Prothomalo:
2025-09-23@03:00:06 GMT

বিশ্ব মোটরসাইকেল দিবস আজ

Published: 21st, June 2025 GMT

মোটরসাইকেল ব্যয় ও সময়সাশ্রয়ী। তুলনামূলক পরিবেশবান্ধব। চলাচলে রয়েছে স্বাধীনতার সুখ। আছে তারুণ্যের উদ্দীপনা, নায়কোচিত অনুভূতি। ফলে এই বাহন যে অর্থ, সময় ও পরিবেশসচেতন ও স্বাধীনচেতা মানুষের কাছে অবিসংবাদিতভাবে সবচেয়ে প্রিয় বাহন হিসেবে বিবেচিত হবে, তা বলাই বাহুল্য।

মোটরসাইকেলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের অংশ হিসেবে ২১ জুন বিশ্ব মোটরসাইকেল দিবস পালিত হয়। দিনটির সূচনা অবশ্য খুব বেশি আগে নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ২০১৫ সালে প্রথম বৈশ্বিকভাবে মোটরসাইকেল দিবস পালনের ধারণা তৈরি হয়। ধারণাটি এসেছিল মূলত ইউরোপ ও আমেরিকার কিছু মোটরসাইকেলচালকের মাধ্যমে। এরপর ২০১৭ সালে বেছে নেওয়া হয় ২১ জুন তারিখটি এবং সে বছরই দিবসটি অনানুষ্ঠানিকভাবে পালিত হয়।

বিশ্ব মোটরসাইকেল দিবস হিসেবে ২১ জুন তথা আজকের তারিখটি বেছে নেওয়ার কারণও খুব স্পষ্ট। আজ উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। মোটরসাইকেল চালানোর জন্য সবচেয়ে বেশি দিনের আলো পাওয়া যাবে আজ। এ ছাড়া মোটরসাইকেলের চালকদের জন্য দীর্ঘতম এই দিনকে মুক্তি, স্বাধীনতা, রোমাঞ্চ ও উদ্যমের প্রতীক বলে মনে করা হয়।

ন্যাশনাল টুডে ডটকম অবলম্বনে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারতে থাকা লালনের গানের পাণ্ডুলিপি ফেরত চাইলেন কুষ্টিয়ার ডিসি

কুষ্টিয়ার আশ্রম থেকে বাউল সম্রাট ফকির লালন শাহের ৩১৪টি গানের মূল পাণ্ডুলিপি ভারতের কলকাতায় নিয়ে গিয়েছিলেন শিলাইদহের তৎকালীন জমিদার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।  ঐতিহাসিক সেই গানের পাণ্ডুলিপি বর্তমানে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ভোলপুর শহরে অবস্থিত শান্তি নিকেতন রয়েছে। দীর্ঘদিন ধরে পাণ্ডুলিপি ফেরত আনার দাবি জানাচ্ছিলেন লালন ভক্ত, অনুরাগী, অনুসারী ও গবেষকরা। তবে তা ফেরত পাওয়া যায়নি। 

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন একাডেমিতে পাণ্ডুলিপিগুলো ফেরত চেয়েছেন। এ জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত আবেদন দিয়েছেন তিনি। সোমবার (২২ সেপ্টেম্বর) এ আবেদন পাঠানো হয়েছে।

লিখিত আবেদনে ডিসি উল্লেখ করেছেন, কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন আশ্রম থেকে লালন শাহের গানের একটি খাতা কলকাতায় নিয়ে গিয়েছিলেন কুষ্টিয়ার শিলাইদহের তৎকালীন জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর। যা বর্তমানে শান্তি নিকেতনে সংরক্ষিত আছে। প্রায় ১৩৫ বছরের পুরোনো উক্ত খাতায় লালন শাহের ৩১৪টি গান রয়েছে। ইতোপূর্বে শান্তি নিকেতন থেকে লালন শাহের গানের পাণ্ডুলিপির একটি অনুলিপি প্রেরণ করা হলেও, মূল পাণ্ডুলিপি সেখানেই রয়ে গেছে। 

প্রতি বছর লালন তিরোধান দিবস ও লালন স্মরণোৎসব উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমিতে লক্ষ লক্ষ দেশ-বিদেশি লালন ভক্ত, অনুরাগী, অনুসারী ও লালন গবেষকদের আগমন ঘটে। তাদের সবার পক্ষ থেকে বাউল সম্রাট ফকির লালন শাহের গানের মূল পাণ্ডুলিপি শান্তি নিকেতন থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমিতে ফেরত আনার দাবি উঠেছে। তদুপরি সরকার ১৭ অক্টোবর লালন তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে ঘোষণা এবং জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করায় লালন তিরোধান দিবসের গুরুত্ব আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ভক্ত, অনুরাগী, অনুসারী ও লালন গবেষকদের দাবির প্রেক্ষিতে লালন গবেষণার কাজে ব্যবহারের জন্য ফকির লালন শাহের গানের মূল পাণ্ডুলিপি শান্তি নিকেতন থেকে সংগ্রহ করে কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমিতে সংরক্ষণ করা প্রয়োজন। 

এমতাবস্থায় বাউল সম্রাট ফকির লালন শাহের গানের মূল পাণ্ডুলিপি শান্তি নিকেতন থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমিতে ফেরত এনে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “লালনের ৩১৪টি গানের মূল পাণ্ডুলিপি ফেরত আনার জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করছি। আমরা কলকাতা থেকে সেগুলো দ্রুত কুষ্টিয়ায় ফেরত আনতে চাই। এ জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত আবেদন করা হয়েছে।” 

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ