বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার মুশফিকুর রহিমকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টির পর সম্প্রতি ওয়ানডে থেকেও অবসর নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল দেখে পাকিস্তান সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। পরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাই লিগের উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুশফিককে সংবর্ধনার পরিকল্পনার কথা জানান তিনি।

এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘মুশফিক বাংলাদেশের ক্রিকেটের অন্যতম কিংবদন্তি। দীর্ঘ ১৯ বছর ধরে তিনি দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে গেছেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে ২০০৭ বিশ্বকাপসহ বিভিন্ন সময়ে তিনি দারুণ ভূমিকা রেখেছেন। তার অর্জনগুলো আমরা স্মরণ করছি এবং বিসিবি থেকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করবো।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শত্রুঘ্ন–মমতা–সৌরভ এক মঞ্চে

চলচ্চিত্রপ্রেমীদের জন্য এবারও কলকাতা পরিণত হয়েছে সিনেমার শহরে—এক উৎসবের নগরে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় ধনধান্য অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বালন করে উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা, পরিচালক রমেশ সিপ্পি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও বর্ষীয়ান সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়।

উদ্বোধনী মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেন দুই বরেণ্য শিল্পী—শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়কে। এরপর প্রদর্শিত হয় উৎসবের উদ্বোধনী ছবি—উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত ক্লাসিক চলচ্চিত্র ‘সপ্তপদী’।
এ বছর উৎসবের আয়োজন কিছুটা সংযত হলেও গাম্ভীর্য ও ঐতিহ্যে ছিল পূর্ণ। বলিউডের বড় তারকাদের উপস্থিতি না থাকলেও দেশ–বিদেশের সিনেমাপ্রেমী, চলচ্চিত্রকার ও বিশিষ্ট ব্যক্তিদের ভিড়ে জমে ওঠে অনুষ্ঠানস্থল। উৎসবের আমেজ ছিল স্পষ্ট।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধনধান্য অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বালন করে উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা, পরিচালক রমেশ সিপ্পি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত নিবন্ধ