ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১১ মে) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। এ সময় অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সকালে লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ৯৯.

৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০২ পয়েন্টে। শরিয়া ডিএসইএস সূচক ২৬.২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪ পয়েন্টে ও ডিএসই৩০ সূচক ২৭.০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২০ পয়েন্ট অবস্থান করছে।

এ সময়ে ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭৭টির, কমেছে ১০টির ও অপরিবর্তীত আছে ৭টির। আলোচ্য সময়ে ডিএসইতে ৩৬৬ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৬০.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩৬৬ পয়েন্টে। সার্বিক সিএএসপিআই সূচক ১১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭০৩ পয়েন্ট, শরিয়া সিএসআই সূচক ৭.৩৬ পয়েন্ট বেড়ে ৮৮৩ পয়েন্টে ও সিএসই৩০ সূচক ১০৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৭২ পয়েন্ট অবস্থান করছে।

এ সময়ে সিএসইতে ১৮৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৪৫টির ও অপরিবর্তীত আছে ১৫টির। আলোচ্য সময়ে সিএসইতে ২১ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবস থ ন করছ

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারে বড় পতনে সপ্তাহ শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১২ অক্টোবর) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা ৫ কার্যদিবস পুঁজিবাজারে পতন ঘটল। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। একইসঙ্গে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮১.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৯.৪৬ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৪.৬০ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

‎শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ডেসকো

মিউচুয়াল ফান্ড খসড়া বিধিমালার ওপর বিএসইসির মতামত আহ্বান

‎ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৭টি কোম্পানির, কমেছে ৩১১টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির।

এদিন ডিএসইতে মোট ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১১১.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৮৫.২৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৬২ পয়েন্টে, শরিয়াহ সূচক ১২.৬২ পয়েন্ট কমে ৯৩৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৪৭.২১ পয়েন্ট কমে ১২ হাজার ৮৩০ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ১৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩২টি কোম্পানির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত আছে ১৫টির।

‎সিএসইতে ১০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • বাটা সু’র নতুন এমডি ফারিয়া ইয়াসমিন
  • ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে
  • পুঁজিবাজারে বড় পতনে সপ্তাহ শুরু
  • ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিভিও পেট্রো কেমিক্যাল
  • ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে পিপলস লিজিং
  • ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স
  • ডিএসইর পিই রেশিও কমেছে ২.২২ শতাংশ ‎
  • পুঁজিবাজারে মূলধন কমেছে ১০ হাজার ৭৬৮ কোটি টাকা