সাতক্ষীরার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
Published: 4th, August 2025 GMT
সাতক্ষীরার লক্ষ্মীদাঁড়ি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শেখ আলমগীর হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে সীমান্তের বিজিবির পোস্টের কাছে এ ঘটনা ঘটে।
আহত আলমগীরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাঁড়ি গ্রামের বাসিন্দা শেখ সাঈদ হোসেনের ছেলে।
আলমগীর হোসেন বলেন, সীমান্তের শূন্যরেখা বরাবর কুমড়োর খালের পাশে তাঁর একটি মাছের ঘের রয়েছে। বৃষ্টিতে ঘেরটি তলিয়ে গেছে। তিনি আজ ভোরে জাল দিয়ে ঘেরটি ঘিরতে যান। তখন ভারতের উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁর দিকে গুলি ছোড়েন। ছররা গুলি তাঁর মুখ, মাথা ও চোখের ভুরুতে লাগে।
তবে আলমগীর হোসেনের ভাষ্য নাকচ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সম্পর্কে বিজিবির ভোমরা ক্যাম্পের সুবেদার মো.
আলমগীরের ভাগনে বেলাল হোসেন বলেন, মামা ফোন করে জানান, তাঁর গায়ে গুলি লেগেছে। পরে ভোমরা বাজারে তাঁর সঙ্গে দেখা হলে দেখি মুখে ছররা গুলির চিহ্ন। স্থানীয় একজন মোটরসাইকেল চালক আবু হোসেন জানান, সকালে জাহাঙ্গীর মার্কেট এলাকা থেকে আলমগীরকে হাসপাতালে নিয়ে যান তিনি।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ বি এম আক্তার মারুফ বলেন, আলমগীরকে সকাল ৮টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। তাঁর মুখমণ্ডল ও মাথায় ছররা গুলির চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মুজিবনগর সীমান্তে ১৭ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
দর্শনা চেকপোস্ট দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
নওগাঁয় ১০ জনকে ঠেলে দিল বিএসএফ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-১৬১ ব্যাটালিয়নের মধ্যে সীমান্ত মেইন পিলার ১০৫ এর কাছে শূন্য লাইনে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
বৈঠকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার শ্রী তাপস কুমার এবং বিএসএফ-১৬১ ব্যাটালিয়নের হ্নদয়পুর বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর শ্রী ধরমেন্দ্র দাহসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। এর মধ্যে, আটজন পুরুষ, পাঁচজন নারী ও চার শিশু রয়েছে। পরে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘বিজিবি ১৭ জনকে হস্তান্তর করেছে।’’
ঢাকা/ফারুক/রাজীব