লা রিভের ঈদ কালেকশন
মুভমেন্ট শিরোনামে ঈদের দারুণ একটি কালেকশন চালু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘লা রিভ’। ব্র্যান্ডটির এক্সক্লুসিভ লেভেল নার্গিসাসেও যুক্ত হয়েছে অভিজাত পার্টি পোশাকের নজরকাড়া সব ডিজাইন। পুরো পরিবারের সবার জন্য ম্যাচিং ফ্যামিলি কম্বো, বাবা-মা, মা-মেয়ের ম্যাচিং মিনি-মি ডিজাইন থেকে শুরু করে নারী, পুরুষ, টিনএজ, কিড ও নিউ বর্ন– সবার জন্যই ঈদের সবচেয়ে ট্রেন্ডি স্টাইল যোগ হয়েছে ঈদ কালেকশনে। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, “ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে, যখন তা পরিবার ও প্রিয়জনের সঙ্গে শেয়ার করা হয়। এই ঈদে পরিবার ও প্রিয় সম্পর্কের সঙ্গে যুক্ত থাকতে আপনার সব পদক্ষেপে ইতিবাচকতা যোগ করবে লা রিভের ঈদ কালেকশন ২০২৫। লা রিভ ঈদ কালেকশন এরই মধ্যে পৌঁছে গেছে ঢাকাসহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও সিলেটের সব স্টোরে। ঘরে বসেই ঈদ শপিং করতে ভিজিট করুন লা রিভের অনলাইন পোর্টালে অথবা ডাউনলোড করুন লা রিভ অ্যাপ। এ ছাড়া মেসেঞ্জারেও অর্ডার করতে পারেন।
নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
দেশের ৩০০ নারী উদ্যোক্তা এশিয়ান ব্রাইডাল মাস্টার ক্লাসে প্রশিক্ষণ নিয়েছেন। সম্প্রতি রাজধানীর বারিধারায় ইন্ট্রাকো কনভেনশন হলে জমকালো এক আয়োজনের মাধ্যমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ক্লাসটি শুরু হয় বেলা সাড়ে ১১টায়। এরপর ধারাবাহিকভাবে সারা দিন ধরে চলতে থাকে। ক্লাসে ছিল এশিয়ান ব্রাইডাল লুক এবং ১৫টির বেশি হেয়ার স্টাইল, প্রোডাক্ট সম্পর্কে ধারণা। এবারের ব্রাইডাল ক্লাসের মূল আকর্ষণ ছিল নারীর মধ্যকার সুপ্ত উদ্যোক্তা বের করে আনা। এই ক্লাসে ঢাকা ছাড়াও দিনাজপুর, ফরিদপুর, নরসিংদী, কুমিল্লা, চট্টগ্রাম থেকে অনেক উদ্যোক্তা যুক্ত হয়েছেন। আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট নাদিয়া আফরোজ অংশ নেওয়াদের প্রশিক্ষণ দেন। সন্ধ্যায় তাদের সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
টুয়েলভ ক্লদিংয়ের ঈদ কালেকশন
ঈদের কালেকশনে টুয়েলভ ক্লদিং সবসময়ই ঋতুবৈচিত্র্যের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। এথনিক এবং ওয়েস্টার্ন– এই দুটি ভাগে নতুনত্ব এনে তারা সাজিয়েছে তাদের ঈদ কালেকশন। এবারের টুয়েলভের পোশাকের ডিজাইনের মাঝে একটু রাজকীয় স্টাইলিশ ঢংয়ের ছোঁয়া দেখতে পাওয়া যায়। এথনিকে মেন্স কালেকশন, ওমেন্স কালেকশন, কিডস বয়েজ আর কিডস গার্লস– সব ক্যাটেগরি নিয়ে কাজ করা হয়েছে। টুয়েলভের ঈদ এথনিক কালেকশনে মেয়েদের সেলোয়ার কামিজ, কুর্তির পাশাপাশি ছেলেদের পাঞ্জাবির বিশাল সমাহারের পাশাপাশি কোটি, পাজামা, ছোট ছেলেদের পাঞ্জাবি, ছোট মেয়েদের ফ্রক, টু পিস, সেলোয়ার কামিজের একটা ভালো রেঞ্জ পাওয়া যাবে। এবার ঈদে অন্যতম একটি আকর্ষণ হলো টুয়েলভের কম্বো প্যাকেজের কালেকশন। যেখানে মা-মেয়ে কিংবা বাবা-ছেলের জন্য একই ধরনের কাপড় নিয়ে এসেছে টুয়েলভ। পরিবারের কাছের মানুষের সঙ্গে একই রকমের কাপড় পরে ঈদের আনন্দ সবার মাঝে দ্বিগুণ হারে বিলিয়ে দিতে বেছে নিতে পারেন এবার টুয়েলভের ঈদ কালেকশনের কম্বো প্যাকেজগুলো।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দমদমিয়া আলোর পাঠশালায় গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন ইউএনও
দুপুরবেলা বিদ্যালয়ে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এরপর শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপে মেতে ওঠেন তিনি। শিক্ষার্থীদের শিক্ষামূলক নানা প্রশ্নোত্তরে জমে ওঠে সেই আলাপ। গতকাল রোববার কক্সবাজারের টেকনাফের হ্নীলার দমদমিয়া আলোর পাঠশালায় দেখা যায় এমন চিত্র।
গতকাল দুপুরে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়টি পরিদর্শনে যান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তাঁর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবীবুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় তাঁদের অভ্যর্থনা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ কান্তি কানু, সহকারী শিক্ষক মোহাম্মদ জুনায়েদ, সৈয়দ নুর, আমানুল্লাহ, রবিউল আলম প্রমুখ।
পরিদর্শনকালে বিদ্যালয়ের মাঠ, বিদ্যমান ভবন, নির্মাণাধীন একটি ভবন ঘুরে দেখেন শেখ এহসান উদ্দিন। এ সময় শিক্ষার্থীদের জন্য খেলার সরঞ্জাম এবং বিদ্যালয়ের জন্য অনুদানের আশ্বাস দেন তিনি।
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে নাফ নদীর তীর–সংলগ্ন দমদমিয়ার গরিব শিক্ষার্থীদের জন্য ২০২০ সাল থেকে আলোর পাঠশালাটি পরিচালনা করে আসছে প্রথম আলো ট্রাস্ট। বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৫০ জনের মতো।
বিদ্যালয়টি পরিদর্শনের সময় ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দমদমিয়া আলোর পাঠশালা। প্রথম আলো ট্রাস্টের এমন উদ্যোগ প্রশংসনীয়।