মার্কিন ধনকুবের ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের উদ্যোগকে হাস্যকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রবিবার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

ট্রাম্প বলেন, “আমি মনে করি তৃতীয় একটি দল শুরু করা খুবই হাস্যকর। আমেরিকায় সবসময় দুই দলীয় ব্যবস্থা ছিল, আর আমি মনে করি তৃতীয় দল শুরু করলে শুধু বিভ্রান্তি বাড়বে।”

কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দেওয়ার পর, ইলন মাস্ক গত সপ্তাহে এক্স-এ (আগের টুইটার) পোস্ট করেন যে, তিনি ‘আমেরিকান পার্টি’ নামে একটি নতুন দল গঠন করছেন, যা রিপাবলিকান ও ডেমোক্রেটিক এই দল বা ‘ইউনিপার্টির’ বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে।

ট্রাম্প ও মাস্ক আগে বেশ ঘনিষ্ঠ ছিলেন। টেসলা প্রধান মাস্ক যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডোজ) এর নেতৃত্বে ছিলেন, যার কাজ ছিল সরকারি খরচ কমানো।

মাস্ক বারবার এমন সরকারি নীতির সমালোচনা করেছেন, যেগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বাড়ায়।

এর আগে ট্রাম্প তার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে পোস্ট করে বলেন, “গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ককে পুরোপুরি নিয়ন্ত্রণ হারাতে দেখা আমার জন্য কষ্টদায়ক, সে যেন এক ধরনের ট্রেন দুর্ঘটনায় পরিণত হয়েছে।” 

ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিবাদ চলাকালে মাস্ক অনলাইনে তার এই নতুন রাজনৈতিক দলের কথা বলেছেন।

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইলন ম স ক

এছাড়াও পড়ুন:

নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, উন্নয়ন থমকে যাবে।’’

তিনি বলেন, ‘‘সরকারকে পরিষ্কার করে বলতে চাই, এমন অবস্থা চলতে থাকলে মবোক্রেসি আরো বাড়বে। বিচার ব্যবস্থা ভেঙে পড়বে। নারীরা নিরাপত্তা হারাবে। এই অবস্থার উন্নতির জন্য প্রয়োজন নির্বাচিত সরকার। যাদের পেছনে জনসমর্থন আছে।’’

সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয় মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করছেন একজন উপদেষ্টা: ফখরুল

সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার: ফখরুল

ফখরুল বলেন, ‘‘হাসিনা এমনি এমনি হঠাৎ করে পালায়নি। বহুদিনের সংগ্রাম, বহু মানুষের ত্যাগ; বহু মানুষের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। ফ্যাসিবাদমুক্ত হলাম ঠিক আছে। কিন্তু আমরা বলছি লড়াই তো গণতন্ত্রের লড়াই, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যেখানে মানুষ ভোট দেবে, কথা বলার সুযোগ পাবে, তরুণরা কাজের ও লেখাপড়ার সুযোগ পাবে, নারীরা নিরাপত্তা পাবে, চিকিৎসার সুযোগ পাবে, এরকম একটি রাষ্ট্র। এজন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করেছি।’’

তিনি বলেন, ‘‘শেখ মুজিব বাকশাল করে একদলীয় শাসন কায়েম করেছিল। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল। সেই অবস্থা থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।’’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড জাহিদ হাসান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, তাহসীনা রুশদীর লুনা প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/নূর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ