ওটিটির দর্শকের সবচেয়ে সহজে আকর্ষণের উপায় বোধ হয় অ্যাকশন থ্রিলার নির্মাণ। না হলে ফি সপ্তাহে এত এত এই ঘরানার সিনেমা-সিরিজের ছড়াছড়ি কেন। এই ঘরানার এত এত সিনেমা হয়েছে যে এখন নির্মাতারা বোধ হয় নতুন গল্প খুঁজে পাচ্ছেন না। গল্প নতুন না হোক, নির্মাণে তো অভিনবত্ব আনা যায়। তবে তাঁদের সে কষ্টও করতে হয় না। কারণ, যা-ই বানান, তা-ই হিট। সমালোচকেরা হয়তো রেটিং কম দেন, কিন্তু সারা দুনিয়ার দর্শক যখন হুমড়ি খেয়ে পড়েছে, তখন সমালোচকদের আর কে পাত্তা দেয়। কিছুদিন আগে মুক্তি পাওয়া ফরাসি সিনেমা ‘এড ভিটাম’ ছিল গড়পড়তা মানের কিন্তু সে সিনেমাটিও নেটফ্লিক্সের মুক্তির পর ঝড় তুলেছিল। এবার সেটা হয়েছে জার্মান সিনেমা ‘এক্সটেরিটোরিয়াল’-এর ক্ষেত্রে। গত ৩০ এপ্রিল মুক্তির পর থেকে প্ল্যাটফর্মটির অ-ইংরেজিভাষী সিনেমার তালিকার শীর্ষে রয়েছে সিনেমাটি, ভাঙছে একটার পর একটা রেকর্ড।

একনজরে
সিনেমা: ‘এক্সটেরিটোরিয়াল’
ধরন: অ্যাকশন-থ্রিলার
স্ট্রিমিং: নেটফ্লিক্স
পরিচালনা: ক্রিশ্চিয়ান জুবার্ট
অভিনয়ে: জিন গার্সো, লিরা অ্যাবোভা ও ডুগ্রে স্কট
রানটাইম: ১ ঘণ্টা ৪৯ মিনিট

রেকর্ড আর রেকর্ড
মুক্তির প্রথম দুই সপ্তাহেই সিনেমাটি ঝড় তুলেছে নেটফ্লিক্সের গ্লোবাল চার্টে। প্রথম সপ্তাহে দর্শকসংখ্যা ৩৮.

৩ মিলিয়ন, দ্বিতীয় সপ্তাহে ২৩.৭ মিলিয়ন—মোট ৬২ মিলিয়ন ভিউ নিয়ে ইতিমধ্যে এটি জায়গা করে নিয়েছে নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা অ-ইংরেজিভাষী সিনেমার তালিকার ৮ নম্বরে।

গল্প কী নিয়ে
নারীপ্রধান সিনেমা ‘এক্সটেরিটোরিয়াল’ মূলত সন্তানকে ফিরে পেতে এক মায়ের মরিয়া লড়াইয়ের গল্প। সারা উলফ (জিন গার্সো) সাবেক সেনা কর্মকর্তা। অংশ নিয়েছিলেন আফগানিস্তান যুদ্ধেও। সারার স্বামী ছিলেন মার্কিন নাগরিক, আফগানিস্তানে তিনি নিহত হন। কেবল তিনিই নন, ওই টিমের সব সেনাসদস্যই তালেবানের হামলায় মারা যান; কেবল সারাই বেঁচে ফেরেন। একমাত্র শিশুসন্তানকে নিয়ে সারার জীবন। হঠাৎই যুক্তরাষ্ট্রে একটি কাজের প্রস্তাব পান তিনি।

‘এক্সটেরিটোরিয়াল’ সিনেমার দৃশ্য। নেটফ্লিক্স

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বিএনপির পদ স্থগিত থাকা আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন। বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী মামলার পরবর্তী দিন আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেন ও শাহীনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। শাহীন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান।  

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছর ১১ আগস্ট ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর ভরাটের চেষ্টা বিএনপি নেত্রী শিরিনের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ছিল ষড়যন্ত্রমূলক। তার দাদা ৬৫ বছর পূর্বে পুকুরটি ক্রয় করেছেন। ওয়ারিশ সূত্রে তিনি আধা শতাংশ মালিকও নন। এর মূল্যে কোনোভাবেই ১০ কোটি টাকা হতে পারে না। তাছাড়া পুকুরটি এখন ব্যবহার অযোগ্য। সেটি ভরাটের সঙ্গে তিনি (শিরিন) কোনোভাবেই জড়িত নন।

মামলা করা পর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আইনজীবী শিরিন বলেন, ‘সংবাদটি প্রকাশ করে আমার রাজনৈতিক ও পরিবারের সামাজিক ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। একাধিক প্রতিবাদ লিপি দিলেও পত্রিকাটির কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। ব্যুরো প্রধানকে পর পর দিনটি আইনি নোটিশ দিলেও তিনি জবাব দেননি’। 

এ বিষয়ে সাংবাদিক শাহিন বলেন, ‘জাল দলিল সূত্রে পুকুরটির মালিকানা বদল হয়েছে। দালিলিকভাবে সেটি জনস্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত পুকুর। জলাশয় আইনে এটি ভরাট করা অপরাধ। ৫ আগস্টের পর পটপরিবর্তনের পর শিরিনের ভাই শামিম সশরীরে উপস্থিত থেকে পুকুর ভরাট করেন। ভরাট করায় পরিবেশ অধিদপ্তর যে নোটিশ দিয়েছে, তাতেও শিরিনের নামও রয়েছে। মামলার বিষয়টি আদালতে আইনিভাবে মোকাবিলা করা হবে’।

সম্পর্কিত নিবন্ধ