গাজীপুরের শ্রীপুরে একটি ইন্টারলাইনিং কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতদল সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদেরকে বেঁধে ৩০ লক্ষাধিক টাকার ক্যাবল ও বৈদ্যুতিক যন্ত্রপাতি লুট করেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের বেকাসহরা এলাকায় ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেড কারখানায় এ ডাকাতি হয়।
কারখানার ব্যবস্থাপক (সাপ্লাই চেইন অ্যান্ড ওয়্যারহাউস) মিজানুর রহমান জানিয়েছেন, ৯ থেকে ১০ জনের ডাকাতদল সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকে। তারা ভেতরে দায়িত্বে থাকা তিন নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে কারখানার ইউটিলিটি ভবনের দুটি দরজার তালা ভেঙে অন্তত ৬৫০ মিটার ৩০০ আরএম কেবল, ওয়েল্ডিং মেশিন ও বৈদ্যুতিক যন্ত্রপাতি পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ন-১৯-৭৪৭৮) ভর্তি করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছার আগেই ডাকাতদল পালিয়ে যায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেছেন, ডাকাতির পরপরই পুলিশ ঘটনাস্থল পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। আশা করছি, খুব শিগগিরই লুণ্ঠিত মাল উদ্ধার ও ডাকাতদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।
ঢাকা/রফিক সরকার/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চবিতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-কার সেবা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ইলেকট্রিক কার (ই-কার)। আগামী ১৩, ১৪ ও ১৫ মে এই তিন দিন ক্যাম্পাসে চারটি ই-কার পরীক্ষামূলকভাবে চলবে।
বৃহস্পতিবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
তিনি বলেন, “পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে আগামী জুন মাস থেকে ২০টি ই-কার নিয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হবে।”
আরো পড়ুন:
সমাবর্তন ঘিরে চবিতে নিরাপত্তা জোরদার, পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ
চবিতে বৈধভাবে বরাদ্দ পেয়েও আসন স্থগিত, হলগেটে শিক্ষার্থীদের অবস্থান
তিনি আরও বলেন, “ই-কার সেবার ভাড়ার পরিসীমা নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা থেকে সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত।”
ঢাকা/মিজান/মেহেদী