সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অতিরিক্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে মূল সূচিতে থাকা দুটি ম্যাচের বাইরে আরও একটি বাড়তি ম্যাচ খেলবে দুই দল।

আমিরাতের সিরিজ শেষে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে খুব ভালো সম্পর্ক হওয়ায় উভয় সরকার চাচ্ছে ক্রিকেট সফরটি হোক। তাই খেলোয়াড়দের ভিভিআইপি নিরাপত্তা দেওয়া ছাড়াও ম্যাচের সূচি অনুমোদনে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে বিসিবিকে। 

পিসিবি থেকে দুটি সম্ভাব্য সূচি পাওয়া গেছে- কোরবানি ঈদ পালনের সুবিধার্থে প্রথমটি ২৭ মে থেকে ৩ জুন পাঁচটি ম্যাচ খেলার প্রস্তাবনা। ২৭, ২৮ মে ফয়সালাবাদে হবে প্রথম দুই ম্যাচ। ৩১ মে এবং ১ ও ৩ জুন হবে বাকি তিন ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় প্রস্তাবনা হলো ২৭, ২৮ মে ফয়সালাবাদ, ৩১ মে তৃতীয়, ২ ও ৪ জুন চতুর্থ ও পঞ্চম ম্যাচ খেলবে লাহোরে। 

আট দিনে পাঁচটি ম্যাচ খেললে শরীরের ওপর বেশি চাপ পড়বে বলে মত ক্রিকেটারদের। তবে ভেতরের খবর হলো ঈদের অন্তত তিন দিন আগে দেশে ফিরতে চান খেলোয়াড়রা। সেক্ষেত্রে পিসিবি রাজি হলে পাঁচ ম্যাচের সিরিজ চার ম্যাচে করার প্রস্তাব দিতে পারে বিসিবি। শেষ কথা হলো ইসিবি তৃতীয় টি২০ ম্যাচ খেলতে রাজি কিনা। তারা রাজি না হলে লিটনদের দেশে ফিরে বিরতি দিয়ে যেতে হবে পাকিস্তান। সেটা সফরের ব্যয় বাড়িয়ে দেবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র প রস ত ব আম র ত

এছাড়াও পড়ুন:

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বিএনপির পদ স্থগিত থাকা আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন। বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী মামলার পরবর্তী দিন আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেন ও শাহীনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। শাহীন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান।  

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছর ১১ আগস্ট ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর ভরাটের চেষ্টা বিএনপি নেত্রী শিরিনের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ছিল ষড়যন্ত্রমূলক। তার দাদা ৬৫ বছর পূর্বে পুকুরটি ক্রয় করেছেন। ওয়ারিশ সূত্রে তিনি আধা শতাংশ মালিকও নন। এর মূল্যে কোনোভাবেই ১০ কোটি টাকা হতে পারে না। তাছাড়া পুকুরটি এখন ব্যবহার অযোগ্য। সেটি ভরাটের সঙ্গে তিনি (শিরিন) কোনোভাবেই জড়িত নন।

মামলা করা পর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আইনজীবী শিরিন বলেন, ‘সংবাদটি প্রকাশ করে আমার রাজনৈতিক ও পরিবারের সামাজিক ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। একাধিক প্রতিবাদ লিপি দিলেও পত্রিকাটির কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। ব্যুরো প্রধানকে পর পর দিনটি আইনি নোটিশ দিলেও তিনি জবাব দেননি’। 

এ বিষয়ে সাংবাদিক শাহিন বলেন, ‘জাল দলিল সূত্রে পুকুরটির মালিকানা বদল হয়েছে। দালিলিকভাবে সেটি জনস্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত পুকুর। জলাশয় আইনে এটি ভরাট করা অপরাধ। ৫ আগস্টের পর পটপরিবর্তনের পর শিরিনের ভাই শামিম সশরীরে উপস্থিত থেকে পুকুর ভরাট করেন। ভরাট করায় পরিবেশ অধিদপ্তর যে নোটিশ দিয়েছে, তাতেও শিরিনের নামও রয়েছে। মামলার বিষয়টি আদালতে আইনিভাবে মোকাবিলা করা হবে’।

সম্পর্কিত নিবন্ধ