মেহজাবীন-পরীমণির পর বাধার মুখে অপু
Published: 29th, January 2025 GMT
মেহজাবীন, পরীমণির পর বাধার মুখে রেস্তোরাঁ উদ্বোধন করা হলো না চিত্রনায়িকা অপু বিশ্বাসের। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীচরের একটি রেস্তোরাঁ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এই অভিনেত্রীর।
স্থানীয় মুসল্লিরা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় অভিযোগ জানান। পরে থানা পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন করেন কর্তৃপক্ষ।
কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান গণমাধ্যমে বলেন, “স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়েই উদ্বোধন করেন।”
আরো পড়ুন:
কতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল মেহজাবীনের সিনেমা?
অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ইচ্ছা ছিল না: মেহজাবীন চৌধুরী
থানায় অভিযোগ দেওয়ার পর কামরাঙ্গীচরের কয়েকজন ভিডিও প্রকাশ করেন; যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে একজন বলেন, “কামরাঙ্গীচরের খোলামোড়া ঘাটে একটি হোটেল উদ্বোধনের জন্য নায়িকা অপু বিশ্বাসকে আনার উদ্যোগ নেওয়া হয়। যার ফলে পুরো কামরাঙ্গীচরবাসী, ধর্মপ্রাণজনতা ক্ষেপে উঠেছে। এজন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাই— কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকিদের এনে এ ধরনের অনুষ্ঠান করা কিছুতেই ঠিক হবে না।”
কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “এতে করে জনগণ উত্তপ্ত হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আমরা তাই বুঝতে পারছি। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে এই অনুষ্ঠান বন্ধের অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন এখানে না আসতে পারেন।”
এ ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে চর্চা চলছে। তবে এখন পর্যন্ত নীরবতা ভাঙেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর চট্টগ্রামে একটি শো-রুম উদ্বোধন করতে গিয়ে তাওহীদি জনতার বাধার মুখে ফিরে আসেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত ২৫ জানুয়ারি টাঙ্গাইলে একটি শো-রুম উদ্বোধন করার কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের আপত্তির কারণে টাঙ্গাইলে যেতে পারেননি এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফ্লো সাইটোমেট্রি: রক্তরোগ চিকিৎসায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
রক্তরোগ নির্ণয় ও চিকিৎসায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফ্লো সাইটোমেট্রি: মৌলিক থেকে অ্যাডভান্সড’ শীর্ষক দুই দিনের এক কর্মশালা শুক্রবার শেষ হয়েছে। রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার এ কর্মশালার আয়োজন করে ‘ইয়াং হেমাটোলজিস্টস অব বাংলাদেশ’। এতে অংশ নেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের রক্তরোগবিশেষজ্ঞ অধ্যাপক এনজি হেং জু ও সিংহেলথের আন্তর্জাতিক সহযোগী দপ্তরের পরিচালক বিজয়া রাও।
সমাপনী দিনে অংশগ্রহণকারী তরুণ হেমাটোলজিস্টদের হাতে সনদ তুলে দেন রেনাটা পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এস কায়সার কবির। তিনি বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও বাংলাদেশের তরুণ রক্তরোগবিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে কর্মশালার এ আয়োজন ছিল চমৎকার সম্পর্ক তৈরির উৎস। বিশেষ করে এখানে বাংলাদেশের ৮৭ তরুণ রক্তরোগবিশেষজ্ঞ অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, রেনাটা পিএলসি এ অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার হিসেবে রক্তরোগ গবেষণায় তরুণ চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে উৎসাহিত করেছে।
বাংলাদেশ হেমাটোলজি সোসাইটির সায়েন্টিফিক সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন, এ কর্মশালার মাধ্যমে তরুণ চিকিৎসকেরা আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ হেমাটোলজি সোসাইটির সভাপতি আমীন লুৎফুল কবীর, সাধারণ সম্পাদক মো. আদনান হাসান মাসুদসহ তরুণ হেমাটলজিস্টরা উপস্থিত ছিলেন।