গত সপ্তাহে হঠাৎ করে সম্প্রচার বন্ধ হয়ে যাওয়া জিমি কিমেলের লেট নাইট টক শো আগামী মঙ্গলবার থেকে আবার প্রচার শুরু করবে—গতকাল সোমবার রাতে এমন ঘোষণা দিয়েছে ডিজনি।
ডিজনির মালিকানাধীন মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি হঠাৎ শোটির সম্প্রচার স্থগিত করে। কারণ হিসেবে বলা হয়, ট্রাম্প–ঘনিষ্ঠ চার্লি কার্ককে হত্যার পর কিমেলের করা কিছু মন্তব্য নিয়ে রক্ষণশীলদের তীব্র অভিযোগ ও সরকারের চাপ। এবিসির এক বিবৃতিতে জানানো হয়, ‘দেশজুড়ে উত্তেজনাকর সময়ে মন্তব্যগুলো সংবেদনশীল ছিল না, তাই পরিস্থিতি আরও না জটিল না করে শো সাময়িক বন্ধ রাখা হয়েছিল।’

কিমেলের কড়া ভাষ্য, ট্রাম্পের উল্লাস
ঘটনার সূত্রপাত কিমেলের শোর মনোলগ থেকে। চলতি সপ্তাহের শুরুতে জিমি কিমেল তাঁর শোতে বলেন, ‘মাগা (এমএজিএ) গ্যাং চার্লি কার্কের হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছে।’ গত মঙ্গলবার ২২ বছর বয়সী এক সন্দেহভাজনকে আদালতে হাজির করা হয়। কার্ককে গুলি করে হত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

জিমি কিমেল। এএফপি ফাইল ছবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের সেরা ১০ ধনী নারী কারা, তাঁদের কী ব্যবসা

১০৬ বিলিয়ন ডলার। সম্পদের প্রধান উৎস: ওয়ালমার্ট। বয়স: ৭৫ বছর।

সবচেয়ে ধনী নারী অ্যালিস ওয়ালটন। টানা এক দশকে ৯ বার তিনি শীর্ষ ধনী নারীর তালিকা ছিলেন। অ্যালিস ওয়ালটনের সম্পদের পরিমাণ প্রায় ১০৬ বিলিয়ন বা ১০ হাজার ৬০০ কোটি ডলার। ফলে তিনি যুক্তরাষ্ট্রের ১৫তম ধনী ব্যক্তি এবং আমেরিকার প্রথম নারী ‘সেন্টিবিলিয়নিয়ার’ (অর্থাৎ যাঁর সম্পদের হিসাব ১২ অঙ্কের)। গত বছর তিনি ফ্রান্সের কোম্পানি লরিয়েলের উত্তরাধিকারী ফ্রাঁসোয়াজ বেটেনকোর্ট মেয়ার্সকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী নারী হন।

২জুলিয়া কচজুলিয়া কচ

সম্পর্কিত নিবন্ধ