বিসিবির প্রস্তাবে সাড়া, লিটনদের সঙ্গে আরও এক ম্যাচ খেলবে আমিরাত
Published: 19th, May 2025 GMT
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অতিরিক্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে মূল সূচিতে থাকা দুটি ম্যাচের বাইরে আরও একটি বাড়তি ম্যাচ খেলবে দুই দল।
আমিরাতের সিরিজ শেষে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে খুব ভালো সম্পর্ক হওয়ায় উভয় সরকার চাচ্ছে ক্রিকেট সফরটি হোক। তাই খেলোয়াড়দের ভিভিআইপি নিরাপত্তা দেওয়া ছাড়াও ম্যাচের সূচি অনুমোদনে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে বিসিবিকে।
পিসিবি থেকে দুটি সম্ভাব্য সূচি পাওয়া গেছে- কোরবানি ঈদ পালনের সুবিধার্থে প্রথমটি ২৭ মে থেকে ৩ জুন পাঁচটি ম্যাচ খেলার প্রস্তাবনা। ২৭, ২৮ মে ফয়সালাবাদে হবে প্রথম দুই ম্যাচ। ৩১ মে এবং ১ ও ৩ জুন হবে বাকি তিন ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় প্রস্তাবনা হলো ২৭, ২৮ মে ফয়সালাবাদ, ৩১ মে তৃতীয়, ২ ও ৪ জুন চতুর্থ ও পঞ্চম ম্যাচ খেলবে লাহোরে।
আট দিনে পাঁচটি ম্যাচ খেললে শরীরের ওপর বেশি চাপ পড়বে বলে মত ক্রিকেটারদের। তবে ভেতরের খবর হলো ঈদের অন্তত তিন দিন আগে দেশে ফিরতে চান খেলোয়াড়রা। সেক্ষেত্রে পিসিবি রাজি হলে পাঁচ ম্যাচের সিরিজ চার ম্যাচে করার প্রস্তাব দিতে পারে বিসিবি। শেষ কথা হলো ইসিবি তৃতীয় টি২০ ম্যাচ খেলতে রাজি কিনা। তারা রাজি না হলে লিটনদের দেশে ফিরে বিরতি দিয়ে যেতে হবে পাকিস্তান। সেটা সফরের ব্যয় বাড়িয়ে দেবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র প রস ত ব আম র ত
এছাড়াও পড়ুন:
রায় ঘোষণার পর জুলাই যোদ্ধাদের উচ্ছ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সেই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
রায় ঘোষণার পরপরই হাইকোর্টের সামনে অপেক্ষারত জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন স্লোগানে তারা রায়কে স্বাগত জানান।
এদিকে, রায় ঘোষণার পরে উল্লাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন।
ঢাকা/রাজীব