রাশিয়ায় জলবায়ুসংক্রান্ত আন্তর্জাতিক অলিম্পিয়াডে তাসিন মোহাম্মাদের স্বর্ণপদক জয়
Published: 22nd, September 2025 GMT
রাশিয়ায় জলবায়ুসংক্রান্ত ‘অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (আইওসই)’–বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের তাসিন মোহাম্মাদ স্বর্ণপদক জয় করেছেন।
রাশিয়ার সোচিতে ১৩ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে পাঁচ তরুণ সদস্য অংশ নেন। এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের স্কুলশিক্ষার্থীরা একত্র হয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে বাস্তব সমস্যার সমাধান করে।
বিশ্বমঞ্চের এ প্রতিযোগিতায় বাংলাদেশের টিমলিডার ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ফারহান মাসুদ তাসিন।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের মাহদি বিন ফেরদৌস, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের তাসিন মোহাম্মাদ, রাজশাহী কলেজিয়েট স্কুলের মো.
বাংলাদেশের প্রতিনিধিরা এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে বিষয়ভিত্তিক চিন্তা-উদ্দীপক গবেষণা বিষয়ে আলোচনায় অংশ নেন।
প্রকল্প উৎসবে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে তাঁদের উদ্ভাবনী প্রকল্পটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থাপন করেন। পাশাপাশি সেখানে তাঁরা অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় উপস্থাপনায় নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মা হলেন ক্যাটরিনা, বাবা ভিকি
মা হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বাবা হলেন ভিকি কৌশল। আজ শুক্রবার সকালে পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে খবরটি জানিয়েছেন এ দুই তারকা।
ক্যাটরিনা ও ভিকি তাঁদের অফিশিয়াল ইনস্টাগ্রাম থেকে এক যৌথ বিবৃতিতে লিখেছেন, ‘আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।’ এই পোস্টে বাবা-মা হওয়ার অপার আনন্দ ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।
গত সেপ্টেম্বরেই ক্যাটরিনা ও ভিকি জানিয়েছেন, তাঁদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। যদিও ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে কম জল্পনা তৈরি হয়নি। সেই সময়ে এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছিলেন, বাবা হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। অভিনেতা বলেন, ‘বাবা হওয়া আশীর্বাদের মতো।’ সব অপেক্ষার অবসান ঘটিয়ে ভিকি ও ক্যাটরিনার কোলে এল পুত্রসন্তান।
২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে পরিবার ও ঘনিষ্ঠজনের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।