ঢাকার ধামরাইয়ে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে। কোনো কোনো সবজির দাম কিছু্টা হেরফের হলেও মশলা, চাল ও মাছ-মাংসের দাম গত সপ্তাহের মতো একই রয়েছে। 

যদিও দাম নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন ভোক্তারা। তবে বিক্রেতারা বলছেন, প্রায় মাস খানেক আগে নিত্যপণ্যের দাম যে বৃদ্ধি পেয়েছিল, তারপর সেই বাড়তি দামই রয়েছে। এজন্য সরবরাহ আরো বৃদ্ধির ওপর জোর দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতারা, হাতকোড়া, বারবাড়িয়া, কাওয়ালীপাড়া, বাথুলিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। 

বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ২৯ জাতের চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা দরে, চিনিগুড়া চাল ১৩০-১৪০ টাকা দরে, আটা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা প্রতি কেজি প্যাকেট আর খোলা আটা বিক্রি হচ্ছে ৫০ টাকা প্রতি কেজি দরে। সবগুলোর দামই গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে। 

মসুর ডাল (মোটা) প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে, মুগ ডাল ১৬০-১৭০ টাকা প্রতি কেজি, খেসারির ডাল ৯০-৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকা দরে।

মসলা ও সবজির বাজারে আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা করে, গত সপ্তাহের তুলনায় ২০ টাকা কমেছে। রসুনের দাম অপরিবর্তিত রয়েছে, বিক্রি হচ্ছে ১২০ টাকা প্রতি দরে। পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায়, কাঁচা মরিচ ১৮০ টাকা কেজি, আলু ২০-২২ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। 

সবজির বাজারে মুলা শাক ১৫ টাকা আঁটি, পুঁইশাক ৩০ টাকা আঁটি, ডাটা শাক ৩০ টাকা আঁটি, করলা ৮০-১০০ টাকা, কচু ৩০ টাকা কেজি, টমেটো ১০০-১২০ টাকা এবং শসা ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকা প্রতি লিটার আর সরিষার তেল ২৪০-২৫০ টাকা করে। এগুলোর দামও গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে। মাছ মাংসের বাজারেও গত সপ্তাহের তুলনায় দাম স্থিতিশীল রয়েছে বলে জানান বিক্রেতারা।

তবে দাম স্থিতিশীল থাকলেও একে অসহনশীল বলে অভিযোগ করেন ভোক্তারা। দাম কমাতে প্রশাসনের উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তারা।

ঢাকা/সাব্বির/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরিফুল ইসলাম নামের ওই সার্জেন্ট পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। যদিও পুলিশ বলছে, পা ছুঁয়ে সালাম করার সঙ্গে বরখাস্ত হওয়ার সম্পর্ক নেই। দায়িত্বে অনুপস্থিত থাকায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে।

আজ শুক্রবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান মুঠোফোনে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শুক্রবার সকাল দশটার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে গাড়িতে ওঠার সময় তাঁর পা ছুঁয়ে সালাম করেন সার্জেন্ট আরিফুল ইসলাম। এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে মোহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডিউটিতে অনুপস্থিত থাকায় আরিফুল ইসলাম নামে একজন সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। ভিডিওর সঙ্গে বরখাস্তের সম্পর্ক নেই।’

তবে পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, আজ শুক্রবার সকালে মিরপুরের টোলারবাগ এলাকায় উচ্ছেদ অভিযানে থাকার কথা ছিল আরিফুলের। কিন্তু তিনি উচ্ছেদ অভিযানে অংশ না নিয়ে শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের সমাধিস্থল এলাকায় ছিলেন। সেখানে তিনি বিএনপি নেতা রিজভীর পা ছুঁয়ে সালাম করেন। এ কারণেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ