সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান ৪ দিনের রিমান্ডে
Published: 3rd, July 2025 GMT
মানিকগঞ্জ–১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরের পর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক সাদবীর ইয়াছির।
নাঈমুর রহমানকে আদালতে আনার খবরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় করেন। তাঁরা আসামির সর্বোচ্চ শাস্তির দাবি তুলে বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুনসাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার১৮ ঘণ্টা আগেপুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড–সংলগ্ন মানরা এলাকায় শান্তিপূর্ণ সমাবেশে ছাত্র–জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন দলটির নেতা–কর্মীরা। এতে কয়েকজন শিক্ষার্থী ও মানুষ গুরুতর আহত হন। এ ঘটনায় গত বছরের ৩ ডিসেম্বর সাদিকুল ইসলাম নামের এক যুবক বাদী হয়ে নাঈমুর রহমানসহ আরও বেশ কয়েকজনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে প্রধান আসামি করা হয়। এ ছাড়া নাঈমুর রহমানের বিরুদ্ধে মানিকগঞ্জের দৌলতপুর থানায় আরও একটি মামলা আছে। সেখানে তাঁকে প্রধান আসামি করা হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের ওপর হামলার পর গুরুতর আহত করার অভিযোগে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলাটি করেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহীন আলম।
আরও পড়ুননাঈমুর রহমান দুর্জয় ও তাঁর স্ত্রীর ফ্ল্যাট, প্লট, গাড়ি জব্দের আদেশ২১ জানুয়ারি ২০২৫রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, গত বছরের ৪ আগস্ট ছাত্র–জনতার শান্তিপূর্ণ সমাবেশে আসামিরা গুলি ছোড়েন। এ ছাড়া ধারালো অস্ত্রের আঘাতে আহত হন অনেক শিক্ষার্থী। কেউ কেউ পঙ্গুত্ববরণ করেছেন। আসামি নাঈমুর রহমান অস্ত্রের সরবরাহকারী ছিলেন।
গতকাল বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে নাঈমুর রহমানকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এরপর রাতেই তাঁকে মানিকগঞ্জে নিয়ে সদর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ–বাণিজ্যসহ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ অক্টোবর সাবেক এই সংসদ সদস্য ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার একটি আদালত।
আরও পড়ুনসাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ০৩ অক্টোবর ২০২৪.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ