আবার পর্দায় ফুলন দেবীর গল্প, বদল মানতে পারছেন না পরিচালক
Published: 20th, March 2025 GMT
‘দস্যু রানি’ নামেই তিনি বেশি পরিচিত। ১৯৬৩ সালে মাল্লা বর্ণের এক পরিবারে তাঁর জন্ম। নানা অবিচারের শিকার হয়ে বাধ্য হয়ে ‘ডাকু’ জীবন গ্রহণ করতে হয় তাঁকে। তিনি ফুলন দেবী। ভারতের উত্তর প্রদেশের বেহমাইগাঁও গ্রামে ধর্ষণের শিকার হন, ১৯৮১ সালে সেই গ্রামের ২২ জনকে ডাকাতেরা হত্যা করে। হত্যার জন্য ফুলনকে অভিযুক্ত করা হয়। ২০ বছরেরও কম বয়সের প্রায় নিরক্ষর এক তরুণী হয়েও তিনি ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। তাঁর অবিশ্বাস্য জীবন নিয়ে ‘ব্যান্ডিট কুইন’ সিনেমাটি বানান ভারতের অন্যতম সেরা নির্মাতা শেখর কাপুর। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। এর পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ব্যান্ডিট কুইট’কে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র মনে করা হয়। সিনেমাটি শেখর বানিয়েছিলেন মালা সেনের লেখা ‘ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন: দ্য ট্রু স্টোরি অব ফুলন দেবী’ বই অবলম্বনে। সিনেমায় ফুলন দেবীর চরিত্রে অভিনয় করেন সীমা বিশ্বাস।
১৯৯৪ সালে কান উৎসবে অংশ নেওয়া সিনেমাটি সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়ায়। তবে সিনেমাটি নিয়ে বিতর্কও কম হয়নি।
‘ব্যান্ডিট কুইন’ সিনেমার পোস্টার। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শত্রুঘ্ন–মমতা–সৌরভ এক মঞ্চে
চলচ্চিত্রপ্রেমীদের জন্য এবারও কলকাতা পরিণত হয়েছে সিনেমার শহরে—এক উৎসবের নগরে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় ধনধান্য অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বালন করে উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা, পরিচালক রমেশ সিপ্পি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও বর্ষীয়ান সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়।
উদ্বোধনী মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেন দুই বরেণ্য শিল্পী—শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়কে। এরপর প্রদর্শিত হয় উৎসবের উদ্বোধনী ছবি—উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত ক্লাসিক চলচ্চিত্র ‘সপ্তপদী’।
এ বছর উৎসবের আয়োজন কিছুটা সংযত হলেও গাম্ভীর্য ও ঐতিহ্যে ছিল পূর্ণ। বলিউডের বড় তারকাদের উপস্থিতি না থাকলেও দেশ–বিদেশের সিনেমাপ্রেমী, চলচ্চিত্রকার ও বিশিষ্ট ব্যক্তিদের ভিড়ে জমে ওঠে অনুষ্ঠানস্থল। উৎসবের আমেজ ছিল স্পষ্ট।