দীর্ঘদিন হলো বড় পর্দায় দেখা নেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। সোনাক্ষী ভক্তদের জন্য সুখবর হলো তিনি ফের সিনেমায় কাজ শুরু করেছেন। নতুন সিনেমা ‘নিকিতা রায়’ নিয়ে ফিরেছেন এই অভিনেত্রী। সোনাক্ষীর ভাই কুশ সিনহা সিনেমাটি পরিচালনা করেছেন। 

সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এই সিনেমাটি সম্পর্কে সোনাক্ষী বলেন, ‘‘ সিনেমাটি ভয় দেখাবে আবার রোমাঞ্চিতও করবেন। যেটা পরিবার নিয়ে একসঙ্গে বসে উপভোগ করার মতো। বন্ধুবান্ধবদের নিয়েও দেখা যাবে।’

নিকিতা রায় দিলে পরিচালক কুশ সিনহর বলিউডে অভিষেক হলো।  এই সিনেমায় বোন সোনাক্ষী নাম ভূমিকায় অভিনয় করছেন। সিনেমার অন্যান্য চরিত্রে আছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল, সুহেল নায়ার।

আরো পড়ুন:

‘কাঁটা লাগা গার্ল’ শেফালি মারা গেছেন, মৃত্যুর কারণ অস্পষ্ট

কারিশমার সতীন নন্দিতার যত প্রেম-বিয়েবিচ্ছেদ

দীর্ঘদিন অভিনয় থেকে সরে থাকা প্রসঙ্গে সোনাক্ষী একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘মনের মতো চিত্রনাট্য পাচ্ছিলাম না। সেজন্য “না” বলতে বাধ্য হচ্ছিলাম। আসলে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি এখন বদলেছে। শক্তিশালী নারী চরিত্র আমাকে এখন বেশি উৎসাহিত করে। আর চ্যালেঞ্জিং চরিত্র ছাড়া মজা পাই না। আমি এখন এমন কিছু করতে চাই, যা সবাই মনে রাখে।’’

২০১০ সালে সোনাক্ষীর ক্যারিয়ার শুরু হয় ‘দাবাং’ সিনেমা দিয়ে। বাণিজ্যিক ওই সিনেমায় তার নায়ক হয়েছিলেন সালমান খান। সুপারহিট হয়েছিলো সিনেমাটি। তবে শুরুর এই সাফল্য ক্যারিয়ারজুড়ে বাজায় রাখতে পারেননি।

সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘নিকিতা রায়’ নিয়ে সোনাক্ষীর ভক্তরা উচ্ছ্বসিত হতে পারেন।  বড় পর্দায় সোনাক্ষীর প্রত্যাবর্তন কতটা সফল হলো তারাই রায় দেবেন।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কানাডার পণ্যে নতুন শুল্কহার নির্ধারণের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করে দিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কানাডার করনীতিকে ‘স্পষ্ট হামলা’ আখ্যা দিয়ে তিনি এই আলোচনা বন্ধ করেন। আগামী এক সপ্তাহের মধ্যে কানাডার পণ্যের ওপর নতুন শুল্ক হার নির্ধারণ করারও হুমকি দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প এই পদক্ষেপের কথা জানান। 

বিবিসি জানায়, প্রতিবেশী দুই দেশ জুলাইয়ের মাঝামাঝি একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছিল। এর আগেও দেশ দুটি একে অপরের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট এ বছরের শুরুর দিকে  বাণিজ্যযুদ্ধ শুরু করেন এবং কানাডাকে প্রদেশ করার হুমকি দেন। দেশটির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যা বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলে।   

ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা অবিলম্বে বন্ধ করছি। আগামী সাত দিনের মধ্যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে হলে কী শুল্ক দেবে, তা আমরা জানিয়ে দেব।’ সংক্ষিপ্ত মন্তব্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আলোচনা চলতে থাকবে। আমরা কানাডার স্বার্থেই এই জটিল আলোচনা চালিয়ে যাব।’

কানাডার ৩ শতাংশ ডিজিটাল পরিষেবা কর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের একটি প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। গত বছর চালু হওয়া পরিষেবার প্রথম কর প্রদানের সময়সীমা সোমবার।

ব্যবসায়ী গোষ্ঠীগুলো অনুমান করছে, এই করের কারণে অ্যামাজন, অ্যাপল এবং গুগলের মতো মার্কিন কোম্পানিগুলোর বার্ষিক ২ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হবে। 

 

 

সম্পর্কিত নিবন্ধ