দেশের ৪ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশুসহ অন্তত ৮৫ জন জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পঞ্চগড়, লালমনিরহাট, মৌলভীবাজার ও ফেনী জেলায় এসব ঘটনা ঘটে। পরে এই ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আটক করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, ঠেলে পাঠানো ব্যক্তিদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আর প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের অধিকাংশই আগে থেকেই ভারতে অবস্থান করে বিভিন্ন কাজ করছিলেন। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া চলছে।

পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে আজ ভোরে নারী, শিশুসহ ২১ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাঁদের মধ্যে ১৪ জন শিশু-কিশোর, ৬ জন নারী ও ১ জন তরুণ।

আজ বেলা পৌনে ১১টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, গতকাল বিকেলে ভারতের গুজরাট এলাকা থেকে ওই ২১ জনকে আটক করে দেশটির পুলিশ। দীর্ঘদিন ধরেই তাঁরা ভারতে ছিলেন এবং প্রাপ্তবয়স্করা সেখানে বিভিন্ন কাজ করতেন। গতকাল প্রথমে তাঁদের উড়োজাহাজ ও পরে বাসে করে সীমান্ত এলাকায় নিয়ে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফের সদস্যরা তাঁদের সীমান্তে নিয়ে বাংলাদেশের দিকে ঠেলে পাঠান।

গতকাল রাতে পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয় ২০ জনকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এসএফ গতক ল

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়ি সীমান্তে ৫ জনকে পুশইন করল বিএসএফ

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে শিশুসহ পাঁচজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার তাদের পুশইন করা হয়।

জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম সীমান্ত থেকে রামগড় সীমান্তের ফেনী নদী দিয়ে পাঁচজনকে পুশইন করেছে বিএসএফ। তারা একই পরিবারের এবং ভারতের হরিয়ানার বাসিন্দা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ভারতের হরিয়ানার বাসিন্দা এবং সেখানে একটি ইট-ভাটায় কাজ করতেন। 

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ইসমত জাহান তুহিন বলেন, পাঁচজনকে সাময়িকভাবে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি, উপজেলা প্রশাসন ও রামগড় থানা সমন্বিতভাবে কাজ করছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘প্লেনে, গাড়িতে কইরা আইনা কোন বর্ডার পার করে দিছে জানি না’
  • পাটগ্রাম সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন
  • এবার খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে দিল বিএসএফ
  • পঞ্চগড়ে নারী-শিশুসহ ২১ জনকে পুশইন
  • ফেনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
  • পঞ্চগড় সীমান্তে আরো ২১ জনকে পুশ-ইন করল ভারত
  • খাগড়াছড়ি সীমান্তে ৫ জনকে পুশইন করল বিএসএফ
  • কুমিল্লা ও ফেনী সীমান্তে ৫২ জনকে পুশইন করল বিএসএফ
  • কুমিল্লা ও ফেনী সীমান্তে ৫২ জনকে পুশইন