চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। চাকসু নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকা অনুযায়ী, এর মধ্যে তিনজন পুরুষ এবং ২১ জন নারী প্রার্থী রয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত চাকসু এবং হল ও হোস্টেল সংসদের প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে বিষয়টি জানা গেছে।

আরো পড়ুন:

ডাকসু নির্বাচনে ১১ অনিয়মের অভিযোগ ছাত্রদলের 

রাকসুু ভোট পেছানোয় ক্ষুব্ধ শিবির, স্লোগানে উত্তাল রাতের ক্যাম্পাস

প্রকাশিত তালিকা অনুযায়ী, ছেলেদের একমাত্র শাহজালাল হলে রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

অন্যদিকে, মেয়েদের বিজয় ২৪ হলে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে অন্তরা সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

নওয়াব ফয়জুন্নেসা হলে সহ-সভাপতি (ভিপি) পদে পারমিতা চাকমা; খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ইতি চাকমা; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে প্রত্যাশা চাকমা, দফতর সম্পাদক পদে অপরাজিতা বড়ুয়া তিন্নি; রিডিং রুম, ডাইনিং ও লাইব্রেরি সম্পাদক পদে খিং খিং ছেন; সমাজসেবা, গবেষণা ও আইসিটি সম্পাদক পদে মোনালিসা চাকমা; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুরঞ্জনা ত্রিপুরা; যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে শ্রেয়া তালুকদার এবং নির্বাহী সদস্য পদে অনন্যা চাকমা, প্রমিতা চাকমা ও শিপ্রা তঞ্চঙ্গা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

প্রীতিলতা হলে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে অন্তরা চাকমা এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সিরাজুম মুনিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন।

শামসুন্নাহার হলে দপ্তর সম্পাদক পদে সাইমুন সাদিয়া; রিডিং রুম, ডাইনিং ও লাইব্রেরি সম্পাদক পদে নিশাদ জান্নাত; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে ইফফাত আরা জুই; যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে কানিজ ফাতেমা সিফাত এবং নির্বাহী সদস্য পদে নাইমা তাসফিয়া, মিফতাহুল জান্নাত ও আফিয়া জাহিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

এছাড়া, একমাত্র মাস্টার দ্য সূর্যসেন হোস্টেল সংসদে দুজন নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন। তারা হলেন মাহমুদুল হাসান মিনহাজ ও মো.

আবু বকর সিদ্দিক।

আগামীকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ দিন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং আগামী ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা/মিজান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প ট ম বর প রক শ

এছাড়াও পড়ুন:

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ 

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রদূতে আমন্ত্রণে বাংলাদেশ অবস্থিত চীনা দূতাবাসে আয়োজিত এ অনুষ্ঠানে ডাকসু নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন:

রাবিতে কমপ্লিট শাটডাউনে ইবির জিয়া পরিষদের সংহতি

বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবির ১৮ গবেষক

এতে ডাকসু সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাকসুর কোষাধ্যক্ষ এবং ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচএম মোশারফ হোসেনসহ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সম্পাদকবৃন্দ।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধিসহ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নিজেদের মতামত প্রদান করেন সম্পাদকবৃন্দ। 

প্রস্তাবিত ৫০০০ ছাত্রীদের আবাসন সুবিধা সম্বলিত চায়না-বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণ কাজ এ বছরের মধ্যেই শুরু হবে বলে আলোচনা হয়। ডাকসুর নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরো দুটো হল নির্মাণের প্রস্তাব দেন এবং রাষ্ট্রদূত তা বাস্তবায়নে দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন। এছাড়াও তারা বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, স্কলারশিপ, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।

ডাকসুর নব নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক প্রদান করা হয় এবং ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদেরও শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন চীনের রাষ্ট্রদূত।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ