‘ভালো কর্মী’ হওয়াই যখন আপনার পথের কাঁটা

মিড লেভেল বা মাঝারি পর্যায়ের ম্যানেজারদের বড় অংশ সারাক্ষণ কাজ নিয়েই ব্যস্ত থাকেন। মিটিং, ডেডলাইন, রিপোর্ট, টিমের ঝামেলা, সবকিছু ঠিকঠাক রাখা—এসবেই দিন কেটে যায়। বসের জীবন সহজ করেন, সমস্যা মেটান, ডেলিভারি দেন।

কিন্তু এর ফল কী হয়, জানেন?

আপনি হয়ে যান ‘অপরিহার্য’, কিন্তু ‘অদৃশ্য’। সবাই জানে, আপনি ছাড়া কাজ থেমে যাবে, কিন্তু কেউ কল্পনাও করে না যে আপনি নেতৃত্বও দিতে পারেন।

এ কারণেই হয়তো আপনি অনেক ভালো কাজ করেও পদোন্নতি পান না। কারণ, পদোন্নতি শুধু ‘ভালো কাজ’-এর জন্য নয়, ‘ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা’ দেখানোর জন্যও হয়।

মিড লেভেল বা মাঝারি পর্যায়ের ম্যানেজারদের বড় অংশ সারাক্ষণ কাজ নিয়েই ব্যস্ত থাকেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে মহাসড়ক থেকে সরলেন আন্দোলনকারীরা, যান চলাচল স্বাভাবিক 

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক থেকে সরে গেছেন আন্দোলনকারীরা। সোমবার (১৩ অক্টোবর) দুপর সাড়ে ১২টার দিকে প্রশাসনের আশ্বাসে যমুনা সেতুর পূর্ব গোল চত্বর এলাকা থেকে সরে যান তারা। ফলে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

এর আগে, আজ সকাল ১১টার দিকে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদে ছাত্র-জনতা যমুনা সেতুর পূর্ব গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ কারণে মহাসড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। 

আরো পড়ুন:

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে নেওয়ার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল শুরু

আন্দোলনকারী রাকিব মিয়া জানান, কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে, টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যোগ করে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এরই প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়। 

সুমন চক্রবর্তী নামে অপর আন্দোলনকারী জানান, টাঙ্গাইল নিয়ে টানাহেঁচড়া চলবে না। টাঙ্গাইল ঢাকা বিভাগে না থাকলে টাঙ্গাইলকে বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন ঘোষণা করবেন তারা ।

আন্দোলনকারীরা জানান, ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর ময়মনসিংহকে দেশের অষ্টম বিভাগ হিসেবে ঘোষণা করা হয়। তখন টাঙ্গাইলকে এই বিভাগে যুক্ত করার কথা ছিল। জেলাবাসীর আন্দোলনের মুখে টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখা হয়। 

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান জানান, আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো লিখিতভাবে জমা দিতে আহ্বান জানানো হয়েছে। তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ