নড়াইলে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
Published: 28th, October 2025 GMT
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানাকে (৪৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শুক্তগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে শুক্তগ্রাম গোরস্থান এলাকায় পৌঁছালে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে কালিয়া হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। নিহত মাসুদ রানা শুক্তগ্রামের সবুর শেখের ছেলে।
এলাকাবাসী জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাসুদ রানা শুক্তগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে শুক্তগ্রাম গোরস্থান এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ডালিম হাসান বলেন, বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানাকে যারা হত্যা করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা/শরিফুল/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানাকে (৪৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শুক্তগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে শুক্তগ্রাম গোরস্থান এলাকায় পৌঁছালে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে কালিয়া হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। নিহত মাসুদ রানা শুক্তগ্রামের সবুর শেখের ছেলে।
এলাকাবাসী জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাসুদ রানা শুক্তগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে শুক্তগ্রাম গোরস্থান এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ডালিম হাসান বলেন, বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানাকে যারা হত্যা করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা/শরিফুল/রফিক