‘নিজেকে জাহিরের বান্ধবী বলেই ভাবি, স্ত্রী নয়’
Published: 28th, October 2025 GMT
২০১০ সালে ‘দাবাং’ ছবি দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন সোনাক্ষী সিনহা। সালমান খানের বিপরীতে ‘রাজ্জো’ চরিত্রে আত্মপ্রকাশেই জয় করে নেন তরুণ দর্শকের হৃদয়। এরপর ‘আকিরা’, ‘নুর’, ‘ডাবল এক্সএল, ‘লুটেরা, ‘দহাড়’, ‘হীরামান্ডি’র মতো বৈচিত্র্যময় সিনেমায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন শত্রুঘ্ন সিনহার কন্যা। এবার তাঁর নতুন অভিযান ‘জটাধারা’—এ ছবির মাধ্যমে প্রথমবার তাঁকে তেলেগু ছবিতে দেখা যাবে।
সোনাক্ষী সিনহা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গাজীপুর ঝুট গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (২৭ অক্টোবর) মধ্যরাত সাড়ে ৩টার দিকে পৌরসভার ভাংনাহাটি গ্রামের রাতুল অ্যাপারেলস লিমিটেড কারখানার ঝুট গুদামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আগুনে গুদামের প্রায় সব ঝুট ও কাপড় পুড়ে গেছে। হতাহতের ঘটনা ঘটেনি।
আরো পড়ুন:
মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে আগুন
থানচিতে বাজারে লাগা আগুনে পুড়ল ১৩ দোকান
রাতুল অ্যাপারেলসের ব্যবস্থাপক মো. খালিদ হোসেন বলেন, “রাতে ঝুট গুদামে আগুনের ফুলকি দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে কর্মচারীরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। গুদামটিতে প্রচুর ঝুট কাপড় মজুত ছিল, যা আগুনের মাত্রা বাড়িয়ে দেয়।”
তিনি জানান, শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন তারা।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান জানান, “গুদামে বিপুল পরিমাণ দাহ্য ঝুট কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
ঢাকা/রফিক/মাসুদ