ওটিটির দর্শকের সবচেয়ে সহজে আকর্ষণের উপায় বোধ হয় অ্যাকশন থ্রিলার নির্মাণ। না হলে ফি সপ্তাহে এত এত এই ঘরানার সিনেমা-সিরিজের ছড়াছড়ি কেন। এই ঘরানার এত এত সিনেমা হয়েছে যে এখন নির্মাতারা বোধ হয় নতুন গল্প খুঁজে পাচ্ছেন না। গল্প নতুন না হোক, নির্মাণে তো অভিনবত্ব আনা যায়। তবে তাঁদের সে কষ্টও করতে হয় না। কারণ, যা-ই বানান, তা-ই হিট। সমালোচকেরা হয়তো রেটিং কম দেন, কিন্তু সারা দুনিয়ার দর্শক যখন হুমড়ি খেয়ে পড়েছে, তখন সমালোচকদের আর কে পাত্তা দেয়। কিছুদিন আগে মুক্তি পাওয়া ফরাসি সিনেমা ‘এড ভিটাম’ ছিল গড়পড়তা মানের কিন্তু সে সিনেমাটিও নেটফ্লিক্সের মুক্তির পর ঝড় তুলেছিল। এবার সেটা হয়েছে জার্মান সিনেমা ‘এক্সটেরিটোরিয়াল’-এর ক্ষেত্রে। গত ৩০ এপ্রিল মুক্তির পর থেকে প্ল্যাটফর্মটির অ-ইংরেজিভাষী সিনেমার তালিকার শীর্ষে রয়েছে সিনেমাটি, ভাঙছে একটার পর একটা রেকর্ড।

একনজরে
সিনেমা: ‘এক্সটেরিটোরিয়াল’
ধরন: অ্যাকশন-থ্রিলার
স্ট্রিমিং: নেটফ্লিক্স
পরিচালনা: ক্রিশ্চিয়ান জুবার্ট
অভিনয়ে: জিন গার্সো, লিরা অ্যাবোভা ও ডুগ্রে স্কট
রানটাইম: ১ ঘণ্টা ৪৯ মিনিট

রেকর্ড আর রেকর্ড
মুক্তির প্রথম দুই সপ্তাহেই সিনেমাটি ঝড় তুলেছে নেটফ্লিক্সের গ্লোবাল চার্টে। প্রথম সপ্তাহে দর্শকসংখ্যা ৩৮.

৩ মিলিয়ন, দ্বিতীয় সপ্তাহে ২৩.৭ মিলিয়ন—মোট ৬২ মিলিয়ন ভিউ নিয়ে ইতিমধ্যে এটি জায়গা করে নিয়েছে নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা অ-ইংরেজিভাষী সিনেমার তালিকার ৮ নম্বরে।

গল্প কী নিয়ে
নারীপ্রধান সিনেমা ‘এক্সটেরিটোরিয়াল’ মূলত সন্তানকে ফিরে পেতে এক মায়ের মরিয়া লড়াইয়ের গল্প। সারা উলফ (জিন গার্সো) সাবেক সেনা কর্মকর্তা। অংশ নিয়েছিলেন আফগানিস্তান যুদ্ধেও। সারার স্বামী ছিলেন মার্কিন নাগরিক, আফগানিস্তানে তিনি নিহত হন। কেবল তিনিই নন, ওই টিমের সব সেনাসদস্যই তালেবানের হামলায় মারা যান; কেবল সারাই বেঁচে ফেরেন। একমাত্র শিশুসন্তানকে নিয়ে সারার জীবন। হঠাৎই যুক্তরাষ্ট্রে একটি কাজের প্রস্তাব পান তিনি।

‘এক্সটেরিটোরিয়াল’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ