দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং পুরুষ ক্রিকেট দল। প্রোটিয়াদের করা ৩০১ রান দুই বল হাতে থাকতে পাড়ি দিয়েছে মফিজুল ইসলাম-আকবর আলীরা।

সোমবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং দল। প্রোটিয়া ইমার্জিং দলের মিডল অর্ডার ব্যাটার কনর ইস্তারহুইজেনের ৭১ রান ও লোয়ার মিডলের আন্দিলে সিমেলেনের ৬১ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রান তোলে সফরকারী দল।

এছাড়া ওপেনার মেকা-এল প্রিন্স ৩৫, তিনে নামা জর্জ ফন হের্ডেন ২২ এবং মিডল অর্ডারে ডিয়ান মারিয়াস ৩১ ও তিয়ান ফন ভুরেন ২৬ রানের ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে মফিজুল ও জিসান আলম ৫১ রান যোগ করেন। জিসান ২৭ বলে ৩১ রান করে ফিরে যান। তিনে নামা প্রিতম কুমার ১৭ ও চারে নামা আহরার আমিন ৩৬ রান যোগ করেন। ওপেনার মফিজুল দলের পক্ষে ৮৯ বলে সর্বোচ্চ ৮৭ রান করেন। তিনি আটটি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন।

লোয়ারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী আকবর আলী ও রাকিবুল হাসান ঝড়ো ব্যাটিং করে দলকে জয় এনে দেন। আকবর ২৪ বলে ৪১ রান করে আউট হন। তিনি চারটি চার ও দুটি ছক্কা তোলেন। রাকিবুল ১০ বলে ২৪ রানের হার না মানা ইনিংস খেলেন। তিন ছক্কা মারেন এই বাঁ-হাতি স্পিনার। তোয়াফেল আহমেদ ২০ বলে ২৪ রান করেন। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে রিপন মন্ডল ৩টি ও আহরার আমিন ২ উইকেট নেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর

এছাড়াও পড়ুন:

‘চতুর্থ শ্রেণি থেকেই খেলোয়াড় বাছাই শুরু করেছে বিসিবি’

রংপুরের মাঠ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য কতটা উপযোগী, তা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর ক্রিকেট গার্ডেন মাঠ ঘুরে দেখে তিনি।

সেখানে খেলোয়াড় ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় শেষ সাংবাদিকদের আসিফ আকবর বলেন, “মাঠ আছে, কিন্তু ফ্যাসিলিটির ঘাটতি এখনো বড় বাধা। বয়সভিত্তিক খেলোয়াড় তৈরির লক্ষ্যে স্কুল ও মাদরাসা পর্যায়ে কাজ চলছে। চতুর্থ শ্রেণি থেকেই খেলোয়াড় বাছাই শুরু করেছে বিসিবি।”

আরো পড়ুন:

ভালোবাসা, গর্বে মোড়ানো মুশফিকের ‘একশ’ টেস্ট

অস্ট্রেলিয়ার অ্যাশেজ একাদশ ঘোষণা, নতুন দুই মুখের অভিষেক

তিনি বলেন, “আপাতত সবচেয়ে বড় সংকট সীমিত মাঠ। এজন্য মাঠের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ইয়ার ক্যালেন্ডার। যেহেতু সম্পদ সীমিত, তাই পরিকল্পিতভাবে মাঠ ব্যবহারের ব্যবস্থা করতে হবে। ক্যালেন্ডার হলে জটিলতা অনেকটাই কমে আসবে।”

রংপুরে বিপিএল আয়োজন সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে আসিফ আকবর বলেন, “বিপিএল আয়োজনের মতো আধুনিক সুবিধা রংপুরে এখনো নেই। তবে, বিসিবির বিভাগীয় অফিস স্থাপন হলে অনেক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।”

পরিদর্শনকালে বিসিবি পরিচালক হাসানুজ্জামানসহ স্থানীয় ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • আমার মাথায় কী হয়েছিল জানি না, বললেন আকবর
  • ‘চতুর্থ শ্রেণি থেকেই খেলোয়াড় বাছাই শুরু করেছে বিসিবি’