দীর্ঘদিন হলো বড় পর্দায় দেখা নেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। সোনাক্ষী ভক্তদের জন্য সুখবর হলো তিনি ফের সিনেমায় কাজ শুরু করেছেন। নতুন সিনেমা ‘নিকিতা রায়’ নিয়ে ফিরেছেন এই অভিনেত্রী। সোনাক্ষীর ভাই কুশ সিনহা সিনেমাটি পরিচালনা করেছেন। 

সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এই সিনেমাটি সম্পর্কে সোনাক্ষী বলেন, ‘‘ সিনেমাটি ভয় দেখাবে আবার রোমাঞ্চিতও করবেন। যেটা পরিবার নিয়ে একসঙ্গে বসে উপভোগ করার মতো। বন্ধুবান্ধবদের নিয়েও দেখা যাবে।’

নিকিতা রায় দিলে পরিচালক কুশ সিনহর বলিউডে অভিষেক হলো।  এই সিনেমায় বোন সোনাক্ষী নাম ভূমিকায় অভিনয় করছেন। সিনেমার অন্যান্য চরিত্রে আছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল, সুহেল নায়ার।

আরো পড়ুন:

‘কাঁটা লাগা গার্ল’ শেফালি মারা গেছেন, মৃত্যুর কারণ অস্পষ্ট

কারিশমার সতীন নন্দিতার যত প্রেম-বিয়েবিচ্ছেদ

দীর্ঘদিন অভিনয় থেকে সরে থাকা প্রসঙ্গে সোনাক্ষী একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘মনের মতো চিত্রনাট্য পাচ্ছিলাম না। সেজন্য “না” বলতে বাধ্য হচ্ছিলাম। আসলে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি এখন বদলেছে। শক্তিশালী নারী চরিত্র আমাকে এখন বেশি উৎসাহিত করে। আর চ্যালেঞ্জিং চরিত্র ছাড়া মজা পাই না। আমি এখন এমন কিছু করতে চাই, যা সবাই মনে রাখে।’’

২০১০ সালে সোনাক্ষীর ক্যারিয়ার শুরু হয় ‘দাবাং’ সিনেমা দিয়ে। বাণিজ্যিক ওই সিনেমায় তার নায়ক হয়েছিলেন সালমান খান। সুপারহিট হয়েছিলো সিনেমাটি। তবে শুরুর এই সাফল্য ক্যারিয়ারজুড়ে বাজায় রাখতে পারেননি।

সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘নিকিতা রায়’ নিয়ে সোনাক্ষীর ভক্তরা উচ্ছ্বসিত হতে পারেন।  বড় পর্দায় সোনাক্ষীর প্রত্যাবর্তন কতটা সফল হলো তারাই রায় দেবেন।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাত বছর আগে সাংবাদিক খাসোগি হত্যার পর প্রথম যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি যুবরাজ

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগামীকাল মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের লক্ষ্য তেল ও নিরাপত্তা খাতে দুদেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরও গভীর করা। একই সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি এবং সম্ভাব্য পারমাণবিক জ্বালানি খাতে সম্পর্ক আরও বিস্তৃত করা।

২০১৮ সালে ইস্তাম্বুলে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।

আরও পড়ুনসৌদি আরবের যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প১৩ মে ২০২৫

সৌদি আরবের গোয়েন্দারা ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর খাসোগিকে হত্যা করেছিলেন বলে অভিযোগ। এ হত্যাকাণ্ড বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছিল। অনেকে অভিযোগ করেছিলেন, খাসোগি হত্যাকাণ্ডের পেছনে যুবরাজ সালমানের হাত রয়েছে।

পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ সিদ্ধান্তে উপনীত হয়েছিল, যুবরাজই খাসোগিকে অপহরণ বা হত্যার অনুমোদন দিয়েছিলেন।

যুবরাজ সালমান খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি সৌদি আরব সরকারের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে এ হত্যার দায় স্বীকার করেছিলেন।

খাসোগি হত্যার পর সাত বছরের বেশি সময় পেরিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এবং সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব নিজেদের মধ্যে সম্পর্ক নতুন করে এগিয়ে নিতে চাইছে।

আরও পড়ুনসৌদি আরবের সঙ্গে ‘ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি’ যুক্তরাষ্ট্রের১৩ মে ২০২৫

ট্রাম্প গত মে মাসে সৌদি আরবে তাঁর সফরের সময় দেওয়া ৬০ হাজার কোটি ডলারের সৌদি বিনিয়োগ প্রতিশ্রুতির সুযোগ কাজে লাগাতে চাইছেন।

মে মাসের ওই সফরে ট্রাম্প সৌদি আরবে মানবাধিকার–সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা স্পষ্টভাবে এড়িয়ে গিয়েছিলেন। এবারও তিনি একই পথে হাঁটবেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে যুবরাজ মোহাম্মদ আঞ্চলিক অস্থিরতার মধ্যে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা চাইছেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) এবং বেসামরিক খাতে একটি পারমাণবিক প্রকল্প চুক্তির পথে অগ্রসর হতে চাইছেন।

আরও পড়ুনখাসোগি হত্যা সবচেয়ে জঘন্য ধামাচাপার ঘটনা: ট্রাম্প২৪ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দীর্ঘদিন ধরেই এমন একটি সম্পর্ক বজায় রেখেছে, যেখানে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে তাদের পছন্দমতো দামে তেল বিক্রি করবে এবং যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তা দেবে।

আরও পড়ুনখাসোগিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: সৌদি আরব২৬ অক্টোবর ২০১৮

সম্পর্কিত নিবন্ধ