দীর্ঘদিন হলো বড় পর্দায় দেখা নেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। সোনাক্ষী ভক্তদের জন্য সুখবর হলো তিনি ফের সিনেমায় কাজ শুরু করেছেন। নতুন সিনেমা ‘নিকিতা রায়’ নিয়ে ফিরেছেন এই অভিনেত্রী। সোনাক্ষীর ভাই কুশ সিনহা সিনেমাটি পরিচালনা করেছেন। 

সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এই সিনেমাটি সম্পর্কে সোনাক্ষী বলেন, ‘‘ সিনেমাটি ভয় দেখাবে আবার রোমাঞ্চিতও করবেন। যেটা পরিবার নিয়ে একসঙ্গে বসে উপভোগ করার মতো। বন্ধুবান্ধবদের নিয়েও দেখা যাবে।’

নিকিতা রায় দিলে পরিচালক কুশ সিনহর বলিউডে অভিষেক হলো।  এই সিনেমায় বোন সোনাক্ষী নাম ভূমিকায় অভিনয় করছেন। সিনেমার অন্যান্য চরিত্রে আছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল, সুহেল নায়ার।

আরো পড়ুন:

‘কাঁটা লাগা গার্ল’ শেফালি মারা গেছেন, মৃত্যুর কারণ অস্পষ্ট

কারিশমার সতীন নন্দিতার যত প্রেম-বিয়েবিচ্ছেদ

দীর্ঘদিন অভিনয় থেকে সরে থাকা প্রসঙ্গে সোনাক্ষী একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘মনের মতো চিত্রনাট্য পাচ্ছিলাম না। সেজন্য “না” বলতে বাধ্য হচ্ছিলাম। আসলে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি এখন বদলেছে। শক্তিশালী নারী চরিত্র আমাকে এখন বেশি উৎসাহিত করে। আর চ্যালেঞ্জিং চরিত্র ছাড়া মজা পাই না। আমি এখন এমন কিছু করতে চাই, যা সবাই মনে রাখে।’’

২০১০ সালে সোনাক্ষীর ক্যারিয়ার শুরু হয় ‘দাবাং’ সিনেমা দিয়ে। বাণিজ্যিক ওই সিনেমায় তার নায়ক হয়েছিলেন সালমান খান। সুপারহিট হয়েছিলো সিনেমাটি। তবে শুরুর এই সাফল্য ক্যারিয়ারজুড়ে বাজায় রাখতে পারেননি।

সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘নিকিতা রায়’ নিয়ে সোনাক্ষীর ভক্তরা উচ্ছ্বসিত হতে পারেন।  বড় পর্দায় সোনাক্ষীর প্রত্যাবর্তন কতটা সফল হলো তারাই রায় দেবেন।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরের ম্যারিনেট গাজা জলসীমা থেকে কত দূরে

দ্য ম্যারিনেট। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের নৌযান। নৌযানটি এখনো ফিলিস্তিনের গাজা অভিমুখী যাত্রা অব্যাহত রেখেছে। আজ শুক্রবার আল-জাজিরার অনলাইনে এই তথ্য জানানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, একমাত্র দ্য ম্যারিনেটকেই এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। বহরের বাকি নৌযানগুলোকে তারা ইতিমধ্যে আটক করেছে।

দ্য ম্যারিনেট পোল্যান্ডের পতাকাবাহী নৌযান। তবে নৌযানটির মালিকের বিষয়ে নিশ্চিত তথ্য কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়, দেখুন লাইভ ট্র্যাকারে

নৌযানটিতে ছয়জন আরোহী আছেন। এই আরোহীদের মধ্যে একজন তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতু। তিনি আজ নৌযানটি থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।’

ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্যের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আজ ভোরের দিকে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় চলছিল ম্যারিনেট। এ সময় সূর্যোদয় হচ্ছিল।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, ভোর ৪টার দিকে ম্যারিনেটের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩ দশমিক ৭৮ নট। (ঘণ্টায় প্রায় ৭ কিলোমিটার)। নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল (প্রায় ৮০ কিলোমিটার) দূরে অবস্থান করছিল।

আরও পড়ুনগ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী১৩ ঘণ্টা আগেগ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই ম্যারিনেটকে সতর্ক করে দিয়েছে। তারা বলেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নৌযানটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। তবে তা ঠিক করা হয়েছে। নৌযানটি গাজা অভিমুখে চলছে।

ফ্লোটিলা আয়োজকেরা জানিয়েছেন, বহরের ৪২টি নৌযানকে অবৈধভাবে আটকানো হয়েছে। আরোহীদের আটক হয়েছে। তবে তা সত্ত্বেও ম্যারিনেট পিছু হটছে না।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৯ ঘণ্টা আগেআরও পড়ুনইসরায়েল ‘জলদস্যুর কাজ’ করেছে: এরদোয়ান১৪ ঘণ্টা আগে

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বলেছে, ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়, ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।

ম্যারিনেট নৌযান এখনো স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত আছে বলে জানিয়েছে ফ্লোটিলা আয়োজকেরা।

আরও পড়ুনসুমুদ ফ্লোটিলার আটক অধিকারকর্মীরা ২ ঘণ্টার মধ্যে ইসরায়েলে পৌঁছতে পারেন২০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ