সরাসরি: ইরানের হামলায় ১০ দিনে ইসরায়েলে নিহত ২৪
Published: 23rd, June 2025 GMT
সংঘাতের ১০ দিনে ইরানের হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছে।
রবিবার (২৩ জুন) দেশটির জরুরি মেডিকেল পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এনডিএ) জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর গত ১০ দিনে ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছে।
সংস্থাটি জানায়, তারা এখন পর্যন্ত ১ হাজার ২১৩ জন ইসরায়েলিকে চিকিৎসা দিয়েছে; যাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।
আরো পড়ুন:
আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের চিন্তা করছে ইরান
যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর পরিণতি অপেক্ষা করছে: খাতাম আল-আনবিয়া
বাকি আহতদের মধ্যে কেউ কেউ মাঝারি ও হালকা আঘাত পেয়েছেন, অনেকে আবার উদ্বেগ ও মানসিক চাপের কারণে চিকিৎসা নিয়েছেন বলে সংস্থাটি জানায়।
আলজাজিরা জানিয়ছে, ইসরায়েলের হামলায় ইরানে চার শতাধিক মানুষ নিহত নিহত হয়েছে।
১৩ জুন থেকে হামলা ও পাল্টা হামলায় প্রাণহানি ক্রমেই বাড়ছে। উভয় দেশে বহু মানুষ আহত হয়েছে। যুদ্ধের কারণে ইসরায়েলের নাগরিকরা আশ্রয়কেন্দ্র বা বাঙ্কারে ঠাঁই পেলেও ইরানিদের ক্ষেত্রে অবস্থা ভিন্ন। সাধারণ নাগরিকদের আশ্রয়ের জন্য ইরানে নিরাপত্তা-বাঙ্কার নেই; আলজাজিরার কয়েকটি প্রতিবেদনে তেহরানের বাসিন্দাদের এমনই তথ্য উঠে এসেছে।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পিরোজপুরে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার
চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) রাতে যৌথ বাহিনী মারুফের মালিকানাধীন পিরোজপুর শহরের আবাসিক হোটেল ‘বিলাস’ থেকে তাকে গ্রেপ্তার করে।
পিরোজপুর সদর থানায় জুয়েল শেখ নামের এক বালু ব্যবসায়ীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। ওই মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, পিরোজপুর শহরের বলেশ্বর এলাকার বালু ব্যবসায়ী জুয়েল ও রিপনের কাছে কিছু দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল মারুফ। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের মারধর ও হত্যার হুমকি দিয়ে দেওয়া হয়েছিল। তারা বিষয়টি বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয়দের জানালে মারুফ তাদের ওপর ক্ষিপ্ত হয়। গত ৫ আগস্ট দুপুরে মারুফের নেতৃত্বে মিরন ও মিলনসহ অজ্ঞাত আরো কয়েকজন চাইনিজ কুড়াল, দা, লাঠি, হকিস্টিক, লোহার রড ও দেশীয় অস্ত্রসহ বলেশ্বর ব্রিজ সংলগ্ন জুয়েলের মালিকানাধীন মেসার্স রুমু এন্টারপ্রাইজের অফিসের সামনে গিয়ে তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় হকিস্টিক দিয়ে জুয়েলকে পেটানো হয়। এ সময় তার ব্যবসায়িক সহযোগী রিপন তাকে রক্ষার চেষ্টা করলে মারুফ ও তার সহযোগীরা তাকেও মারধর করে। জুয়েল দৌড়ে তার অফিসের মধ্যে গেলে হামলাকারীরা অফিসে ঢুকে দরজা বন্ধ করে জুয়েলকে হাত-পা বেঁধে পেটায়। জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে সটকে পড়ে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় যুবদল ১০ আগস্ট মারুফ হাসানকে পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করে।
ঢাকা/তাওহিদুল/রফিক