ফুটবলের আকাশে কত তারাই জ্বলে ওঠে, আবার ম্লান হয়ে যায়। কিন্তু উসমানে দেম্বেলের কাহিনি আলাদা। এ যেন এক ভাঙা ডানার পাখির আকাশ ছোঁয়ার গল্প। চোট, সমালোচনা আর অনিশ্চয়তার অন্ধকার গলিপথ পেরিয়ে অবশেষে নিজের নাম ইতিহাসের পাতায় খোদাই করলেন তিনি। সোমবার (২২ সেপ্টেম্বর) প্যারিসের আলোকোজ্জ্বল মঞ্চে ঘোষিত হলো- ২০২৫ সালের ব্যালন ডি’অরের অধিকারী ফ্রান্সের এই ফরোয়ার্ড। শুধু তার নয়, এটি পিএসজির ইতিহাসেও প্রথম ব্যক্তিগত গৌরবময় শিরোপা।

পরিসংখ্যানের সুরেলা সিম্ফনি:
পুরো মৌসুমে দেম্বেলের পারফরম্যান্স যেন এক সঙ্গীত রচনা। প্রতিটি নোটে নিখুঁত ছন্দ। ৩৫ গোল, ১৬ অ্যাসিস্ট আর একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এ যেন সংখ্যার ভাষায় রচিত এক অদ্বিতীয় কবিতা। ‘মার্কা’ লিখেছে, “এ মৌসুম ছিল অপরাজেয়।” তাদের মন্তব্য, “লামিনে ইয়ামাল ভবিষ্যৎ, কিন্তু বর্তমানের মঞ্চে আলো ছড়াচ্ছে দেম্বেলে।” ‘এএস’ যুক্ত করেছে, “সবচেয়ে ধারাবাহিক, সবচেয়ে প্রভাবশালী আর সবচেয়ে দৃষ্টিনন্দন- ফলাফল ছিল অবধারিত।”

আরো পড়ুন:

মার্টিনেল্লির জাদুকরী গোলে শেষ মুহূর্তে সিটিকে রুখল আর্সেনাল

রোনালদো-ফেলিক্সের জোড়া গোলে আল-নাসরের দাপুটে জয়

অতীতের ক্ষত থেকে বর্তমানের গৌরব:
কাতালোনিয়ার ‘মুন্দো দেপোর্তিভো’ আবেগঘনভাবে লিখেছে, “চোটের দগদগে ক্ষত নিয়েও বার্সেলোনায় তিনি ফুটে উঠেছিলেন। আজ তিনি জনতার ব্যালন ডি’অর, ভেরনের সেই ছেলেটি যে একদিন পাহাড় জয় করার স্বপ্ন দেখেছিল, আর আজ সেটি সত্যি করেছে।”

খামখেয়ালিপনা থেকে পেশাদারিত্বের প্রতিমূর্তি:
ব্রিটিশ গণমাধ্যমের দৃষ্টিতে দেম্বেলে আজ এক বদলে যাওয়া চরিত্র। ‘ডেইলি মেইল’ লিখেছে, “বার্সেলোনার সেই খামখেয়ালি তরুণ আজ হয়ে উঠেছেন অনুকরণীয় পেশাদার।” আর ‘দ্য সান’ শিরোনাম করেছে শক্তিশালী বাক্যে: “ফ্লপ থেকে রোল মডেল- সে দৌড়ায়, লড়াই করে, ডিফেন্ড করে, গোল করে। সে-ই পিএসজির হৃদস্পন্দন।”

অশ্রুর প্রতিশোধ:
ডর্টমুন্ডের দিনগুলো মনে করিয়ে ‘বিল্ড’ লিখেছে, “তখন সে ছিল অপরিশোধিত হীরা, আজ সে দীপ্তিময় রত্ন। থিয়েটার দ্য শাতলে-তে দেম্বেলের চোখের অশ্রু শুধু আনন্দ নয়, এটি সেই যন্ত্রণার প্রতিশোধ যা এত বছর তাকে তাড়া করেছে।”

সমষ্টির প্রতীক:
‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ট’ দেম্বেলের অর্জনকে দেখেছে নতুন এক দলোদ্দীপক সাফল্যের প্রতীক হিসেবে: “মেসি কিংবা এমবাপ্পে ছাড়াই পিএসজি ভেঙেছে প্রিভিলেজের যুগ। দেম্বেলে প্রমাণ করেছে- ধৈর্য, পরিশ্রম আর শৃঙ্খলাই সাফল্যের আসল ঠিকানা।”

আবেগের উচ্ছ্বাস:
দক্ষিণ আমেরিকার ‘ওলে লিখেছে, “ফরাসি প্রতিভা বিশ্বকে আন্দোলিত করেছে। দেম্বেলে শুধু নিজের জন্য জেতেননি, জিতেছেন তাদের জন্যও যারা একসময় তার ওপর বিশ্বাস হারিয়েছিল।” আর ব্রাজিলের ‘গ্লোবো’ আখ্যা দিয়েছে, “ভঙ্গুর এক তারকার পুনর্জন্ম, আজ সে বিশ্বের সেরা।” শেষ করেছে এক গাঢ় বাক্যে: “সে ইতিহাসকে নতুন করে লিখলো।”

দেম্বেলের গল্প কোনো সাধারণ ট্রফি জয়ের ইতিহাস নয়। এটি এক তরুণের অন্ধকার থেকে আলোয় ওঠার উপাখ্যান। ক্ষত-বিক্ষত শরীর, ভাঙা স্বপ্ন, সমালোচনার ভার- সব পেছনে ফেলে তিনি দাঁড়ালেন দৃঢ়ভাবে, নতুন এক উচ্চতায়। উসমানে দেম্বেলে- একজন প্রতিশ্রুতিশীল ছেলে থেকে আজকের বিশ্বের সেরা, ২০২৫ ব্যালন ডি’অরের অমর নায়ক। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল প এসজ

এছাড়াও পড়ুন:

পৃথিবীর কাছাকাছি কক্ষপথে নতুন কোয়াসি চাঁদের সন্ধান

‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে’ বাংলা সিনেমার জনপ্রিয় এই গান গুনগুন করে গেয়েছেন অনেকেই। গানের কথা ঠিক থাকলেও পৃথিবীর কাছের কক্ষপথে নতুন একটি কোয়াসি চাঁদের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যমতে, কোয়াসি চাঁদ সাধারণ চাঁদের মত নয়। এসব চাঁদ সরাসরি পৃথিবীকে প্রদক্ষিণ করার পরিবর্তে সূর্যের চারপাশে এমন একটি কক্ষপথ অনুসরণ করে যা দেখে মনে হয় চাঁদটি আমাদের গ্রহের সঙ্গে অবস্থান পরিবর্তন করছে। নতুন এই কোয়াসি চাঁদের নাম দেওয়া হয়েছে ‘২০২৫ পিএন৭’।

প্ল্যানেটারি সোসাইটির তথ্যমতে, কোয়াসি চাঁদ বা আধা চাঁদ মূলত গ্রহাণু। স্থায়ী চাঁদের মতো আমাদের গ্রহকে প্রদক্ষিণ করছে বলে মনে হলেও কোয়াসি চাঁদ আসলে সূর্যকে প্রদক্ষিণ করে। এ সময় অস্থায়ীভাবে আমাদের গ্রহের পাশাপাশি সৌরজগতের মধ্য দিয়ে চলাচল করে। নতুন কোয়াসি চাঁদ আবিষ্কারের বিষয়ে স্পেনের মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস জানান, এই ক্ষুদ্র গ্রহাণু পৃথিবীর সাতটি পরিচিত কোয়াসি চাঁদের মধ্যে সবচেয়ে ছোট ও সবচেয়ে কম স্থিতিশীল।

নতুন কোয়াসি চাঁদের ব্যাস প্রায় ৬২ ফুট বা ১৯ মিটার। বেশ ছোট এই কোয়াসি চাঁদকে দেখতে বেশ ক্ষীণ বলে শুধু উচ্চমানের টেলিস্কোপ ব্যবহার করেই দেখা যায়। কোয়াসি চাঁদ সূর্যের চারপাশে পৃথিবীর মতো একটি কক্ষপথ অনুসরণ করছে। পৃথিবী থেকে ২৮ লাখ থেকে ৩৭ লাখ মাইল দূরে অবস্থান করছে চাঁদটি।

বিজ্ঞানীদের তথ্যমতে, সীমিত দৃশ্যমানের কারণে নতুন কোয়াসি চাঁদটি ছয় দশক ধরে পর্যবেক্ষণের বাইরে ছিল। সম্ভবত আরও ৬০ বছর ধরে বর্তমানের মতোই থাকবে। ২০২৫ পিএন৭ নামের কোয়াসি চাঁদের আবিষ্কারের ফলাফল সম্প্রতি আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির রিসার্চ নোটস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ

  • ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
  • রাত আড়াইটায় হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
  • সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বারিধারায় ইংরেজি মাধ্যম চালু
  • আজ টিভিতে যা দেখবেন (২৩ সেপ্টেম্বর ২০২৫)
  • “আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত
  • অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যৌথ কার্যক্রম উদ্বোধন
  • বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দিনে ২০০ টাকা ভাতা, সুযোগ পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (২২ সেপ্টেম্বর ২০২৫)
  • পৃথিবীর কাছাকাছি কক্ষপথে নতুন কোয়াসি চাঁদের সন্ধান