কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সম্প্রসারিত ক্যাম্পাসের জমি ক্রয়, শূন্যপদে নিয়োগসহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

শনিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড.

মোহাম্মদ আনোয়ার হোসেন এবং দুদকের কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠি থেকে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাসের জমি ক্রয়, জনবল নিয়োগ এবং প্রশাসনিক নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী এবং উপ-সহকারী পরিচালক মো. এমরান খানের সমন্বয়ে একটি এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়েছে। সেই এনফোর্সমেন্ট টিম গত ২০ জুলাই (রবিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর প্রয়োজনীয় রেকর্ডপত্র চেয়ে চিঠি দেয়।

আরো পড়ুন:

মেধার ভিত্তিতে প্রকল্প পরিচালক নিয়োগ হবে: কৃষি উপদেষ্টা 

জুবাইদার সাজা বাতিল, সব মামলায় খালাস তারেক রহমান

চিঠিতে দুদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণের লক্ষে কত একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে, কি প্রক্রিয়ায় অধিগ্রহণ করা হয়েছে, অধিগ্রহণের জন্য কত টাকা বরাদ্দ ছিল, কত টাকা পরিশোধ করা হয়েছে এবং সম্প্রতি ১২টি ক্যাটাগরিতে ২২টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরপত্র ইত্যাদি রেকর্ডপত্র সাত কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। 

এ বিষয়ে দুদকের কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, “আমাদের কাছে জমি ক্রয়, জনবল নিয়োগে দুর্নীতিসহ নানা অভিযোগ এসেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা এনফোর্সমেন্ট টিম গঠন করেছি এবং বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার বরাবর কিছু রেকর্ডপত্র চেয়ে চিঠি পাঠানো হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “আমাদের কাছে দুদকের একটি চিঠি এসেছে। সেই চিঠির নির্দেশনা মোতাবেক সাত কার্যদিবসের মধ্য আমরা রেকর্ডপত্র পাঠাব।”

২০২১ সালের মে মাসে সম্প্রসারণসহ অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে অধিগ্রহণ করা ১৯৪.১৯ একর জমির জন্য তৎকালীন জেলা প্রশাসকের কাছে ৪৭১ কোটি ১১ লাখ ২২ হাজার ৫৬ টাকার চেক হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২২ সালের এপ্রিল মাসে সেই জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

ঢাকা/এমদাদুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ

এছাড়াও পড়ুন:

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে চাকরির সুযোগ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে জনবল নিয়োগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১৬–২০তম গ্রেডের ছয় ক্যাটাগরিতে মোট ২৬টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

পদের নাম, সংখ্যাসহ বিবরণ

১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৪

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

২. পাম্পচালক

পদসংখ্যা: ২

গ্রেড: ১৭

বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা

আরও পড়ুনবিদ্যুৎ কোম্পানিতে চাকরি, সংশোধিত বিজ্ঞপ্তিতে নেবে ১১৮ জন২৫ জুলাই ২০২৫

৩. মেকানিক

পদসংখ্যা: ১০

গ্রেড: ১৭

বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা

৪. অফিস সহায়ক

পদসংখ্যা: ৭

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

৫. সহকারী পাম্পচালক

পদসংখ্যা: ১

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

৬. লাইনম্যান

পদসংখ্যা: ২

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

আবেদনের বয়স: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুনএমিরেটস নেবে ১৭৩০০ কর্মী, পাইলট–কেবিন ক্রুর বেতন কত ২২ ঘণ্টা আগেআবেদনের শেষ দিন

আগ্রহী প্রার্থীরা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করবেন। প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অথবা ডাকযোগে আগামী ২১ আগস্টের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে আবেদনপত্র পৌঁছাতে হবে।

আবেদন ফি বাবদ ক্রমিক নম্বর–১ পদের জন্য ৪০০/- (চার শ) টাকা এবং ক্রমিক নম্বর–২ থেকে ৬ পর্যন্ত পদের জন্য ৩০০/- (তিন শ) টাকা মাননীয় চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটির নামীয় সোনালী ব্যাংক পিএলসি, নিউ কোর্ট বিল্ডিং শাখা, রাঙামাটির চলতি হিসাব নম্বর–৫৪১৯২৪০০০০৪৭২–তে জমা দিয়ে মূল জমা স্লিপ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। যাঁরা এর আগে আবেদন করেছেন এবং সংশ্লিষ্ট আবেদন অযোগ্য হওয়ার কারণে আবার আবেদন করার ক্ষেত্রে তাঁরা আগের দেওয়া জমা স্লিপের ফটোকপি সংযুক্ত করতে পারবেন।

আরও পড়ুনবাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর–এ খণ্ডকালীন নিয়োগ, অফিস ৫ ঘণ্টা২৪ জুলাই ২০২৫

লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে নোটিশ বোর্ড ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে জানানো হবে।

*আবেদনের বিস্তারিত দেখুন এখানে

সম্পর্কিত নিবন্ধ

  • ঝুঁকিপূর্ণ ভবনে চলছে রাজপুর প্রধান ডাকঘরের কার্যক্রম
  • রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে চাকরির সুযোগ
  • গণযোগাযোগ অধিদপ্তরে বড় নিয়োগ, ১৭৭ পদের জন্য করুন আবেদন