শিরোনামের প্রশ্নটা করা হয়েছিল গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে বাংলাদেশের হারের পর সংবাদ সম্মেলনে আসা তানজিম হাসানকে। ‘উত্তরটা আমার কাছে নেই’—জানিয়ে মুচকি হাসি দিয়েছেন এই পেসার।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে শেষ ওভারে ৩ ছক্কাসহ ২২ রান দেন তানজিম। কিন্তু ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন। এমনিতে তাঁর ব্যাটিং–সামর্থ্য আছে। যদিও এখন পর্যন্ত খুব ভরসা করার মতো কিছু করে ফেলতে পারেননি। গতকাল নিজের ব্যাটিং–সামর্থ্য সুযোগটা পেয়েছিলেন মূলত টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায়। এটাও বাংলাদেশ দলের জন্য নতুন কিছু নয়।

এ বছর টি–টোয়েন্টিতে নিজেদের সেরা সময় পার করছে বাংলাদেশ। এক পঞ্জিকাবর্ষে ম্যাচ জেতার সংখ্যায় তারা ছাড়িয়ে গেছে আগের সব বছরকে। ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে টানা চারটি টি–টোয়েন্টি সিরিজও জিতেছে তাঁরা। অথচ এ বছর খেলা ২৫ টি–টোয়েন্টিতে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানদের গড় ১১৯.

৮৩ স্ট্রাইক রেটে। টেস্ট খেলুড়ে সব দেশের তুলনায়ই তা কম।

মিডল অর্ডারে প্রত্যাশা পূরণ করতে পারছেন না তাওহিদ হৃদয়

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভৈরবে ট্রেনে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ বাদী হয়ে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন। এতে দেড় লাখ টাকার সরকারি সম্পদের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহম্মেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে ফাহিম, আরমান ও সাধন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন:

নাফিসা কামালসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের মামলা

রাজশাহীতে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক কারাগারে

আরো পড়ুন: ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপে আহত ৫

সোমবার সকাল ১০টার দিকে ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করেন স্থানীয় জনতা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা অবরোধের কারণে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ভৈরব রেলস্টেশনে আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা আটকে থাকার পর চালক ট্রেন ছাড়তে চাইলে অবরোধকারীরা ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের পাঁচ যাত্রী আহত হন।

এর আগে, একই দাবিতে রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভৈরবের দূর্জয় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ