জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের করফাঁকির সুযোগ করে দেওয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। 

মঙ্গলবার যেসব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন, এনবিআর সদস্য লুতফুল আজীম, যুগ্ম কমিশনার তারেক হাছান, বৃহৎ করদাতা ইউনিটের অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, সিআইসি বিভাগের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন ও কর অঞ্চল-১৬ এর উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম।

তাদের বিরুদ্ধে করের পরিমাণ কমিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। ফলে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। কিছু ক্ষেত্রে কর্মকর্তারা ঘুষ না পেয়ে করফাঁকি দেওয়ার মিথ্যা মামলা করে বিভিন্ন প্রতিষ্ঠান মালিককে হয়রানি করছেন বলেও দুদকের কাছে তথ্য রয়েছে।

বুধবার দুদকের মহাপরিচালক মো.

আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।

এনবিআরে দুদক আতঙ্ক: এনবিআরের কর্মকর্তা-কর্মচারিরা গত রোববার আন্দোলন থেকে সরে দাঁড়ালেও বোর্ডের ১১ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হওয়ায় তাদের মাঝে উদ্বেগ, উৎকন্ঠা দেখা দিয়েছে। একাধিক কর্মকর্তা সমকালকে জানান, আন্দোলন প্রত্যাহার করার পর সবাই নিজ নিজ দপ্তরে কাজে যোগ দিয়েছেন। তবে তাদের মধ্যে এখন দুদকের অনুসন্ধান নিয়ে আতঙ্ক রয়েছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: এনব আর কর মকর ত র ব র দ ধ

এছাড়াও পড়ুন:

ইন্দোনেশিয়া ফেরিডুবি: ৪ জনের লাশ উদ্ধার, বহু নিখোঁজ

ইন্দোনেশিয়ার বালিতে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছে অনেকে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিবিসি জানায়, ফেরিটিতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিল। এটি জাভা দ্বীপের পূর্ব উপকূলের বানিউওয়াঙ্গি থেকে বালির পথে যাচ্ছিলো। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২০ মিনিটে ফেরিটি ডুবে যায়।

বিস্তারিত আসছে...

আরো পড়ুন:

ঘূর্ণিঝড় দানা: শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ 

নৌকায় ফেরির ধাক্কা: কর্ণফুলীতে নিখোঁজ কাজলের লাশ উদ্ধার

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ