সরাসরি: ইরানের হামলায় ১০ দিনে ইসরায়েলে নিহত ২৪
Published: 23rd, June 2025 GMT
সংঘাতের ১০ দিনে ইরানের হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছে।
রবিবার (২৩ জুন) দেশটির জরুরি মেডিকেল পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এনডিএ) জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর গত ১০ দিনে ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছে।
সংস্থাটি জানায়, তারা এখন পর্যন্ত ১ হাজার ২১৩ জন ইসরায়েলিকে চিকিৎসা দিয়েছে; যাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।
আরো পড়ুন:
আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের চিন্তা করছে ইরান
যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর পরিণতি অপেক্ষা করছে: খাতাম আল-আনবিয়া
বাকি আহতদের মধ্যে কেউ কেউ মাঝারি ও হালকা আঘাত পেয়েছেন, অনেকে আবার উদ্বেগ ও মানসিক চাপের কারণে চিকিৎসা নিয়েছেন বলে সংস্থাটি জানায়।
আলজাজিরা জানিয়ছে, ইসরায়েলের হামলায় ইরানে চার শতাধিক মানুষ নিহত নিহত হয়েছে।
১৩ জুন থেকে হামলা ও পাল্টা হামলায় প্রাণহানি ক্রমেই বাড়ছে। উভয় দেশে বহু মানুষ আহত হয়েছে। যুদ্ধের কারণে ইসরায়েলের নাগরিকরা আশ্রয়কেন্দ্র বা বাঙ্কারে ঠাঁই পেলেও ইরানিদের ক্ষেত্রে অবস্থা ভিন্ন। সাধারণ নাগরিকদের আশ্রয়ের জন্য ইরানে নিরাপত্তা-বাঙ্কার নেই; আলজাজিরার কয়েকটি প্রতিবেদনে তেহরানের বাসিন্দাদের এমনই তথ্য উঠে এসেছে।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সেরা ১০ ধনী নারী কারা, তাঁদের কী ব্যবসা
১০৬ বিলিয়ন ডলার। সম্পদের প্রধান উৎস: ওয়ালমার্ট। বয়স: ৭৫ বছর।
সবচেয়ে ধনী নারী অ্যালিস ওয়ালটন। টানা এক দশকে ৯ বার তিনি শীর্ষ ধনী নারীর তালিকা ছিলেন। অ্যালিস ওয়ালটনের সম্পদের পরিমাণ প্রায় ১০৬ বিলিয়ন বা ১০ হাজার ৬০০ কোটি ডলার। ফলে তিনি যুক্তরাষ্ট্রের ১৫তম ধনী ব্যক্তি এবং আমেরিকার প্রথম নারী ‘সেন্টিবিলিয়নিয়ার’ (অর্থাৎ যাঁর সম্পদের হিসাব ১২ অঙ্কের)। গত বছর তিনি ফ্রান্সের কোম্পানি লরিয়েলের উত্তরাধিকারী ফ্রাঁসোয়াজ বেটেনকোর্ট মেয়ার্সকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী নারী হন।
২জুলিয়া কচজুলিয়া কচ