চাষাড়ায় পঞ্চায়েত নেতৃবৃন্দকে মাদক ব্যবসায়ীদের হুমকী, প্রতিবাদে সড়ক অবরোধ
Published: 14th, August 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী ক্যাম্পেইন করায় পঞ্চায়েত পরিষদের সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দকে হুমকী দিয়েছে মাদক ব্যবসায়ী ও তাদের দোসররা। বুধবার রাতে মাদক ব্যবসায়ীরা পঞ্চায়েতের সেক্রেটারির বাসভবনের নিচে গিয়ে পঞ্চায়েতের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও দেখে নেয়ার হুমকী দেয়৷ খবর পেয়ে বাগে জান্নাত এলাকাবাসী জড়ো হয়ে নবাব সলিমুল্লাহ সড়ক অবরোধ করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিশনপাড়া এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে। এরপর প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
জানা গেছে, গত কয়েক মাস ধরে শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লার মাউন্ট রয়েল স্কুল, শিশুকল্যাণ স্কুল, শ্রম কল্যাণ কেন্দ্র এবং বাগে জান্নাত মিশনপাড়া সংযোগ সড়কে বহিরাগতরা এসে মাদক বিক্রি করছে। পাশাপাশি এলাকায় বহিরাগত কিশোর গ্যাংয়ের সদস্যদের আড্ডা ও এলাকায় চুরি ছিনতাইসহ নানাবিধ অপরাধ সংঘটিত হয়ে আসছিল। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও অপরাধীদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে এশার নামাজের পরে চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সদস্যরা জড়ো হয়ে এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইন করে। এসময় তারা যেসব স্পটে বহিরাগত মাদক ব্যবসায়ী ও সেবনকারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও ছিচকে চোরদের আনাগোনা সেসব স্থানে গিয়ে মহড়া দেয় এবং ভুক্তভোগী এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাংদের বিরুদ্ধে লাঠি বাশি নিয়ে প্রতিরোধ গড়ার আহবান জানান। মাদক সন্ত্রাস বিরোধী ক্যাম্পইনে চাষাঢ়া পঞ্চায়েত পরিষদের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন অত্র পঞ্চায়েতের সহসভাপতি হাজী সামছুল হক বাচ্চু, যুগ্ম সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, কার্যকরী সদস্য ভবানী শংকর রায়, বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, রহমত উল্লাহ লিটন, কাজী সালাউদ্দিন টিপু, আনিসুর রহমান, হাফেজ মোক্তার হোসেন, কাজী মাহফুজুর রহমান শোয়েব, আবুল কালাম, মোশারফ হোসেন রনি, সোহাগ হোসেনসহ আরো অনেকে।
এদিকে মাদক সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইন করায় ক্ষিপ্ত হয়ে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মাদক ব্যবসায়ী ও তাদের দোসররা পঞ্চায়েতের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদের বাসভবনের নিচে গিয়ে পঞ্চায়েতের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, কার্যকরী সদস্য হাফেজ মোক্তার হোসেনসহ পঞ্চায়েত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগালসহ তাদেরকে দেখে নেয়ার হুমকী দেয়। এসময় মাদক ব্যবসায়ীরা পঞ্চায়েত সেক্রেটারির বাসভবন ও আশেপাশের বাসভবনের ফটকে লাথি ও ঢিল নিক্ষেপ করে আতংক সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে পঞ্চায়েতের সদস্যরা সেক্রেটারির বাসার দিকে যেতে থাকলে মাদক ব্যবসায়ী ও তাদের দোসররা সটকে পড়ে।
এদিকে পঞ্চায়েতের সেক্রেটারিসহ নেতৃবৃন্দকে হুমকী ও বাসভবনে হামলার প্রতিবাদে রাত ১১ টার দিকে বাগে জান্নাত মহল্লার সম্মুখস্থ নবাব সলিমুল্লাহ সড়ক অবরোধ করে বাগে জান্নাত মহল্লাবাসী। এসময় তারা সড়কে বিক্ষোভ মিছিল বের করে মিশনপাড়া মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। বিক্ষুব্ধরা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। সড়ক অবরোধের খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের এসআই রক্তিমের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়।
চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েতের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ জানান, সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা এর আগেও একাধিবার আন্দোলন করেছি। মিশনপাড়া চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েতসহ ৪ টি পঞ্চায়েত সম্মিলিতভাবে সদর ওসির নেতৃত্বে মাদক সন্ত্রাস বিরোধী মিছিল করেছি। মাদক ব্যবসায়ী সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ আছি। কোন ধরনের হুমকী ধমকীতে আমরা ভীত নই।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সড়ক ন র য়ণগঞ জ জ ন ন ত মহল ল সড়ক অবর ধ র ব সভবন এল ক ব স ম শনপ ড় সদস য
এছাড়াও পড়ুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের ফটকে তালা দিলেন ছাত্রদলের সাবেক নেতা
হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু করার অভিযোগ তুলে উপাচার্যের বাসভবনের ফটকে তালা দিয়েছেন ছাত্রদলের সাবেক এক নেতা। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। আধা ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দলের সদস্যরা গেটের তালা খুলে দেন।
বাসভবনে তালা দিয়েছেন বুলবুল রহমান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উর্দু বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুলবুল রহমানের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন হাইকোর্টের আদেশ অমান্য করে ২০২৫ সালের নতুন সার্কুলারে উর্দু বিভাগে ৩ জন নিয়োগের কথা উল্লেখ করে ৬ জনকে নিয়োগ দেওয়ার কার্যক্রম চলমান রেখেছে। সোমবার সিন্ডিকেট সভায় সেই নতুন নিয়োগকে অনুমোদন দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে তিনি উপাচার্য ভবনের ফটকে তালা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
ছাত্রদল নেতা বুলবুল রহমান বলেন, ‘উর্দু বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে তিনজনের কথা বলা হলেও লিখিত পরীক্ষায় ছয়জনকে উত্তীর্ণ করে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ২০২৩ সালের বিজ্ঞপ্তিটিই ২০২৫ সালে পুনরায় প্রকাশ করা হয়েছে এবং বিভাগে কোনো পদ শূন্য নেই। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে ফোনে কথা বলেছিলাম। তিনি বিষয়টিকে গোপনীয় বলে এড়িয়ে যান। এর প্রতিবাদেই উপাচার্যের বাসভবনে তালা দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ২০২৩ এবং ২০২৫ সালের পৃথক দুটি বিজ্ঞপ্তির ভিত্তিতে ছয়জনকে নিয়োগ দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেছে। উপাচার্য বাসভবনে সোমবার সিন্ডিকেট সভা বসবে। সেখানে বেশ কিছু বিভাগের শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হবে। সেই সভাকে বাধা দেওয়ার জন্য তিনি (বুলবুল রহমান) উপাচার্যের বাসভবনে তালা মেরেছেন। একজন সাবেক শিক্ষার্থী হিসেবে তাঁর এ ধরনের কাজ করা মোটেও সমীচীন হয়নি।’
উল্লেখ্য, গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভা শুরু হয়। কয়েকটি বিভাগের শিক্ষক নিয়োগ চূড়ান্তভাবে অনুমোদন দেওয়ার কথা রয়েছে।