আবার পর্দায় ফুলন দেবীর গল্প, বদল মানতে পারছেন না পরিচালক
Published: 20th, March 2025 GMT
‘দস্যু রানি’ নামেই তিনি বেশি পরিচিত। ১৯৬৩ সালে মাল্লা বর্ণের এক পরিবারে তাঁর জন্ম। নানা অবিচারের শিকার হয়ে বাধ্য হয়ে ‘ডাকু’ জীবন গ্রহণ করতে হয় তাঁকে। তিনি ফুলন দেবী। ভারতের উত্তর প্রদেশের বেহমাইগাঁও গ্রামে ধর্ষণের শিকার হন, ১৯৮১ সালে সেই গ্রামের ২২ জনকে ডাকাতেরা হত্যা করে। হত্যার জন্য ফুলনকে অভিযুক্ত করা হয়। ২০ বছরেরও কম বয়সের প্রায় নিরক্ষর এক তরুণী হয়েও তিনি ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। তাঁর অবিশ্বাস্য জীবন নিয়ে ‘ব্যান্ডিট কুইন’ সিনেমাটি বানান ভারতের অন্যতম সেরা নির্মাতা শেখর কাপুর। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। এর পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ব্যান্ডিট কুইট’কে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র মনে করা হয়। সিনেমাটি শেখর বানিয়েছিলেন মালা সেনের লেখা ‘ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন: দ্য ট্রু স্টোরি অব ফুলন দেবী’ বই অবলম্বনে। সিনেমায় ফুলন দেবীর চরিত্রে অভিনয় করেন সীমা বিশ্বাস।
১৯৯৪ সালে কান উৎসবে অংশ নেওয়া সিনেমাটি সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়ায়। তবে সিনেমাটি নিয়ে বিতর্কও কম হয়নি।
‘ব্যান্ডিট কুইন’ সিনেমার পোস্টার। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গুচ্ছ ভর্তির বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ
গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় বিশেষ চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া ৯ আগস্ট (৯/৮/২০২৫) হতে ১০ আগস্টের (১০/০৮/২০২৫) মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/) এবং স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।প্রাথমিক ভর্তি ফি প্রদান: ৮ আগস্ট (৮/০৮/২০২৫) দুপুর ১২ টা থেকে (৯/০৮/২০২৫) রাত ১১:৫৯ টা পর্যন্ত ভর্তি ফি প্রদান করতে হবে শিক্ষার্থীদের।মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি: ১০/০৮/২০২৫ সকাল ১০টা হতে বিকাল ৩ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র GST গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য ভর্তি ফি জমা দেওয়াসহ যাবতীয় প্রক্রিয়া অনুসরন করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। পরবর্তীতে GST-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।