একাত্তরে অর্জিত স্বাধীনতা রক্ষার যে লড়াই তার অন্যতম ধাপ ছিল চব্বিশ- এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, একাত্তরে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার লড়াইয়ের অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা তা অর্জন করেছি। বাংলাদেশের এই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। স্বাধীন ভূখণ্ডে আর কখনোই কেউ পরাধীনতা বোধ করবে না।

আজ বুধবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ১৯৭১ সাল একটি স্বাধীন দেশের জন্ম দিয়েছে। আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা মনে করি, ২০২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার যে কনসেপ্ট, তা বিগত ১৬ বছরে নষ্ট করা হয়েছে। আমরা মনে করি, দেশের প্রতিটি নাগরিক যতক্ষণ না মনে করবে- সে স্বাধীন, তার বাক-স্বাধীনতা আছে, ততক্ষণ পর্যন্ত ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। চব্বিশ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ব ধ নত গণঅভ য ত থ ন স ব ধ নত

এছাড়াও পড়ুন:

গুচ্ছ ভর্তির বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় বিশেষ চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া ৯ আগস্ট (৯/৮/২০২৫) হতে ১০ আগস্টের (১০/০৮/২০২৫) মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/) এবং স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।

প্রাথমিক ভর্তি ফি প্রদান: ৮ আগস্ট (৮/০৮/২০২৫) দুপুর ১২ টা থেকে (৯/০৮/২০২৫) রাত ১১:৫৯ টা পর্যন্ত ভর্তি ফি প্রদান করতে হবে শিক্ষার্থীদের।
মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি: ১০/০৮/২০২৫ সকাল ১০টা হতে বিকাল ৩ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র GST গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য ভর্তি ফি জমা দেওয়াসহ যাবতীয় প্রক্রিয়া অনুসরন করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। পরবর্তীতে GST-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।

সম্পর্কিত নিবন্ধ