পিঠের ইনজুরির কারণে পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকার। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

সৌম্য ডান পাশের নিচের অংশে ব্যথা অনুভব করছিলেন গত এক সপ্তাহ ধরে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, চিকিৎসা পর্যালোচনার পর দেখা গেছে চোট কাটিয়ে মাঠে ফিরতে সৌম্যের অন্তত ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন। ফলে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে না নিশ্চিতভাবেই।

সৌম্যের জায়গায় জাতীয় দলে যুক্ত হয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পিএসএল খেলতে মিরাজ এখন পাকিস্তানেই অবস্থান করছেন। আজ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। পিএসএল শেষ হলেই তিনি যোগ দেবেন লাহোরে অবস্থানরত বাংলাদেশ দলের সঙ্গে।

আরো পড়ুন:

নাহিদ রানা ‘ট্রমাটাইজড’, যাচ্ছেন না পাকিস্তানে

পাকিস্তানে পাঁচ দিনে বাংলাদেশের তিন টি-টোয়েন্টি

মিরাজ এর আগে বাংলাদেশ দলের হয়ে ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্মের ওপর ভরসা রেখেই তাকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আগামী বছরে কি আবার আইপিএল-পিএসএল সংঘাত

ক্রিকেটকে বাণিজ্যিকীকরণ করে ফেলার পর বিশ্বজুড়ে এখন এত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ হয় যে একটির সঙ্গে আরেকটি সূচি সাংঘর্ষিক হয়েই যায়।

কয়েক বছর ধরে বিপিএলের সময়ে হয়ে আসছে আরও চার টুর্নামেন্ট—অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ, দক্ষিণ আফ্রিকার এসএ২০ এবং সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০।

তবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও দামি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের জন্য সাধারণত এমন সময় বরাদ্দ থাকে, যে সময়ে অন্য লিগ থাকে না। কিন্তু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কারণে এ বছর এই অলিখিত নিয়মের ব্যতয় ঘটেছে।

গত ফেব্রুয়ারি–মার্চে আরব আমিরাতকে নিয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করেছে পাকিস্তান। দেশটির শীর্ষ টি–টোয়েন্টি প্রতিযোগিতা পাকিস্তান সুপার লিগও (পিএসএল) ফেব্রুয়ারি–মার্চে হয়ে থাকে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির কারণে পিএসএল এবার পিছিয়ে নেওয়া হয় এপ্রিল–মে মাসে, আইপিএলের সময়ে।

আগামী বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ফেব্রুয়ারি–মার্চে

সম্পর্কিত নিবন্ধ

  • আগামী বছরে কি আবার আইপিএল-পিএসএল সংঘাত