বৃষ্টির কারণে এই সময় রাস্তাঘাট কাদা হয়ে যায়। জুতায় লেগে সেই কাদা ঘরের ভিতরেও প্রবেশ করছে। এতে ঘরের মেঝে যেমন নোংরা হচ্ছে, তেমনই জীবাণুও ঘরে ঢুকছে। ফলে নানা ধরনের সংক্রমণের ভয় বাড়ছে। এই মৌসুমে ঘরের মেঝে জীবাণুমুক্ত রাখতে কিছু পদ্ধতি অনুসরণ করুন। যেমন-

সঠিক জায়গায় জুতা খুলুন : বাইরের জুতা ঘরে ঢোকাবেন না। জুতায় কাদা লাগলে ভালোভাবে পরিষ্কার করুন। যেখানে জুতা খুলবেন তার পাশেই বৃষ্টিতে ভেজা ছাতাও রেখে দিন। শুকিয়ে গেলে তারপরে ঘরে ঢোকাবেন। তাহলে ঘরের মধ্যে কাদা হবে না এবং মেঝে পরিষ্কার থাকবে।

ভিনেগার: বর্ষায় ঘর অনেকেটা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। এতে সংক্রমণের ভয়ও বাড়ে। এ সময় নিয়মিত শুকনো করে ঘরের মেঝে মুছতে হবে। ঘর মোছার পানিতে এক কাপ ভিনেগার এবং কয়েক ফোঁটা যে কোনও এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। এই মিশ্রণটি জীবাণুনাশকের কাজ করবে। এরপরে শুকনো কাপড় দিয়ে আবার মুঝে নিন। 

বেকিং সোডা : ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। গরম পানিতে এক চামচ বেকিং সোডা, এর সঙ্গে যে কোনও এসেনশিয়াল অয়েল ৩-৪ ফোঁটা মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণটি দিয়ে দু’বার ঘর মুছলে ঘর জীবাণুমুক্ত এবং চকচকে হয়ে উঠবে।

নিম তেল : বর্ষায় ঘরে পোকামাকড়, পিঁপড়ার উপদ্রব বেড়ে যায়। তাই এই সময় ঘর মোছার সময় পানিতে নিম তেলও মেশাতে পারেন। এ ছাড়া একটি স্প্রে বোতল সমপরিমাণ পানি ও নিম তেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখতে পারেন। প্রতিদিনে ঘরে এই মিশ্রণ থেকে স্প্রে করুন। এতে বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর হবে। সেই সঙ্গে ঘর থাকবে জীবাণুক্ত। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ক রমণ ঘর র ম ঝ

এছাড়াও পড়ুন:

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন।

এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।

এর আগে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়।

সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

সম্পর্কিত নিবন্ধ