ক্রিকেটে মাদক কেলেঙ্কারি : ওয়ার্ন থেকে রাবাদা
Published: 5th, May 2025 GMT
চোখে তাঁর এখনও কিশোর বয়সের ছাপ, মাঠে বল হাতে আগ্রাসন থাকলেও সেলিব্রেশনে কখনও তাঁকে উগ্র হতে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকার সেই পেসার কাগিসো রাবাদা এবার জড়িয়ে পড়েছেন মাদক কেলেঙ্কারিতে। ক্রিকেটে ‘ডোপ টেস্ট’ চালু হওয়ার পর এখন পর্যন্ত ৪৪ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। যাদের কেউ কেউ শক্তি বাড়াতে গিয়ে আবার কেউ কেউ ব্যথা কমাতে গিয়ে নিষিদ্ধ ওষুধ নিয়েছেন। তবে শুধু বিনোদন বা রিফ্রেশের কারণে মাদক গ্রহণের ঘটনা খুব বেশি নেই।
অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের নাম জড়িয়েছিল কোকেন সেবনের দায়ে, পাকিস্তানের শোয়েব আকতার ও মোহাম্মদ আসিফ নিষিদ্ধ হয়েছিলেন মাদক গ্রহণের কারণে। এমন বহু প্রতিভা সময়ের আগে শেষ হয়েছে শুধু এই কেলেঙ্কারি মাথায় নিয়ে। তবে তাদের মধ্যে অনেকেই শুধরে নিয়ে আবার মাঠে ফিরতে পেরেছেন। তাদের মতো রাবাদাও কি পারবেন মাদকের কালোছায়া কাটিয়ে মাঠে ফিরতে?
‘আমি ভুল করেছি, দুঃখ প্রকাশ করছি সমর্থকদের কাছে। ক্রিকেট আমার কাছে শুধু একটি খেলাই নয়, বরং এটা আমার জীবনের বড় একটা সুযোগ ও সম্মান। আমি মাঠে ফেরার অপেক্ষায় থাকব।’ আপাতত সাময়িক নিষেধাজ্ঞায় থাকলেও রাবাদা এখনও জানেন না তাঁর শাস্তি কত মাস বা কত বছর হতে পারে। আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার মাদকবিরোধী সংস্থা রাবাদার শাস্তির মেয়াদ জানাতে পারে।
ক্রিকেটে প্রথম মাদক কেলেঙ্কারির ঘটনা সামনে আসে ১৯৮৭ সালের মে মাসে। যখন গাজা সেবনের কারণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল ইয়ান বোথামের ওপর। সেই ঘটনা আলোড়ন তোলে ক্রিকেটবিশ্বে। নব্বইয়ের দশকে কোকেন গ্রহণ করে ২২ মাস নিষিদ্ধ হয়েছিলেন সাবেক ইংলিশ পেসার ইয়ান স্মিথ। মাঝে বেশ কয়েক বছর এই ধরনের ঘটনা শিরোনামে আসেনি। এরপর ২০০৩ সালে শেন ওয়ার্নের মাদক কেলেঙ্কারি ট্যাবলয়েডগুলোর বাজার গরম করে দেয়। অস্ট্রেলিয়ার সাবেক এই লেগ স্পিনার কোকেন সেবনের দায়ে বিশ্বকাপের মাঝপথ থেকেই ফিরে আসেন। নিষিদ্ধ হন এক বছর। এর আগে সিগারেট, অ্যালকোহল, নাইট পার্টিসহ বিভিন্ন ব্যাপারে নাম জড়িয়ে যায় তাঁর। তারকা এই লেগস্পিনারকে ‘হলিউড’ ডাকনাম দেয় ব্রিটিশ মিডিয়া। যদিও শেষ দিকে রিহ্যাব করে মাদক থেকে মুক্ত হতে পেরেছিলেন ওয়ার্ন।
অস্ট্রেলিয়ান এ তারকার পর ২০০৬ সালে দুই পাকিস্তান ক্রিকেটারের নাম চলে আসে ডোপিং কেলেঙ্কারিতে। শোয়েব আকতার ও মোহাম্মদ আসিফ শক্তিবর্ধনের জন্য নেন নিষিদ্ধ ন্যানড্রনিল স্টেরয়েড। মূত্র পরীক্ষায় তা ধরা পড়লে শোয়েব দুই বছর আর আসিফ এক বছরের জন্য নিষিদ্ধ হন ক্রিকেটে। তারপর অবশ্য শোয়েব সুস্থ জীবনে ফিরতে পেরেছিলেন। কিন্তু আসিফ আবার জড়িয়ে যান মাদকের সঙ্গে। সর্বশেষ ২০১৭ সালে দুবাই বিমানবন্দরে মাদকসহ ধরা পড়েন তিনি। নিউজিল্যান্ড ক্রিকেটে গত বছরের এপ্রিলে এমন একটা কেলেঙ্কারির খবর সামনে আসে। কোকেন সেবনের দায়ে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয় ডগ ব্রেসওয়েলকে। সেই তালিকায় সর্বশেষ নাম এবার কাগিসো রাবাদা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স বন র
এছাড়াও পড়ুন:
ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে বার্সার জন্য সুখবর
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগের আগে কিছুটা দুশ্চিন্তায় ছিল দলটি। কারণ, ইনজুরিতে পড়েছেন তাদের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার জুলেস কুন্ডে। তবে সেই দুশ্চিন্তার মাঝে আশার আলো দেখিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
দীর্ঘদিন পর দলের নিয়মিত গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান ফিরছেন মাঠে। হাঁটুর ইনজুরির কারণে গত সেপ্টেম্বর থেকে বাইরে থাকা এই জার্মান গোলরক্ষক লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন ফ্লিক। এরই ধারাবাহিকতায় তিনি চ্যাম্পিয়নস লিগে ইন্টারের বিপক্ষেও মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে।
কোচ ফ্লিক বলেন, “মার্ক ফিরছে। সে খুব ভালো অবস্থায় আছে। অনুশীলনে তার পারফরম্যান্স দারুণ। এখন আমাদের দ্বিতীয় লেগের জন্য প্রস্তুতি নিতে হবে।”
আরো পড়ুন:
রোনালদোর দল লা লিগা থেকে অবনমিত
বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল রিয়াল
এদিকে বার্সা কিছুটা ঘুরিয়ে-ফিরিয়ে দল সাজাবে ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে। তবে প্রতিপক্ষ দ্বিতীয় বিভাগে নেমে গেলেও, ম্যাচটি হালকাভাবে নিচ্ছেন না ফ্লিক। তিনি বলেন, “লা লিগা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা। এটা সত্যিকারের পরিশ্রমের ফল। ভায়াদোলিদ এখনো লা লিগার দল। তাদের যথাযথ সম্মান জানিয়ে আমরা মনোযোগ ধরে রাখছি। এমন ম্যাচেই লিগ শিরোপা হাতছাড়া হয়ে যেতে পারে।”
এই মুহূর্তে বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে, রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে। আগামী রোববার ( ১১ মে) এল ক্লাসিকো। তার আগে পাঁচ ম্যাচ বাকি থাকায় ফ্লিক শিরোপা দৌড়ে সামান্য ভুলেরও সুযোগ রাখতে চান না।
তবে কিছু ইনজুরি সমস্যা এখনও বার্সার চিন্তার কারণ। আলেহান্দ্রো বালদে, রবার্ট লেভানডভস্কি ও মার্ক কাসাদো এখনও মাঠে ফিরতে পারেননি। তবে তারা ইন্টারের বিপক্ষে ফিরতি লেগে খেলার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
ঢাকা/আমিনুল