মুনাফা কমেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের
Published: 12th, May 2025 GMT
বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের(বিএটিবিসি) মুনাফা কমেছে। প্রথম প্রান্তিকে বিএটিবিসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৯ পয়সা, আগের হিসাববছরে যা ছিল ৭ টাকা ৬৫ পয়সা।
এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৭ টাকা ৭৭ পয়সায়। অন্যদিকে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা নগদ অর্থ প্রবাহ ছিল ঋণাত্মক ১৭ দশমিক ৬২ টাকা।
সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকের পর এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়েছে।
মূলত বছরের প্রথম প্রান্তিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিক্রি কমে যাওয়ায় এই মুনাফা কমেছে বলে ডিএসইর ওয়েবসাইটের ঘোষণায় বলা হয়েছে। নিট অপারেটিং নগদ প্রবাহ কমে যাওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে, বিক্রয়লব্ধ অর্থ সংগ্রহ কমে যাওয়া এবং উচ্চহারে শুল্ক ও কর পরিশোধ।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বা বিএটি বাংলাদেশ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ দিয়েছে মোট ৩০০ শতাংশ। বড় অঙ্কের লভ্যাংশ দিলেও গত বছর কোম্পানিটির মুনাফা কিছুটা কমেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৪২ পয়সা, তার আগের বছর যা ছিল ৩৩ টাকা ১১ পয়সা ছিল।
গত এক বছরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪৫০ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ২৫৯ টাকা।
এর আগে বিএটিবিসি ২০২৩ সালে ১০০ শতাংশ, ২০২২ সালে ২০০ শতাংশ, ২০২১ সালে ২৭৫ শতাংশ, ২০২০ সালে ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র ট শ আম র ক ন ট ব য ক বছর র
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না দুই কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার বা ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা দিয়েছে।
কোম্পানি দুইটি হলো- বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড।
২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ।
রবিবার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট: সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩১.১৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল (৫.৮৮) টাকা। আর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (২৫.২০) টাকায়।
কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ আগস্ট। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২১ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স: সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৬.৬৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.০৪ টাকা। আর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১২৬.১১) টাকায়।
কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৫ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানি দুটির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।
ঢাকা/এনটি/টিপু