বড় ভাইকে খুনের পর লাশ গুমের জন্য নিয়ে যাচ্ছিলেন, দম্পতি গ্রেপ্তার
Published: 22nd, May 2025 GMT
পারিবারিক বিবাদের জেরে বড় ভাই সাহেদের সঙ্গে ঝগড়া হয় ছোট ভাই জাহেদ আর তাঁর স্ত্রী তাসনিমের। ঝগড়ার এক পর্যায়ে ভাঙচুর করা হয় ঘরের আসবাব। পরে সাহেদ ঘুমাতে গেলে তাঁকে কুপিয়ে হত্যা করেন জাহেদ ও তাসনিম। পরে লাশ গুম করতে অ্যাম্বুলেন্সে করে নেওয়ার চেষ্টা করেন দুজনে। তবে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে নগরে কাপ্তাই রাস্তা মাথা থেকে মো.
পুলিশ জানায়, স্বামী-স্ত্রী দুজনই মাদকাসক্ত। বুধবার রাতে বড় ভাইয়ের সঙ্গে তাঁদের ঝগড়া হয়। এর জেরেই তাঁকে কুপিয়ে হত্যা করেন তাঁরা। এরপর লাশ গুম করতে চট্টগ্রাম নগর থেকে পালিয়ে যাচ্ছিলেন দুজন। খবর পেয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। সাহেদ ও জাহেদ রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের হাজি মীর হোসেন সওদাগর বাড়ির মৃত জালাল আহমেদের ছেলে। দুই ভাই-ই প্রবাসী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, বড় ভাইকে হত্যার পর রাতের আঁধারে লাশ নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর বড় ভ ই
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী