যুক্তরাজ্যের গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন ডিজি-টেক
Published: 21st, June 2025 GMT
বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতে আন্তর্জাতিক মর্যাদার নতুন মাইলফলক অর্জন করলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যুক্তরাজ্যভিত্তিক প্রকাশনা ‘গ্লোবাল ব্র্যান্ডজ ম্যাগাজিন’ থেকে ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
‘মোস্ট ট্রাস্টেট আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার’ ক্যাটাগরিতে এই সম্মাননা পেয়েছে ওয়ালটন ডিজি-টেক। এটি শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে ওয়ালটন ডিজি-টেকের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রসঙ্গত, ‘গ্লোবাল ব্র্যান্ডজ ম্যাগাজিন’ প্রতি বছর বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করে যারা নিজেদের খাতে অসাধারণ দক্ষতা, উদ্ভাবনী শক্তি, এবং বিশ্বস্ততার প্রমাণ দেয়। প্রযুক্তি, আর্থিক খাত, শিক্ষা, অটোমোবাইল, জীবনধারা সহ নানান সেক্টরের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো এই প্ল্যাটফর্মে স্বীকৃতি লাভ করে থাকে। ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ শুধুমাত্র একটি পুরস্কার নয় বরং এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি যা প্রমাণ করে একটি ব্র্যান্ড মানুষের মনে স্থায়ী প্রভাব রাখতে পেরেছে।
আরো পড়ুন:
ঈদ উৎসবে জমজমাট ওয়ালটন ফ্রিজের বিক্রি
নানা আয়োজনে ওয়ালটনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
এবারের পুরস্কার তালিকায় ছিলো জার্মানির বশ, ফ্রান্সের এয়ারবাস, যুক্তরাষ্ট্রের থ্রিএম, যুক্তরাজ্যের ইউনিলিভার এর মতো খ্যাতনামা প্রতিষ্ঠান, যারা বিশ্ববাজারে বহু বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছে। তাদের সাথে এক সারিতে ওয়ালটন ডিজি-টেকের অবস্থান নিঃসন্দেহে এক অনন্য অর্জন। এছাড়াও বিগত বছরগুলোতে টয়োটা, ইউটিউব, অ্যামাজন, অ্যাপল এর মতো আরো অনেক বিশ্বখ্যাত প্রতিষ্ঠানসমূহ মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড লাভ করেছে।
ওয়ালটন ডিজি-টেক দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারা ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মনিটর, প্রিন্টার, ট্যাবলেটসহ প্রযুক্তিনির্ভর নানান পণ্য ও উপাদান স্থানীয়ভাবে উৎপাদন ও বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটি দেশে প্রযুক্তিপণ্যের ‘মেড ইন বাংলাদেশ’ ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে। দেশজুড়ে বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, বিশ্বমানের কারিগরি দক্ষতা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট এবং প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি অঙ্গীকার ওয়ালটনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
স্থানীয় বাজারে ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি প্রযুক্তিপণ্যে মান, উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে ওয়ালটনের অব্যাহত প্রচেষ্টা তাদেরকে দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এরই প্রেক্ষিতে ‘মোস্ট ট্রাস্টেট আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার’ ক্যাটাগরিতে ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছে ওয়ালটন ডিজি-টেক। একইসাথে প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ এবার গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিনের লিডারশিপ ক্যাটাগরিতে ‘মোস্ট ইনোভেটিভ চিফ বিজনেস অফিসার’ পুরস্কার পেয়েছেন ।
ঢাকা/অগাস্টিন সুজন/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রস ক র য ক তর
এছাড়াও পড়ুন:
বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরিফুল ইসলাম নামের ওই সার্জেন্ট পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। যদিও পুলিশ বলছে, পা ছুঁয়ে সালাম করার সঙ্গে বরখাস্ত হওয়ার সম্পর্ক নেই। দায়িত্বে অনুপস্থিত থাকায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে।
আজ শুক্রবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান মুঠোফোনে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শুক্রবার সকাল দশটার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে গাড়িতে ওঠার সময় তাঁর পা ছুঁয়ে সালাম করেন সার্জেন্ট আরিফুল ইসলাম। এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে মোহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডিউটিতে অনুপস্থিত থাকায় আরিফুল ইসলাম নামে একজন সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। ভিডিওর সঙ্গে বরখাস্তের সম্পর্ক নেই।’
তবে পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, আজ শুক্রবার সকালে মিরপুরের টোলারবাগ এলাকায় উচ্ছেদ অভিযানে থাকার কথা ছিল আরিফুলের। কিন্তু তিনি উচ্ছেদ অভিযানে অংশ না নিয়ে শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের সমাধিস্থল এলাকায় ছিলেন। সেখানে তিনি বিএনপি নেতা রিজভীর পা ছুঁয়ে সালাম করেন। এ কারণেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।