বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার মুশফিকুর রহিমকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টির পর সম্প্রতি ওয়ানডে থেকেও অবসর নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল দেখে পাকিস্তান সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। পরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাই লিগের উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুশফিককে সংবর্ধনার পরিকল্পনার কথা জানান তিনি।

এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘মুশফিক বাংলাদেশের ক্রিকেটের অন্যতম কিংবদন্তি। দীর্ঘ ১৯ বছর ধরে তিনি দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে গেছেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে ২০০৭ বিশ্বকাপসহ বিভিন্ন সময়ে তিনি দারুণ ভূমিকা রেখেছেন। তার অর্জনগুলো আমরা স্মরণ করছি এবং বিসিবি থেকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করবো।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ