সিনেমাটি ভয় দেখাবে, রোমাঞ্চিতও করবে: সোনাক্ষী
Published: 29th, June 2025 GMT
দীর্ঘদিন হলো বড় পর্দায় দেখা নেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। সোনাক্ষী ভক্তদের জন্য সুখবর হলো তিনি ফের সিনেমায় কাজ শুরু করেছেন। নতুন সিনেমা ‘নিকিতা রায়’ নিয়ে ফিরেছেন এই অভিনেত্রী। সোনাক্ষীর ভাই কুশ সিনহা সিনেমাটি পরিচালনা করেছেন।
সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এই সিনেমাটি সম্পর্কে সোনাক্ষী বলেন, ‘‘ সিনেমাটি ভয় দেখাবে আবার রোমাঞ্চিতও করবেন। যেটা পরিবার নিয়ে একসঙ্গে বসে উপভোগ করার মতো। বন্ধুবান্ধবদের নিয়েও দেখা যাবে।’
নিকিতা রায় দিলে পরিচালক কুশ সিনহর বলিউডে অভিষেক হলো। এই সিনেমায় বোন সোনাক্ষী নাম ভূমিকায় অভিনয় করছেন। সিনেমার অন্যান্য চরিত্রে আছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল, সুহেল নায়ার।
আরো পড়ুন:
‘কাঁটা লাগা গার্ল’ শেফালি মারা গেছেন, মৃত্যুর কারণ অস্পষ্ট
কারিশমার সতীন নন্দিতার যত প্রেম-বিয়েবিচ্ছেদ
দীর্ঘদিন অভিনয় থেকে সরে থাকা প্রসঙ্গে সোনাক্ষী একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘মনের মতো চিত্রনাট্য পাচ্ছিলাম না। সেজন্য “না” বলতে বাধ্য হচ্ছিলাম। আসলে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি এখন বদলেছে। শক্তিশালী নারী চরিত্র আমাকে এখন বেশি উৎসাহিত করে। আর চ্যালেঞ্জিং চরিত্র ছাড়া মজা পাই না। আমি এখন এমন কিছু করতে চাই, যা সবাই মনে রাখে।’’
২০১০ সালে সোনাক্ষীর ক্যারিয়ার শুরু হয় ‘দাবাং’ সিনেমা দিয়ে। বাণিজ্যিক ওই সিনেমায় তার নায়ক হয়েছিলেন সালমান খান। সুপারহিট হয়েছিলো সিনেমাটি। তবে শুরুর এই সাফল্য ক্যারিয়ারজুড়ে বাজায় রাখতে পারেননি।
সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘নিকিতা রায়’ নিয়ে সোনাক্ষীর ভক্তরা উচ্ছ্বসিত হতে পারেন। বড় পর্দায় সোনাক্ষীর প্রত্যাবর্তন কতটা সফল হলো তারাই রায় দেবেন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিটিভিতে আবার শোনা যাবে, ‘আমরা নতুন, আমরা কুঁড়ি...’
প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে নতুন কুঁড়ি। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেজে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্মৃতিকাতর হয়েছেন—কারও মনে পড়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্মৃতি, কারও মনে ভেসে উঠেছে শৈশবের প্রিয় অনুষ্ঠানটির দৃশ্য। ফেসবুকে অনেকে ছবিও শেয়ার করেছেন।
১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম প্রচারিত হয় ‘নতুন কুঁড়ি’। অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল কবি গোলাম মোস্তফার ‘কিশোর’ কবিতা থেকে। যার প্রথম ১৫ লাইন অনুষ্ঠানের সূচনাসংগীত হিসেবে ব্যবহৃত হতো।
স্বাধীনতার পর ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় আবার শুরু হয় ‘নতুন কুঁড়ি’। সে সময় বিটিভির অন্যতম আলোচিত এই অনুষ্ঠান হয়ে ওঠে শিশু-কিশোরদের স্বপ্নের মঞ্চ। নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণেরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুকসহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পান। ২০০৫ সাল পর্যন্ত চলে এ অনুষ্ঠান। পরে নানা কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বিটিভি। ২০২০ সালে অনুষ্ঠানটি আবার শুরু করার খবর শোনা গিয়েছিল। কিন্তু পরে বলা হয়, কোভিড মহামারির কারণে সেটা আর সম্ভব হয়নি।
তিন দশকে নতুন অনেক তারকার জন্ম দিয়েছে নতুন কুঁড়ি। অনেকে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সংগীতজগতে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। তাঁদের মধ্যে আছেন তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে। এ তালিকায় আছেন সামিনা চৌধুরীসহ অনেক জনপ্রিয় সংগীতশিল্পীও।