Samakal:
2025-12-04@20:58:14 GMT

এ সময়ে ত্বকের যত্ন

Published: 4th, February 2025 GMT

এ সময়ে ত্বকের যত্ন

বসন্তের সময়গুলো কেমন যেন। সবাই ভাবে বসন্তে চারপাশে বইবে প্রশান্তির সুবাতাস। অথচ এ সময়টায় কখনও ঠান্ডা অনুভব হয়, আবার কখনও বা ভ্যাপসা গরম। সেই সঙ্গে বাতাসে ভেসে বেড়ায় ধুলাবালি, ফুলের রেণু। এসব থেকে অ্যালার্জির সমস্যা বেড়ে যায়। বেড়ে যায় চুলকানি ও ত্বকের অন্যান্য সমস্যা। তাই বসন্তে ত্বকের ব্যাপারে যত্নশীল হতে হবে। নয়তো অল্পতেই ব্রণ, অ্যাগজিমাসহ নানা ধরনের সমস্যা দেখা দেবে।
ভেষজ পণ্যের প্রতিষ্ঠান আমলকীর সিইও নন্দিতা শারমিন জানান, সারাবছরই ত্বকের যত্ন সঠিকভাবে নিতে হবে। ঘুম থেকে ওঠে, বাইরে থেকে ফিরে ভালো মানের ক্লিনজার কিংবা ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। সেই সঙ্গে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। 
তিনি জানান, শীত-গরম কিংবা বসন্ত, সবসময়ই ত্বককে ময়েশ্চারাইজড রাখতে হবে। বসন্তে হালকা বাতাস থাকার কারণে ত্বকে টানটান অনুভব হয়। তাই শীতে যে ধরনের লোশন বা ক্রিম ব্যবহার করা হয়, এ সময়ও সেগুলো ব্যবহার করা যেতে পারে। যাদের ব্রণের সমস্যা নেই তারা চাইলে তেল মালিশ করতে পারেন। বসন্তে বাইরে রোদের দাপট থাকে। বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে। ট্যান দূর করার জন্য বিভিন্ন ধরনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। বেসনের সঙ্গে হলুদের গুঁড়া ও দুধ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে লাগাতে পারেন। এতে রোদে পোড়া দাগ দূর হবে। আবার ধুলাবালি থেকে ত্বকে সমস্যা হলে তা দূর হবে– জানান নন্দিতা। 
কোন ধরনের ক্লিনজার ও ময়েশ্চারাইজার?    
শিওর সেল মেডিকেলের চর্মরোগ বিশেষজ্ঞ ডা.

তাওহীদা রহমান ইরিন জানান, বসন্তে ত্বকের ধরন অনুযায়ী যত্ন ভিন্ন হবে। বসন্তকালে সকালে জোজোবা অয়েলযুক্ত ক্লিনজার দিয়ে মুখ ধুতে পারেন। এতে ত্বক ভালো থাকবে। রাতে গ্লাইকোলিক এসিডযুক্ত বা স্যালিসালিক এসিডযুক্ত ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে উপকার পাবেন। শুষ্ক ত্বকের অধিকারীরা সারাবছর গোট মিল্ক বা ক্যামোমাইলের নির্যাসযুক্ত ক্লিনজার ব্যবহার করতে পারেন।
ইরিন জানান, যাদের ত্বক স্বাভাবিক তারা ভিটামিন-ই, অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। অবশ্য সব ঋতুতে ত্বকে হায়ালুরনিক এসিডযুক্ত সিরাম ব্যবহার করা যেতে পারে। এটি সব ধরনের ত্বকের জন্য মানানসই। শুষ্ক ও স্বাভাবিক ত্বকের ক্ষেত্রে এর সঙ্গে আরও কিছু ময়েশ্চারাইজার উপাদান মেশাতে হবে। যাদের ত্বক অনেক শুষ্ক, তারা সিরামাইড, লিপিড ফ্যাটি এসিডযুক্ত ক্রিমি ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। 
প্রাকৃতিক উপাদানে রূপচর্চা
lত্বকের সৌন্দর্য বাড়াতে ঘরে বসেই রূপচর্চা করতে পারেন। এ জন্য শসা কুচি করে তা থেকে রস বের করে নিন। এর সঙ্গে এক চামচ চিনি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। এটি ত্বকে মেখে ১০ মিনিট রেখে ধুয়ে নিন। শসার রস ত্বককে সতেজ ও কোমল করবে। এর ব্যবহারে ত্বকের পোড়া ভাব দূর হবে। 
lএকটি টমেটো চটকে তার সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে নিন। এই প্যাক নিয়মিত ব্যবহারে ত্বকের দাগছোপ মিলিয়ে যাবে।
lচাইলে মসুর ডাল দিয়েও রূপচর্চা করতে পারেন। এ জন্য দুই চামচ মসুর ডাল সারারাত ভিজিয়ে রেখে পরদিন সকালে তা বেটে নিন। তার সঙ্গে অল্প দুধ ও আমন্ড তেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। এই প্যাক মুখে মেখে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে নিন। মসুর ডাল ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে কাজ করবে।  
lএকটি ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়েও ত্বকে লাগাতে পারেন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতেও ত্বক কোমল ও টানটান হবে। যাদের লেবুর রসে এলার্জি হয়, তারা এটি এড়িয়ে চলুন।
lযাদের ত্বক অনেক শুষ্ক তারা পাকা কলা বা পাকা পেঁপের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। এটি মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন।
lযাদের ত্বক তৈলাক্ত, তারা শসা, আপেল, কমলার রস ও টক দই একসঙ্গে মিশিয়ে নিন। এ মিশ্রণ মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। 
lসপ্তাহে একদিন ত্বক স্ক্রাব করা জরুরি। এ জন্য চিনি, লেবুর রস, অলিভ অয়েল ও চালের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে কিছুক্ষণ ত্বক ম্যাসাজ করে ধুয়ে নিন। 
বাড়তি টিপস 
ত্বক সতেজ ও সুন্দর রাখতে আর্দ্রতা রক্ষা করতে হবে। এ জন্য প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করতে হবে। মৌসুমি ফল ও সবজি বেশি করে খেতে হবে। ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার বাদ দিতে হবে। রাত না জেগে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। কেননা ঠিকভাবে না ঘুমালে ত্বকের কোলাজেন কমে যায়, ত্বকে বয়সের ছাপ পড়ে। v
মডেল: হৃদি; ছবি: আর্কাইভ

উৎস: Samakal

কীওয়ার্ড: র ব যবহ র করত ১০ ম ন ট এ জন য ধরন র বসন ত সমস য

এছাড়াও পড়ুন:

আবুধাবিতে ১২ বছর চেষ্টার পর লটারিতে গাড়ি জিতলেন বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের বছরের পর বছর ভাগ্য পরীক্ষার পর শেষমেশ লটারিতে বিলাসবহুল নতুন গাড়ি জিতছেন বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ রুবেল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। 

প্রতিবেদনে বলা হয়, আবুধাবিতে বসবাসকারী এই বাংলাদেশি বিগ টিকিট সিরিজের ২৮১তম ড্রয়ে জিতে নেন বিলাসবহুল ‘মাসেরাতি গ্রেকেল’ মডেলের গাড়িটি।

৩৫ বছর বয়সী মোহাম্মদ রুবেল গত দুই দশক ধরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীকে নিজের বাড়ি বলে মনে করেন। গত ১২ বছর ধরে তিনি বিগ টিকিটের জন্য ১২ জন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে অর্থ সংগ্রহ করে আসছেন এবং এর ফল অসাধারণভাবে এসেছে।

১২ বছর ধরে লটারিতে অংশ নেওয়া রুবেল স্বপ্নপূরণের মুহূর্তটি তুলে ধরে বলেন, “আসলে আমার বড় ভাই প্রথম অনলাইনে আমার নামটি দেখেছিলেন। তিনি মাত্র দুই দিন আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন। তাই, যখন তিনি ফোন করেছিলেন, আমি মোটেও এটা আশা করিনি। আমি প্রথমে তাকে বিশ্বাস করিনি, কিন্তু যখন আরো ফোন আসতে শুরু করে, তখন বুঝতে পারি যে এটি সত্য হতে হবে।”

রুবেল এখনও হতবাক হয়ে বলেন, “এই মুহূর্তটি বর্ণনা করার জন্য আমার কাছে কোনো শব্দ নেই। আমি ১২ বছর ধরে আমার ভাগ্য চেষ্টা করছি এবং অবশেষে এই অবিশ্বাস্য পুরস্কারের সাথে এটি ফলপ্রসূ হয়েছে।”

স্বপ্নের গাড়ি জেতা সত্ত্বেও, রুবেলের সামনে বাস্তব পরিকল্পনা রয়েছে। তিনি গাড়িটির পরিবর্তে নগদ অর্থ নিয়ে তা তার বন্ধুদের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

রুবেল বলেন, “আমি গাড়ির পরিবর্তে নগদ অর্থ নিয়ে তা আমাদের দলের মধ্যে ভাগ করে নেব।”

রুবেল জোর দিয়ে বলেন, এই জয় বিগ টিকিটের প্রতি তার বিশ্বাসকে আরো শক্তিশালী করেছে।

রুবেল আরো বলেন, “আমি বিগ টিকিট লটারি কেনা চালিয়ে যাব এবং অন্যদেরও একই কাজ করতে উৎসাহিত করব, কখনও কখনও একটি সিদ্ধান্ত একটি অবিস্মরণীয় মুহূর্ত ডেকে আনতে পারে।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • আবুধাবিতে ১২ বছর চেষ্টার পর লটারিতে গাড়ি জিতলেন বাংলাদেশি