মাইক্রোসফটের বিরুদ্ধে লেখকদের মামলা
Published: 7th, July 2025 GMT
প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বিরুদ্ধে প্রায় দুই লাখ পাইরেটেড বই ব্যবহার করে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরির অভিযোগ করেছেন একদল লেখক।
লেখকদের মধ্যে আছেন কাই বার্ড, জিয়া টোলেন্টিনো, ড্যানিয়েল ওক্রেন্টসহ অনেকে। তাঁদের অভিযোগ, মাইক্রোসফট তাদের বইয়ের পাইরেটেড ডিজিটাল সংস্করণ ব্যবহার করে মেগাট্রন এআইকে প্রশিক্ষণ দিয়েছে। গত ২৪ জুন নিউইয়র্কের ফেডারেল আদালতে তাঁরা মামলাটি করেন। লেখকেরা মাইক্রোসফটের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিটি বইয়ের জন্য দেড় লাখ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ চেয়েছেন।
মেগাট্রনের মতো জেনারেটেড কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো মূলত ব্যবহারকারীদের অনুরোধে লেখা, সংগীত, ছবি ও ভিডিও তৈরি করে। এগুলো তৈরিতে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা অনুরূপ আউটপুট তৈরি করতে এআই প্রোগ্রামের জন্য বিশাল ডাটাবেজ সংগ্রহ করেন। মামলার দাবি অনুযায়ী, মাইক্রোসফট বিশাল পাইরেটেড বইয়ের সংগ্রহ ব্যবহার করেছে একটি কম্পিউটার মডেল তৈরি করতে, যা লেখকদের লেখা ও ভাবভঙ্গি অনুকরণ করে। তবে মাইক্রোসফটের মুখপাত্ররা মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।
এ মামলা এমন এক সময় এসেছে, যখন কপিরাইট লঙ্ঘন নিয়ে প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে একের পর এক আইনি লড়াই চলছে। এর আগে ক্যালিফোর্নিয়ার একটি আদালত রায় দিয়েছিলেন, অ্যানথ্রোপিক কোম্পানি এআই প্রশিক্ষণে ন্যায্যভাবে লেখকদের লেখা ব্যবহার করেছে। মেটা–সম্পর্কিত আরেক মামলায় আদালত মেটার পক্ষে রায় দিয়েছেন। এআই কোম্পানিগুলোর যুক্তি, তারা কপিরাইট উপকরণ ‘নতুন ও রূপান্তরিত’ কনটেন্ট তৈরিতে ব্যবহার করে। লেখকদের অনুমতি ছাড়া এসব ব্যবহার নিষিদ্ধ হলে এআই প্রযুক্তির অগ্রগতি থেমে যেতে পারে।
মামলাগুলো কেবল লেখকদের মধ্যেই সীমাবদ্ধ নেই। নিউইয়র্ক টাইমস, ডিজনির মতো কোম্পানিগুলো বিভিন্ন এআই কোম্পানির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে।
সূত্র: গার্ডিয়ান
গ্রন্থনা: রবিউল কমল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর ল খকদ র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন