তাঁর বয়স এখনো ১৮ হয়নি। অন্য অনেক দেশের মতো ক্রোয়েশিয়ায়ও ভোটার হতে বয়স ১৮ হতে হয়। এখনো ভোটার না হতে পারলে কী হবে, এরই মধ্যে একটা বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন জ্যাক ভুকুসিচ। সাইপ্রাসের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে গতকাল ভুকুসিচ ক্রোয়েশিয়ার অধিনায়কত্ব করেছেন। তাতেই হয়ে গেছে রেকর্ডটা। ম্যাচের দিন (৭ আগস্ট ২০২৫) তাঁর বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ভুকুসিচই এখন সবচেয়ে কম বয়সী অধিনায়ক!

নেতৃত্বের অভিষেকটা অবশ্য সুখকর হয়নি ভুকুসিচের। একই দিনে তাঁর নেতৃত্বে দুটি ম্যাচ খেলেছে ক্রোয়েশিয়া, দুটিতেই সাইপ্রাসের কাছে হেরেছে তাঁর দল।

আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দেওয়ার পর থেকেই এ রকম হচ্ছে। কোথায় কে কোন রেকর্ড গড়ছেন আর কোন রেকর্ড ভেঙে দিচ্ছেন হিসাব রাখা মুশকিল। ভুকুসিচের আগেই যেমন রেকর্ডটা ছিল ফ্রান্সের নোমান আমজাদের। ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৮ বছর ২৪ দিন বয়সে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছিলেন আমজাদ। শুধু এই দুজনই নন, টি-টোয়েন্টি ও আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম বয়সী চার অধিনায়কই সহযোগী সদস্য দেশের।

আরও পড়ুনটের স্টেগেনের অধিনায়কত্ব কেড়ে নিল বার্সা, নতুন অধিনায়ক কে৫৪ মিনিট আগেরশিদ খান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র কর ড

এছাড়াও পড়ুন:

সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কাজ করছে: আদিলুর রহমান

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন প্রসঙ্গে শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‍“সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কাজ করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার মতামত নিয়ে এটা (স্মৃতিস্তম্ভ) চট্টগ্রামে এমন জায়গায় আমরা স্থাপন করতে চাই, যাতে চট্টগ্রামের যারা শহীদ- তাদের স্মৃতিটা অম্লান থাকে।”

শুক্রবার (৮ আগস্ট) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ-এ জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। 

আদিলুর রহমান খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও ছাত্র-জনতাকে সারাজীবন মনে রাখতে হবে। পরবর্তী যেসব সরকার আসবে, তাদেরও এই দায়িত্ব পালন করতে হবে।”

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার: এক বছরে সফলতা ও ব্যর্থতা

বন ও পরিবেশ সুরক্ষায় মন্ত্রণালয়ের এক বছরের উদ্যোগ

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. গোলাম মোর্শেদ খানসহ জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা। 

স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে উপদেষ্টা চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার শীতল ঝরণা খালের ওপর ভেঙে পড়া সেতু পরিদর্শনে যান। এসময় তিনি পথচারী ও স্থানীয় জনসাধারণের সর্বোচ্চ সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সেতুটি সংস্কারের জন্য সিটি করপোরেশনের প্রতিনিধিকে নির্দেশ দেন।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ