৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা
Published: 23rd, September 2025 GMT
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এছাড়া, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরো পড়ুন:
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত
ঢাকাসহ সারা দেশে বৃষ্টির আভাস
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল ২৪ সেপ্টেম্বর আট বিভাগেই কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামী ২৫ সেপ্টেম্বর খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং অন্য বিভাগগুলোর দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এছাড়া, ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঢাকা ও ভোলায় ৭৩ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ও তেঁতুলিয়ায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স প ট ম বর
এছাড়াও পড়ুন:
রাত আড়াইটায় হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।
হাবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি মহামান্য চ্যান্সেলর কর্তৃক অনুমোদন সাপেক্ষে আগামী ৬ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবে।
সোমবার বিকেলে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) আলোচনা সভার জন্য হাবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. এস এম এমদাদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, ‘HUCSTU’ নীতিমালা প্রণয়ন উপলক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক ছাত্র সংগঠন প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভা আগামী ২৪ সেপ্টেম্বর-২০২৫ খ্রী., রোজ- বুধবার টিএসসি’র ৩য় তলার সভা কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সেমতে, সকল ছাত্র সংগঠনের সভাপতি ও সেক্রেটারিসহ মোট পাঁচজন করে প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য বলা হলো।
ঢাকা/নাজমুল/এস