মেহজাবীন-পরীমণির পর বাধার মুখে অপু
Published: 29th, January 2025 GMT
মেহজাবীন, পরীমণির পর বাধার মুখে রেস্তোরাঁ উদ্বোধন করা হলো না চিত্রনায়িকা অপু বিশ্বাসের। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীচরের একটি রেস্তোরাঁ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এই অভিনেত্রীর।
স্থানীয় মুসল্লিরা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় অভিযোগ জানান। পরে থানা পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন করেন কর্তৃপক্ষ।
কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান গণমাধ্যমে বলেন, “স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়েই উদ্বোধন করেন।”
আরো পড়ুন:
কতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল মেহজাবীনের সিনেমা?
অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ইচ্ছা ছিল না: মেহজাবীন চৌধুরী
থানায় অভিযোগ দেওয়ার পর কামরাঙ্গীচরের কয়েকজন ভিডিও প্রকাশ করেন; যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে একজন বলেন, “কামরাঙ্গীচরের খোলামোড়া ঘাটে একটি হোটেল উদ্বোধনের জন্য নায়িকা অপু বিশ্বাসকে আনার উদ্যোগ নেওয়া হয়। যার ফলে পুরো কামরাঙ্গীচরবাসী, ধর্মপ্রাণজনতা ক্ষেপে উঠেছে। এজন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাই— কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকিদের এনে এ ধরনের অনুষ্ঠান করা কিছুতেই ঠিক হবে না।”
কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “এতে করে জনগণ উত্তপ্ত হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আমরা তাই বুঝতে পারছি। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে এই অনুষ্ঠান বন্ধের অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন এখানে না আসতে পারেন।”
এ ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে চর্চা চলছে। তবে এখন পর্যন্ত নীরবতা ভাঙেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর চট্টগ্রামে একটি শো-রুম উদ্বোধন করতে গিয়ে তাওহীদি জনতার বাধার মুখে ফিরে আসেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত ২৫ জানুয়ারি টাঙ্গাইলে একটি শো-রুম উদ্বোধন করার কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের আপত্তির কারণে টাঙ্গাইলে যেতে পারেননি এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে শিশু নিখোঁজ
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজিকান্দি খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুর নাম সুলায়মান (৩)। সে ওই এলাকার সুমন বেপারীর ছেলে। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটি নদীর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে, এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে শিশুটির খোঁজ মেলেনি।
আরো পড়ুন:
৩০ বছরের হিমায়িত ভ্রুণ থেকে জন্ম নিলো জীবিত শিশু
সেই আছিয়ার পরিবারকে গরু ও গোয়াল দিল জামায়াত
ঢাকা/বেলাল/রাজীব