জুলাইয়ের ভয়াবহতা: সরকার প্রধানের কণ্ঠে হত্যার নির্দেশ
Published: 8th, August 2025 GMT
ইতিহাসের কিছু মুহূর্ত থাকে যা একটি জাতির গতিপথ চিরতরে বদলে দেয়। কিছু ঘটনা এতটাই ভয়াবহ যে তা রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্কের মূল ভিত্তি নাড়িয়ে দেয়। সম্প্রতি বিবিসির ফাঁস করা একটি ফোনালাপ দুনিয়াজুড়ে আলোড়ন তুলেছে, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর শনাক্ত করা হয়েছে। এই ফোনালাপে শোনা যায় একটি নির্দেশনা। শেখ হাসিনা বলছেন: "আমার নির্দেশনা দেওয়া আছে। ওপেন নির্দেশনা দিয়ে দিছি। এখন ‘লিথাল ওয়েপন’ ব্যবহার করবে। যেখানে পাবে, সেখানে গুলি করবে।"
এই কথাগুলো কোনো যুদ্ধক্ষেত্রের নির্দেশ নয়, যেখানে শত্রু সেনার বিরুদ্ধে মরণপণ লড়াই চলছে। এই নির্দেশ দেওয়া হয়েছিল একটি দেশের নির্বাচিত সরকারপ্রধানের পক্ষ থেকে, তাঁর নিজের দেশের নিরাপত্তা বাহিনীকে, তাঁরই দেশের নাগরিকদের বিরুদ্ধে; যাদের একটি বড় অংশ ছিল অধিকারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রী।
এই ফাঁস হওয়া নির্দেশটি কেবল একটি রাজনৈতিক বিতর্ক বা স্ক্যান্ডাল নয়। এটি আধুনিক রাষ্ট্রব্যবস্থার দর্শন, আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং সভ্যতার মৌলিক নীতির ওপর এক চরম আঘাত। আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া দুর্বল ও কৌশলী অস্বীকৃতি (নন-ডিনায়াল ডিনায়াল) বিষয়টির ভয়াবহতাকে আরও বাড়িয়ে তুলেছে।
আরো পড়ুন:
কনসার্টে ‘অশ্লীল’ শব্দ: আসিফ বললেন, এটা আমাদের সংস্কৃতি না
কুবিতে শহীদ আব্দুল কাইয়ূমের শাহাদাত বার্ষিকী পালন
যে কোনো ভয়াবহ সত্যকে ধামাচাপা দেওয়ার প্রথম চেষ্টা হয় সেটিকে "মিথ্যা" বা "সাজানো" বলে উড়িয়ে দেওয়া। শেখ হাসিনার ফোনালাপের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তাঁর দল আওয়ামী লীগের পক্ষ থেকে বিবিসিকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তা এক কথায় ক্লাসিক "নন-ডিনায়াল ডিনায়াল" বা কৌশলী অস্বীকৃতি। বিবৃতিতে বলা হয়, "আমরা নিশ্চিত করতে পারছি না রেকর্ডিংটি আসল কিনা, তবে যদি হয়ও, এটি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো বেআইনি উদ্দেশ্য প্রমাণ করে না।"
এই বিবৃতির দুটি অংশ:
১.
২. অপরাধ লঘুকরণের চেষ্টা: বলা হয়েছে "...তবে যদি হয়ও..." – এই অংশটি কার্যত মেনে নিচ্ছে যে রেকর্ডিংটি আসল হলেও হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও এর পেছনের "উদ্দেশ্য" খারাপ ছিল না।
কিন্তু আধুনিক ফরেনসিক বিজ্ঞানের সামনে এই ধরনের দুর্বল প্রতিরক্ষা খড়কুটোর মতো উড়ে যায়। বিবিসি এই রেকর্ডিংটির সত্যতা যাচাইয়ের জন্য যে পদক্ষেপ নিয়েছে, তা যে কোনো আইনি বা ঐতিহাসিক পর্যালোচনার জন্য যথেষ্টর চেয়েও বেশি।
বিবিসি প্রথমে বাংলাদেশ সরকারের নিজস্ব প্রতিষ্ঠান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে দিয়ে কণ্ঠস্বর পরীক্ষা করায়, যেখানে শেখ হাসিনার পরিচিত কণ্ঠের সঙ্গে রেকর্ডিংয়ের কণ্ঠের মিল পাওয়া যায়। কিন্তু বিবিসি এখানেই থেমে থাকেনি। তারা আন্তর্জাতিকভাবে প্রশংসিত এবং স্বাধীন অডিও ফরেনসিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ইয়ারশট (Earshot)-কে দিয়ে রেকর্ডিংটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করায়। ইয়ারশট একটি অলাভজনক সংস্থা, যারা মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনায় অডিও প্রমাণ নিয়ে কাজ করে এবং তাদের নিরপেক্ষতার জন্য পরিচিত।
ইয়ারশটের বৈজ্ঞানিক বিশ্লেষণ কোনো সাধারণ পর্যবেক্ষণ ছিল না। তাদের প্রাপ্ত ফলাফলগুলো নিম্নরূপ:
১/ কোনো বিকৃতি নেই: রেকর্ডিংটিতে কোনো ধরনের সম্পাদনা (editing), কাটাছেঁড়া (splicing) বা বিকৃতির (manipulation) প্রমাণ পাওয়া যায়নি। অডিওটি একটি অখণ্ড রেকর্ডিং।
২/ কৃত্রিম কণ্ঠ নয়: এটি কৃত্রিমভাবে তৈরি (synthetically generated) কোনো কণ্ঠ নয়। আধুনিক AI বা ডিপফেক প্রযুক্তির সম্ভাবনাকেও তারা নাকচ করে দিয়েছে।
৩/ ENF (Electric Network Frequency) বিশ্লেষণ: এটি ছিল সবচেয়ে শক্তিশালী প্রমাণ। যে কোনো ডিজিটাল রেকর্ডিংয়ে বিদ্যুতের লাইনের একটি সূক্ষ্ম ফ্রিকোয়েন্সি (সাধারণত ৫০ বা ৬০ হার্জ) রেকর্ড হয়ে যায়। যদি অডিওটি একাধিক ক্লিপ জোড়া দিয়ে তৈরি করা হয়, তবে এই ফ্রিকোয়েন্সি প্যাটার্নে অসামঞ্জস্যতা দেখা যায়। ইয়ারশট রেকর্ডিংটি জুড়ে একটি নিরবচ্ছিন্ন ও সামঞ্জস্যপূর্ণ ENF প্যাটার্ন খুঁজে পেয়েছে, যা অকাট্যভাবে প্রমাণ করে যে অডিওটি একবারেই রেকর্ড করা হয়েছে।
৪/ বাচনভঙ্গির মিল: বিশেষজ্ঞরা শেখ হাসিনার পরিচিত কথার ছন্দ (rhythm), স্বরের ওঠানামা (intonation), শ্বাসের শব্দ এবং রেকর্ডিংয়ের পরিবেশগত নয়েজ (consistent noise floor) বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন যে এটি তাঁরই স্বাভাবিক কণ্ঠ।
সুতরাং, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে রেকর্ডিংটির সত্যতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। এটিকে অস্বীকার করা মানে বিজ্ঞানকে অস্বীকার করা। এখন মূল প্রশ্নটি হলো— রেকর্ডিং-এ যা বলা হয়েছে, তার তাৎপর্য কী?
আওয়ামী লীগ এখন দাবি করছে, এই নির্দেশে কোনো "বেআইনি উদ্দেশ্য" ছিল না। এই দাবিটি কেবল হাস্যকরই নয়, এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মৌলিক স্তম্ভগুলো সম্পর্কে চরম অজ্ঞতার পরিচায়ক। জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণা (UDHR) এবং বেসামরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি (ICCPR)-এর প্রাণকেন্দ্র হলো জীবনের অধিকার। বাংলাদেশ ICCPR-এ স্বাক্ষরকারী একটি দেশ এবং এই চুক্তি মেনে চলতে আইনত বাধ্য। "যেখানে পাবে, সেখানে গুলি করবে" – এই নির্দেশ জীবনের অধিকারকে কেবল লঙ্ঘনই করে না, এটিকে উপহাস করে। এটি রাষ্ট্রীয় বাহিনীকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের একটি খোলামেলা লাইসেন্স দেয়, যা আধুনিক সভ্যতায় একটি চরম অপরাধ।
আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি অনুযায়ী, যখন কোনো বেসামরিক জনগোষ্ঠীর ওপর পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হয়, তখন তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
অডিওতে শোনা যায় হাসিনার এই নির্দেশ কোনো বিচ্ছিন্ন ঘটনা বা আকস্মিক ক্রোধের বহিঃপ্রকাশ নয়। "আমার নির্দেশনা দেওয়া আছে। ওপেন নির্দেশনা দিয়ে দিছি" – এই কথাগুলো প্রমাণ করে এটি একটি পূর্বপরিকল্পিত নীতি। এটি নিরাপত্তা বাহিনীকে পরিস্থিতি অনুযায়ী শক্তি প্রয়োগের স্বাধীনতা দিচ্ছে না, বরং একটি পূর্বনির্ধারিত হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দিচ্ছে।
আমরা জানি এ ধরনের অপরাধের মামলায় অভিযুক্তের অপরাধমূলক উদ্দেশ্য বা প্রমাণ করা সবচেয়ে কঠিন। শেখ হাসিনার নিজের কণ্ঠের এই রেকর্ডিংটি সেই উদ্দেশ্য প্রমাণের জন্য একটি অকাট্য দলিল। তিনি পরিষ্কারভাবে প্রাণহানির উদ্দেশ্যেই "প্রাণঘাতী অস্ত্র" ব্যবহারের কথা বলেছেন। আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যানের মতে, এ কারণেই এই রেকর্ডিংটি এত বেশি গুরুত্বপূর্ণ। এটি সরাসরি শীর্ষ পর্যায় থেকে আসা অপরাধমূলক অভিপ্রায়ের প্রমাণ।
ছাত্র-জনতার বিক্ষোভ ছিল মূলত তাদের গণতান্ত্রিক অধিকারের প্রকাশ। সেই অধিকারকে সম্মান জানানোর বদলে প্রাণঘাতী শক্তি দিয়ে তা দমন করার নির্দেশ দেওয়া শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর একটি নির্লজ্জ হস্তক্ষেপ। আমরা জানি, যে কোনো আধুনিক রাষ্ট্র দাঁড়িয়ে থাকে কিছু মৌলিক ধারণার ওপর। শেখ হাসিনার নির্দেশ সেই ধারণাগুলোকেই ধ্বংস করে দেয়।
রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম মূল ভিত্তি হলো সামাজিক চুক্তি। এই তত্ত্ব অনুযায়ী, জনগণ তাদের জীবন ও সম্পদ রক্ষার জন্য রাষ্ট্রকে বলপ্রয়োগের একচেটিয়া অধিকার দেয়। এর বিনিময়ে রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু যখন রাষ্ট্রপ্রধান নিজেই নাগরিকদের হত্যার নির্দেশ দেন, তখন সেই চুক্তি ভেঙে চুরমার হয়ে যায়। রাষ্ট্র তখন রক্ষকের ভূমিকা থেকে সরে গিয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়। এটি রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্কের মৌলিক বিশ্বাসে আঘাত হানে।
এই নির্দেশনা আইনের শাসনের মৃত্যু। আইনের শাসন মানে হলো, একটি দেশে ব্যক্তির ইচ্ছা বা খামখেয়ালি নয়, বরং আইনই হবে সর্বোচ্চ। কখন, কোথায় এবং কী পরিমাণ শক্তি প্রয়োগ করা যাবে, তা আইনে কঠোরভাবে নির্ধারিত থাকে। "যেখানেই পাবে, গুলি করবে" – এই নির্দেশ সেই আইনের শাসনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এটি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থা থেকে বিচারবহির্ভূত জল্লাদে (extrajudicial executioner) পরিণত করে। এটি বিচারব্যবস্থাকে পাশ কাটিয়ে, কোনো প্রমাণ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, সরাসরি মৃত্যুদণ্ড দেওয়ার শামিল।
ইতিহাস সাক্ষী, যখনই কোনো শাসক তাঁর জনগণকে দমন করার জন্য এমন চরম ভাষা ব্যবহার করেছেন, তখনই সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। শেখ হাসিনার এই নির্দেশ তাঁকে দুর্ভাগ্যজনকভাবে সেইসব স্বৈরশাসকদের কাতারে দাঁড় করায়, যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজ দেশের মানুষের রক্ত ঝরাতে দ্বিধা করেননি।
লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি তার জনগণের একাংশকে "ইঁদুর" আখ্যা দিয়ে নির্মূলের ডাক দিয়েছিলেন, যার পরিণতি ছিল এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ।
চীনের তিয়েনআনমেন স্কয়ারে ছাত্র বিক্ষোভকারীদের ওপর ট্যাংক চালানো হয়েছিল, যা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে রয়েছে।
চিলির স্বৈরশাসক অগাস্তো পিনোশে তার রাজনৈতিক বিরোধীদের নিশ্চিহ্ন করার জন্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছিলেন এবং হাজার হাজার মানুষকে হত্যা ও গুম করা হয়েছিল।
শেখ হাসিনার এই নির্দেশ প্রমাণ করে, তাঁর কাছে আন্দোলনকারীরা ভিন্নমতাবলম্বী নাগরিক ছিলেন না, ছিলেন নির্মূলযোগ্য শত্রু। এই মানসিকতা গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত এবং স্বৈরতন্ত্রের সুস্পষ্ট লক্ষণ।
একটি নির্দেশের প্রভাব কেবল আইনি বা রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, এর সুদূরপ্রসারী নৈতিক এবং সামাজিক পরিণতিও থাকে। একজন প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান সমগ্র জাতির অভিভাবক। তাঁর দায়িত্ব হলো বিভেদ দূর করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। কিন্তু যখন তিনি দেশেরই একটি অংশকে গুলি করার নির্দেশ দেন, তখন তিনি নিজেই বিভাজনের প্রধান স্থপতি হয়ে ওঠেন এবং রাষ্ট্র ও জনগণের মধ্যে একটি স্থায়ী অবিশ্বাসের দেয়াল তৈরি করেন। তিনি আর সমগ্র জাতির নেতা থাকেন না, একটি পক্ষের রক্ষক এবং অন্য পক্ষের দমনকারী হয়ে ওঠেন।
এই ধরনের বেআইনি হুকুম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে ধ্বংস করে দেয়। তাদের পেশাদারিত্ব ও নৈতিক মনোবল ভেঙে পড়ে। আইন অনুযায়ী নাগরিককে রক্ষা করা যাদের দায়িত্ব, তাদের যখন নিজ দেশের ছাত্র-জনতাকে গুলি করার নির্দেশ দেওয়া হয়, তখন তা একটি সুশৃঙ্খল বাহিনীকে ঠেলে দেয় অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে এবং জনগণের চোখে তাদের ভাবমূর্তি চিরতরে নষ্ট করে দেয়।
শেখ হাসিনার ফাঁস হওয়া ফোনালাপটি নিছক কোনো টেপ রেকর্ডিং নয়। এটি একটি ঐতিহাসিক দলিল—যে দলিলে খোদাই করা আছে একটি রাষ্ট্রের তার নাগরিকদের প্রতি চরম বিশ্বাসঘাতকতার মুহূর্ত। এটি প্রমাণ করে, ক্ষমতা রক্ষার আকাঙ্ক্ষা যখন মানুষের জীবনের মূল্যের চেয়ে অনেক বড় হয়ে ওঠে, তখন একজন শাসক কতটা নিচে নামতে পারেন!
এই রেকর্ডিংটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কীভাবে গণতান্ত্রিক মুখোশের আড়ালে স্বৈরাচারের বীজ লুকিয়ে থাকতে পারে এবং কীভাবে একজন নেতার একটি মাত্র নির্দেশ একটি দেশকে সভ্যতার পথ থেকে বহু দূরে ঠেলে দিতে পারে। এই কণ্ঠস্বর কেবল একজন ব্যক্তির নয়, এটি ক্ষমতার সেই ভয়াল রূপের প্রতিচ্ছবি যা মনে করিয়ে দেয়, নাগরিক অধিকার ও আইনের শাসন কোনো চিরস্থায়ী বিষয় নয়, এটিকে রক্ষা করার জন্য প্রতিটি প্রজন্মকে সচেতন ও সোচ্চার থাকতে হয়।
তারা//
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ল ই গণঅভ য ত থ ন ম নব ধ ক র এই ন র দ শ ই র কর ড র জন ত ক র জন য র র জন অন য য় র একট র ওপর অপর ধ সরক র ধরন র
এছাড়াও পড়ুন:
যেকোনো মূল্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘যেকোনো মূল্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন দলের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর দলীয় সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে।’’
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ সব কথা বলেন।
আরো পড়ুন:
বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল
পিআর পদ্ধতি চাইলে জনগণের কাছে যান: ডা. জাহিদ
অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তারেক রহমান বলেন, ‘‘এ সব সংস্কার বা আগামী দিনগুলোতে দেশ কীভাবে চলবে, তার সব প্রস্তবনা বিএনপি ৩১ দফা কর্মসূচিতে অনেক আগেই দিয়ে রেখেছে। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবনাগুলোর ৯৫ ভাগই আমাদের দলের ৩১ দফায় রয়েছে।’’
তিনি বলেন, ‘‘স্বৈরাচার বিদায় নিয়েছে, সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, কর্মসংস্থানের অধিকার, নারী অধিকার, শিক্ষা-চিকিৎসার অধিকার এবং কৃষক ও শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হলে জনগণের রায়ের ভিত্তিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন।’’
দুপুরে শহরের পুরাতন স্টেডিয়ামে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জাতীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহাসচিব বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের করণীয় প্রসঙ্গে বলতে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে ৩১ দফার ভিত্তিতে জনরায় নিয়ে আসতে হবে। এ জন্য ধানের শীষের প্রতিটি কর্মী, জাতীয়বাদের প্রতিটি সমর্থককে গণতন্ত্র প্রতিষ্ঠার এই মহান সংগ্রামকে এগিয়ে নিতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।’’
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘‘সবাইকে সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে না পারে। দলের ভেতরে বিভ্রান্তি ছড়াতে না পারে। জনগণের পাশে থেকে, জনগণকে সঙ্গে নিয়ে জনসেবার মনোভাব সবাইকে রাখতে হবে। তবেই জনরায় আমাদের পক্ষে আসবে।’’
তারেক রহমান নেতাকর্মীদের দুটি বিষয়ে প্রতিজ্ঞা করতে বলেন। একটি হলো দলীয় সিদ্ধান্তের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা। আরেকটি হলো দলের নামে কেউ যেন ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে, দলের বিরুদ্ধে চক্রান্ত করতে না পারে। তখন তার দুটি প্রতিজ্ঞার প্রতি উপস্থিত নেতাকর্মীরা দু-হাত তুলে সমর্থন জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, সহসাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আল মামুন, আবু ওয়াহাব আকন্দ, সদস্য লায়লা বেগম, শেখ মজিবুর রহমান ইকবাল। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৬ সালে সম্মেলন হয়েছিল।
সম্মেলন উপলক্ষে অনুষ্ঠানস্থলে সুবিশাল মঞ্চ তৈরি করা হয়। শহরের সড়কে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে শতাধিক তোরণ নির্মাণ করা হয়। দলীয় নেতাদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় অনুষ্ঠানস্থলসহ জেলা শহরের অলিগলি।
প্রায় এক দশক পর সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকেরা জানিয়েছেন, ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট ২১টি ইউনিটের ২ হাজার ৯০ জন কাউন্সিলর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচনে ভোট দেবেন।
ঢাকা/রুমন/বকুল