সিআইডির ট্রেনিং নেওয়ার পরও হুমকির মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন নির্মাতা
Published: 6th, August 2025 GMT
বলিউডের জনপ্রিয় থ্রিলার ‘গুপ্ত’ ও ‘মোহরা’র পরিচালক রাজীব রাইয়ের জীবন যেন এক রুদ্ধশ্বাস থ্রিলারের চেয়ে কম কিছু নয়। নব্বইয়ের দশকে যখন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর আন্ডারওয়ার্ল্ডের ছায়া ঘনিয়ে এসেছিল, তখন গ্যাংস্টারদের টার্গেটে পরিণত হন তিনি। অফিসে হামলা হয়, ফোনে আসত একের পর এক হুমকি। আত্মরক্ষার জন্য সিআইডির কাছ থেকে নিতে হয়েছিল নিরাপত্তা প্রশিক্ষণ। শেষ পর্যন্ত পাড়ি জমাতে হয় যুক্তরাজ্যে। সম্প্রতি সিদ্ধার্থ কাননের এক সাক্ষাৎকারে নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন এই চিত্রপরিচালক।
হুমকি ফোন, আতঙ্কের দিন
রাজীব রাই বলেন, ‘“গুপ্ত”-এর পরই সমস্যা শুরু হয়। এরপর আমি দুটি ছবি বানিয়েছিলাম, যেগুলো চলেনি। তখনই ল্যান্ডলাইনে ফোন আসে। কেউ টাকা চায়নি, আমি কথা বলিনি। প্রথম কলেই বুঝে গিয়েছিলাম কিছু একটা গড়বড় আছে। পুলিশের সঙ্গে সঙ্গে যোগাযোগ করি। পুলিশ জানিয়ে দেয়, কোনোভাবেই যেন যোগাযোগ না রাখি।’
‘গুপ্ত’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শিল্পকলার নতুন মহাপরিচালক ও ৪ পরিচালক নিয়োগ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। একই সঙ্গে একাডেমির চারটি বিভাগে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন চলচ্চিত্র নির্মাতা শাহীন দিল-রিয়াজ (প্রশিক্ষণ বিভাগ), গণমাধ্যমবিশেষজ্ঞ ড্যানিয়েল আফজালুর রহমান (প্রযোজনা বিভাগ), শিল্প-গবেষক সালমা জামাল মৌসুম (গবেষণা ও প্রকাশনা বিভাগ) এবং নাট্যব্যক্তিত্ব দীপক কুমার গোস্বামী (নাটক ও চলচ্চিত্র বিভাগ)।
রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নেতৃত্বের অধীনে শিল্পকলা একাডেমি আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্গঠিত হবে। অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় প্রতিভা বিকাশ, দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় নতুন কৌশল গ্রহণ, বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পদকে উপস্থাপন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক আইকন ও ঘটনাবলি উদ্যাপন—এসব বিষয় অগ্রাধিকার দেওয়া হবে। একাডেমি নতুন বিভাগ খোলার উদ্যোগ নেবে, যাতে শিল্পকলার গুরুত্বপূর্ণ শাখাগুলোকে অন্তর্ভুক্ত করা যায়। এশিয়ান আর্ট বায়েনাল পুনর্গঠনের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্য উৎসব আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
কবি রেজাউদ্দিন স্টালিন