নোয়াগাঁওয়ে মহিলা দলের সম্প্রীতি সমাবেশ
Published: 24th, October 2025 GMT
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে “সম্প্রীতি সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৪অক্টোবর) সকালে নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাও গ্রামে এক মাঠে আয়োজিত এই সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন,তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার অন্যতম লক্ষ্য হলো নারীদের নিরাপত্তা, সম্মান ও অংশগ্রহণ নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অগ্রযাত্রায় নারীরা শুধু সহযাত্রী নয়, পরিবর্তনের মূল চালিকা শক্তি।
বিএনপি সবসময়ই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। শহর থেকে গ্রাম সব জায়গায় নারী সমাজ আজ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। মহিলা দলের নেত্রীবৃন্দ আজ যেভাবে ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিচ্ছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
তিনি আরও বলেন,তারেক রহমানের প্রণীত এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নারী শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক অঙ্গনে সমান সুযোগ পাবে। আর সেটিই হবে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ভিত্তি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন, সোনারগাঁ কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা, রুকুনুজ্জামান ও তোফাজ্জল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আঃ হালিম, যুগ্ম সম্পাদক বাবুল, ৪নং ওয়ার্ডের সভাপতি আনিছ, ২নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি গনি মিয়া, সহ-সভাপতি আমজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ, সংরক্ষিত নারী ইউপি সদস্য সাহিদা আক্তার, মিনারা বেগম, নাসিমা বেগম, জায়েদা বেগম এবং সোনারগাঁ উপজেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেত্রীরা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স স ন রগ রহম ন উপজ ল
এছাড়াও পড়ুন:
ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে চাপ দিতে হবে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে আরও কঠোরভাবে চাপ দিতে হবে। প্রয়োজনে নিষেধাজ্ঞা বা অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে এ পদক্ষেপ নিতে হবে।
গাজায় ইসরায়েলি হামলার সবচেয়ে তীব্র সমালোচক দেশের একটি হচ্ছে ন্যাটো সদস্য তুরস্ক। শুরুতে পরোক্ষভাবে জড়িত থাকলেও এখন তারা মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধবিরতি আলোচনায় সরাসরি অংশ নিচ্ছে। গত মাসে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের বৈঠকের পর থেকে এই ভূমিকা আরও জোরদার হয়েছে।
এরদোয়ান সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি। হামাস পক্ষ যুদ্ধবিরতি মেনে চলছে, বরং তারা প্রকাশ্যেই তাদের অঙ্গীকার জানাচ্ছে। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে।
এরদোয়ান আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি ও চুক্তি মেনে চলতে বাধ্য করার জন্য আরও পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলকে তার প্রতিশ্রুতি রাখতে বাধ্য করতে হবে নিষেধাজ্ঞা আরোপ ও অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে।
তুরস্ক জানিয়েছে, তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে নজরদারি করতে একটি টাস্কফোর্সে যোগ দেবে। প্রয়োজনে তুর্কি সেনারা সামরিক বা বেসামরিক উভয় ভূমিকায় কাজ করতে পারে। পাশাপাশি, গাজা পুনর্গঠনে তারা সক্রিয় ভূমিকা রাখবে।
বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দেন, গাজায় তুর্কি নিরাপত্তা বাহিনীর কোনো ভূমিকাকে তিনি সমর্থন করেন না।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে এরদোয়ান বলেন, ‘গাজায় কাজ করবে যে টাস্কফোর্স, তার বিষয়ে আলোচনা চলছে। এর কাঠামো এখনো স্পষ্ট নয়। এটি বহুমাত্রিক একটি ইস্যু, তাই ব্যাপক আলোচনা হচ্ছে। আমরা গাজাকে যেকোনোভাবে সহযোগিতা করতে প্রস্তুত।’
তিনি উপসাগরীয় দেশগুলোকে গাজা পুনর্গঠনে অর্থায়নের আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, এই বিশাল কাজটি কোনো একক দেশের পক্ষে সম্পন্ন করা সম্ভব নয়।
গাজা যুদ্ধের সময় ইসরায়েল ও তুরস্কের দীর্ঘদিনের মিত্রতা নতুন নিম্নস্তরে নেমে এসেছে। আঙ্কারা অভিযোগ করেছে, নেতানিয়াহুর সরকার গাজায় গণহত্যা চালাচ্ছে—যা ইসরায়েল বারবার অস্বীকার করেছে।