঘরানার এত এত সিনেমা হয়েছে যে এখন নির্মাতারা বোধ হয় নতুন গল্প খুঁজে পাচ্ছেন না। গল্প নতুন না হোক, নির্মাণে তো অভিনবত্ব আনা যায়। তবে তাঁদের সে কষ্টও করতে হয় না। কারণ, যা-ই বানান, তা-ই হিট। সমালোচকেরা হয়তো রেটিং কম দেন, কিন্তু সারা দুনিয়ার দর্শক যখন হুমড়ি খেয়ে পড়েছে, তখন সমালোচকদের আর কে পাত্তা দেয়। কিছুদিন আগে মুক্তি পাওয়া ফরাসি সিনেমা ‘এড ভিটাম’ ছিল গড়পড়তা মানের কিন্তু সে সিনেমাটিও নেটফ্লিক্সের মুক্তির পর ঝড় তুলেছিল। এবার সেটা হয়েছে জার্মান সিনেমা ‘এক্সটেরিটোরিয়াল’-এর ক্ষেত্রে। গত ৩০ এপ্রিল মুক্তির পর থেকে প্ল্যাটফর্মটির অ-ইংরেজিভাষী সিনেমার তালিকার শীর্ষে রয়েছে সিনেমাটি, ভাঙছে একটার পর একটা রেকর্ড।

একনজরে
সিনেমা: ‘এক্সটেরিটোরিয়াল’
ধরন: অ্যাকশন-থ্রিলার
স্ট্রিমিং: নেটফ্লিক্স
পরিচালনা: ক্রিশ্চিয়ান জুবার্ট
অভিনয়ে: জিন গার্সো, লিরা অ্যাবোভা ও ডুগ্রে স্কট
রানটাইম: ১ ঘণ্টা ৪৯ মিনিট

রেকর্ড আর রেকর্ড
মুক্তির প্রথম দুই সপ্তাহেই সিনেমাটি ঝড় তুলেছে নেটফ্লিক্সের গ্লোবাল চার্টে। প্রথম সপ্তাহে দর্শকসংখ্যা ৩৮.

৩ মিলিয়ন, দ্বিতীয় সপ্তাহে ২৩.৭ মিলিয়ন—মোট ৬২ মিলিয়ন ভিউ নিয়ে ইতিমধ্যে এটি জায়গা করে নিয়েছে নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা অ-ইংরেজিভাষী সিনেমার তালিকার ৮ নম্বরে।

গল্প কী নিয়ে
নারীপ্রধান সিনেমা ‘এক্সটেরিটোরিয়াল’ মূলত সন্তানকে ফিরে পেতে এক মায়ের মরিয়া লড়াইয়ের গল্প। সারা উলফ (জিন গার্সো) সাবেক সেনা কর্মকর্তা। অংশ নিয়েছিলেন আফগানিস্তান যুদ্ধেও। সারার স্বামী ছিলেন মার্কিন নাগরিক, আফগানিস্তানে তিনি নিহত হন। কেবল তিনিই নন, ওই টিমের সব সেনাসদস্যই তালেবানের হামলায় মারা যান; কেবল সারাই বেঁচে ফেরেন। একমাত্র শিশুসন্তানকে নিয়ে সারার জীবন। হঠাৎই যুক্তরাষ্ট্রে একটি কাজের প্রস্তাব পান তিনি।

‘এক্সটেরিটোরিয়াল’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নুসরাত ফারিয়াকে বিমানবন্দরে ছেড়ে দিলে বলতেন, ছেড়ে দিয়েছেন

অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা আছে এবং সেই মামলার তদন্ত চলছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, তাকে যদি বিমানবন্দরে ছেড়ে দেওয়া হতো তাহলে বলতেন, ছেড়ে দিয়েছে। আর এখন বলছেন কেন ধরা হলো।

তিনি বলেন, তার নামে মামলা থাকলে আপনি কী করবেন? বিদেশযাত্রার নিষেধাজ্ঞার ব্যাপারে একটি পলিসি আছে। এই পলিসির আওতায় যারা পড়ে তাদেরই আটকানো হয়।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত ঈদে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি (নুসরাত ফারিয়া) কী করেছেন আমি জানি না। আমরা বলছি বিনা কারণে যেন শাস্তিভোগ না করেন তিনি। তার বিরুদ্ধে তদন্ত শেষ হলে বলতে পারবো।

তিনি বলেন, নুসরাত ফারিয়া নামে মামলা থাকে তাহলে কী করবো। না ধরলে আবার আপনারা বলবেন আসামি ছেড়ে দিছেন। পার্থর স্ত্রীর বিদেশযাত্রা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো কেস নেই।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনা ‘বিব্রতকর’ উল্লেখ করায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংস্কৃতি উপদেষ্টা কী বলেছেন জানি না। তিনি যা বলেছেন সেটি তার ব্যক্তিগত মত। মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকের বিস্তারিত তুলে ধরে বলেন। আমরা গরুর হাট ও ঈদের সময়ে নানা ইস্যু নিয়ে আলোচনা করেছি। মহাসড়কের পাশে হাট বসতে পারবে না। গরুর হাটগুলোতে শৃঙখল থাকে। গরু রাস্তায় নামাতে নামাতে পারবে না। গাড়ি হাটের ভেতরে নিয়ে নামাতে হবে। যে পথেই যে পরিবহনে করে গরু পরিবহন করা হবে সেখানে ব্যানার দিয়ে হাটের নাম লিখতে হবে।

তিনি বলেন, ঈদের পাঁচ দিন আগে এবং পরের তিন দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। কোনো সময়েই রাতে বাল্কহেড চলাচল করবে না। গণপরিবহনগুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে পারবে না। মানুষ-পশু উভয় ক্ষেত্রেই এ নির্দেশনা প্রযোজ্য। যারা এ নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

সম্পর্কিত নিবন্ধ