জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে চতুর্থ সংগীত উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বুধবার বিজ্ঞান অনুষদের মাঠে এ উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘২০২৪ সালের জুলাই-পরবর্তী সময়ে দেশে যে মুক্ত ও সৃজনশীল পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে, তারই ধারাবাহিকতায় এ উৎসবের মাধ্যমে আমরা আমাদের সমৃদ্ধ দেশি সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে পারব বলে আমি বিশ্বাস করি। সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি জাতির প্রেরণার উৎস। মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই বিপ্লবে সংগীতের শক্তিই আমাদের উদ্বুদ্ধ ও ঐক্যবদ্ধ করেছে।’

উপাচার্য আরও বলেন, ‘আজ আমরা প্রত্যাশা মজুমদারকে স্মরণ করছি। এমন সম্ভাবনাময় প্রাণের অকালপ্রয়াণ আমাদের গভীরভাবে ব্যথিত করে। এ ঘটনা শিক্ষা দেয় যে আমাদের মানবিক হতে হবে। কিন্তু আবেগের বশবর্তী হয়ে যেন অন্ধকার পথে পা না বাড়াই।’

গত ২৯ এপ্রিল আত্মহত্যা করেছেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী প্রত্যাশা মজুমদার। তাঁকে উৎসর্গ করে এবারের সংগীত উৎসব আয়োজন করা হয়েছে।

উৎসবের প্রথম অধিবেশন শুরু হয় সকাল ১০টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চ্যুয়াল ক্লাসরুমে। সেখানে ‘সার্বিক স্বরূপ সমীক্ষণ: সংগীত ও সংবিৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

উৎসবের দ্বিতীয় অধিবেশন বেলা তিনটায় বিজ্ঞান অনুষদের মাঠে অনুষ্ঠিত হয়। উৎসবে শিল্পী শাহীন সামাদকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

উৎসবের তৃতীয় অধিবেশনে বিকেল চারটা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন। সভাপতিত্ব করেন চতুর্থ সংগীত উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও সংগীত বিভাগের চেয়ারম্যান ড.

ঝুমুর আহমেদ। সঞ্চালনা করেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স গ ত উৎসব ষ ঠ ত হয় উৎসব র অন ষ ঠ আম দ র

এছাড়াও পড়ুন:

জিয়াংসুতে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনায় বর্ণাঢ্য উৎসব

চীনের জিয়াংসু প্রদেশে অধ্যয়নরত নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জিয়াংসু ইন্টারন্যাশনাল কালচারাল এক্সচেঞ্জ সেন্টারের আয়োজনে এক বর্ণাঢ্য নবীনবরণ ও অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে নানজিং শহরের অন্যতম দর্শনীয় স্থান সুয়ান উ লেক পার্কে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ, রাশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, মালয়েশিয়া, মরক্কোসহ ১০টিরও বেশি দেশের প্রায় দুই শতাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

চীনে প্রতিবছর সেপ্টেম্বর মাসে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। বিশেষ করে জিয়াংসু প্রদেশ শিক্ষার মান, আধুনিক গবেষণাগার, প্রযুক্তিসমৃদ্ধ বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব পরিবেশের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছে। এখানকার অনেক বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে এবং প্রকৌশল, চিকিৎসা, ব্যবসায় শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশবিদ্যা ও মানবিক বিজ্ঞানের মতো বিভিন্ন ক্ষেত্রে মানসম্মত শিক্ষা প্রদান করছে। ফলে প্রতিবছর হাজারো বিদেশি শিক্ষার্থী জিয়াংসুতে এসে পড়াশোনার পাশাপাশি ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে।

জিয়াংসু প্রদেশে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নবীনবরণ ও অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশ, রাশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, মালয়েশিয়া, মরক্কোসহ ১০টিরও বেশি দেশের প্রায় দুই শতাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন

সম্পর্কিত নিবন্ধ

  • ভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িকতায় জবিতে মহালয়া উৎসব
  • ধর্মের মর্মবাণী মানব কল্যাণ, শান্তি ও দেশপ্রেম: নৌপরিবহন উপদেষ্টা
  • জিয়াংসুতে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনায় বর্ণাঢ্য উৎসব
  • ছয় ম্যাচে ছয় জয় রিয়ালের, বার্নাব্যুতে উৎসব হলো অন্য কারণেও
  • ক্ষুদ্র জাতিসত্তাগুলোর ভাদ্রোৎসব ‘কারাম’
  • সরকারের নীরবতার কারণেই সংখ্যালঘুদের ওপর বারবার আক্রমণ হচ্ছে
  • গরিবের কাছে স্বপ্নের মতো একটুকরো ইলিশ
  • মনিকার প্রেম ভাঙল
  • বিজ্ঞানকে জয়ের সংকল্পে বরিশালে চলছে বিজ্ঞান উৎসব
  • নানা আয়োজনে দিনভর উৎসবের আমেজ