দাবি আদায়ে শহীদ মিনারে বিসিএসের ২৫টি ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন
Published: 20th, May 2025 GMT
বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে কোটা বাতিলসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছে প্রশাসন ক্যাডার বাদে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।
‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের’ আহ্বানে আজ মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালিত হয়। বিকেল পাঁচটার পর শুরু হয়ে এই কর্মসূচি সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষদ জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মের মধ্যে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা প্রত্যাহার করা না হলে ২৭ ও ২৮ মে অর্ধদিবস কলমবিরতি কর্মসূচি পালন করবেন তাঁরা।
এর আগে পরিষদের পক্ষ থেকে একই দাবিতে গত ২ মার্চ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়। এ ছাড়া দাবি আদায়ে গত বছরের ২৪ ডিসেম্বর সারা দেশে এক ঘণ্টার কলমবিরতি ও ২৬ ডিসেম্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির জন্য ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টি সমাধানের জন্য আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে বিষয়টিকে আটকে রাখা হয়েছে। উপরন্তু সম্প্রতি কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চালু করা হয়েছে। অথচ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করছেন, মন্ত্রণালয়ের ভেতরে মারামারি করছেন, তারপরও তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পক্ষপাতদুষ্ট জনপ্রশাসন সংস্কার কমিশন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সঙ্গে আলোচনা ছাড়াই একটি ক্যাডারের এজেন্ডা বাস্তবায়নের সুপারিশ করেছে। জবাবদিহিমূলক জনবান্ধব সিভিল সার্ভিসের দাবিকে অগ্রাহ্য করে একটি ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থে ৫৫ হাজার ক্যাডার কর্মকর্তার দাবিকে উপেক্ষা করা হলে, তা পরিষদ প্রত্যাখ্যান করবে বলে জানায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র কর মকর ত
এছাড়াও পড়ুন:
বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনে বেরোবিতে মানববন্ধন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের বৈষম্য বন্ধ ও তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা।
রবিবার (১৮ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তারা বলেন, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং একটি পেশাদার ডিগ্রি। ৪ বছর কঠোর পরিশ্রম করে এই ডিগ্রি অর্জন করতে হয়। অথচ চাকরির ক্ষেত্রে পদমর্যাদায় বৈষম্যের শিকার হতে হয়, যা খুবই হতাশাজনক।
আরো পড়ুন:
ওয়াইফাই সংযোগ নিয়ে চরম ভোগান্তিতে কুবি শিক্ষার্থীরা
প্রশাসনিক কাজেও বিরত থাকার ঘোষণা কুয়েট শিক্ষক সমিতির
বেরোবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম সবার পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো- নবম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমানের পদে পরীক্ষার মাধ্যমে সকলকে নিয়োগ দিতে হবে, কোটাভিত্তিক বা অন্য নামে পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া যাবে না; দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ও ডিপ্লোমা উভয় ডিগ্রিধারীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগের সুযোগ দিতে হবে; বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবী ব্যবহার করতে পারবে না এবং এ সংক্রান্ত আইন প্রণয়ন ও গেজেট প্রকাশ করতে হবে।
সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থী মাহিন বলেন, “আমাদের দাবি কোনোভাবেই অবৈধ বা অযৌক্তিক নয়। বরং এটি আমাদের পেশাগত সম্মান রক্ষার লড়াই। ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি তুলতে পারেন, কিন্তু বিএসসি না করেও ‘ইঞ্জিনিয়ার’ পদবী ব্যবহার করা মোটেই গ্রহণযোগ্য নয়।”
ঢাকা/সাজ্জাদ/মেহেদী