নবী মুহাম্মদ (সা.)-এর জীবনচরিত থেকে জানা যায়, তিনি আল্লাহর বাণী ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন রাজা ও নেতার কাছে বার্তা প্রেরণ করেছিলেন। তিনি তাঁদের ইসলামের পথে আহ্বান জানানোর জন্য নিখুঁত কৌশলে চিঠি পাঠাতেন। তৎকালীন বিশ্বশক্তিগুলোর মধ্যে রোম সম্রাট কায়সারের নিকট পাঠানো একটি চিঠিতে তিনি তাঁকে সম্বোধন করেন: ‘বাইজেন্টাইনদের মহান নেতা’ হিসেবে। এই সম্মানসূচক উপাধির মাধ্যমে তিনি একদিকে সম্রাটকে সম্মান দেখান, আবার অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ দাওয়াতি কৌশল ব্যবহার করেন। চিঠির মধ্যে তিনি কোরআনের নিম্নোক্ত আয়াতটি উদ্ধৃত করেন: ‘হে কিতাবধারীরা, এসো, আমাদের ও তোমাদের মধ্যে একটি অভিন্ন কথায় পৌঁছাই—তা হলো, আমরা আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করব না। (সুরা আলে ইমরান, আয়াত: ৬৪)

এই বার্তায় রাসুল (সা.

) একসঙ্গে কয়েকটি কৌশল ব্যবহার করেন: ১. তিনি সম্মান দেখান। ২. গ্রহণযোগ্য ও পরিচিত একটি বক্তব্য পেশ করেন, যা প্রাপক ও প্রেরক—উভয়ের মধ্যেই মিল তৈরি করে। ৩. হৃদয় আকৃষ্ট করেন এবং তারপর সত্যের দাওয়াত দেন।

রাসুল (সা.)–এর শিক্ষাদান পদ্ধতি

রাসুল (সা.)–এর জীবনে এমন অসংখ্য দৃষ্টান্ত রয়েছে, যেখানে তিনি আমন্ত্রিত ব্যক্তিকে প্রথমে সম্মান দিয়েছেন, তারপর তাঁর মনোযোগ আকর্ষণ করেছেন, হৃদয়কে কাছে এনেছেন এবং এরপর ইসলামের আহ্বান করেছেন। তাঁর এই পদ্ধতিগুলো এতটাই প্রাঞ্জল, মানবিক ও কার্যকর শিক্ষা ছিল যে আজকেরও বাস্তবতায় সেগুলো অনুসরণ করা প্রত্যেক মুসলমান, শিক্ষক, ইমাম ও ধাই-এর জন্য অপরিহার্য মনে করা যায়। আমরা এমন ১২টি পদ্ধতি নিয়ে আলোচনা করব।

আরও পড়ুনআলী (রা.) এর শেখানো ঋণ মুক্তির দোয়া১২ ডিসেম্বর ২০২৪

ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করে

আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা যা করো না, তা কেন বলো? আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট কাজ এটি যে তোমরা এমন কথা বলো, যা তোমরা করো না।’ (সুরা আস-সাফ, আয়াত: ২-৩)

রাসুলুল্লাহ (সা.) কখনো এমন কোনো কথা প্রচার করেননি, যা তিনি নিজে পালন করতেন না। তিনি এই আয়াতের আলোকে তাঁর অনুসারীদেরও শেখান—আগে নিজে আমল করো, পরে অন্যকে শিক্ষা দাও।

হুদাইবিয়া সন্ধির একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। হুদাইবিয়ার সন্ধি চুক্তির সময়, যখন চুক্তি লেখা শেষ হলো, তখন রাসুল (সা.) সাহাবিদের বললেন, ‘গিয়ে কোরবানির পশু জবাই করো এবং মাথার চুল কেটে ফেলো।’ কিন্তু কেউ উঠল না। তিনি আবার বললেন, আবারও কেউ সাড়া দিল না। তিনি তিনবার একই কথা বললেন, তবু কেউ এগিয়ে এল না।

রাসুল (সা.) মন খারাপ করে উম্মে সালামার (রা.) কাছে গেলেন এবং সাহাবিদের প্রতিক্রিয়া বললেন। উম্মে সালামা (রা.) পরামর্শ দিলেন: ‘আল্লাহর রাসুল, আপনি কি চান তাঁরা আপনার কথা পালন করুক? তবে আপনি বাইরে যান, কোনো কথা না বলে নিজের কোরবানি করুন এবং নাপিত ডেকে মাথা মুণ্ডন করান।’

রাসুল (সা.) উম্মে সালামার পরামর্শমতো করলেন। সাহাবিরা তা দেখে নিজেরা কোরবানি দিলেন এবং চুল কেটে ফেললেন। হাদিসে এসেছে, ‘তারা এত ভিড় করেছিল যে মনে হচ্ছিল—একে অপরকে মেরে ফেলবে।’ (সহিহ বুখারি, হাদিস: ২৭৩১; সহিহ মুসলিম, হাদিস: ৩৩৩৫)

এ ঘটনার মাধ্যমে বোঝা যায়, কখনো কখনো আদেশের চেয়ে দৃষ্টান্তের প্রভাব অনেক বেশি কার্যকর হয়। রাসুলুল্লাহ (সা.) ছিলেন এমন এক শিক্ষক, যিনি আগে নিজে করে দেখাতেন, পরে অন্যকে উৎসাহ দিতেন।

প্রশ্নোত্তরের মাধ্যমে

এই পদ্ধতির এক সুপ্রসিদ্ধ দৃষ্টান্ত হলো ‘হাদিসে জিবরাইল’। জিবরাইল (আ.) মানুষের রূপে এসে রাসুলুল্লাহ (সা.)-এর সামনে বসেন এবং জিজ্ঞেস করেন: ইমান কী? ইসলাম কী? ইহসান কী? কিয়ামত কবে ঘটবে?

রাসুল (সা.) প্রতিটি প্রশ্নের বিশদ উত্তর দেন। এরপর সাহাবিদের বলেন: ‘এ ব্যক্তি ছিলেন জিবরাইল। তিনি এসেছিলেন তোমাদের তোমাদের দ্বীন শিক্ষা দিতে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮)

এই হাদিস প্রমাণ করে, প্রশ্নোত্তর পদ্ধতি একজন শিক্ষক ও ছাত্র উভয়ের মনোযোগ কেন্দ্রীভূত করে এবং শিক্ষা সহজ ও স্মরণীয় করে তোলে।

আরও পড়ুনসাইয়েদুল ইস্তিগফার কীভাবে করবেন২৮ ডিসেম্বর ২০২৪

খুতবা ও ভাষণের মাধ্যমে

রাসুল (সা.) নিয়মিত ভাষণ দিতেন এবং প্রতি জুমায় খুতবা দিতেন। এই খুতবাগুলোর মাধ্যমে তিনি সাহাবিদের: দ্বীন সম্পর্কে শিক্ষা দিতেন, উম্মাহর উদীয়মান চাহিদা ও সমস্যা সম্পর্কে আলোচনা করতেন এবং আত্মার পরিশুদ্ধি ও আখিরাতের প্রতি আকর্ষণের দিকেও গুরুত্ব দিতেন। খুতবার মাধ্যমে তিনি উম্মাহকে ইমান, আদর্শ, পারস্পরিক সম্পর্ক, সমাজ গঠন ও আল্লাহভীতির শিক্ষা দিতেন। এতে তাঁর ভাষণ হতো হৃদয়গ্রাহী, চিন্তাশীল এবং জীবনঘনিষ্ঠ। (সহিহ মুসলিম, হাদিস: ৮৬৭; সহিহ বুখারি, হাদিস: ৯১৭)

সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে

রাসুলুল্লাহ (সা.) মাঝেমধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দিতেন, যাতে গুরুত্বপূর্ণ বিষয়ে মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করা যায়, অথবা কোনো গর্হিত কাজ থেকে সতর্ক করা যায়। তবে তিনি তা নিয়মিত করতেন না—কেননা, তাতে সাহাবিরা বিরক্ত বা ক্লান্ত হয়ে পড়তে পারেন। তিনি মানুষের মস্তিষ্ককে অতিরিক্ত তথ্য দিয়ে ‘ভারী’ করে দিতে চাইতেন না। শিক্ষা হোক হৃদয়গ্রাহী, মনে দাগ কাটে এমন—এমনটাই ছিল তাঁর পদ্ধতি।

এই পদ্ধতিতে সাহাবারাও রাসুল (সা.)–কে অনুসরণ করতেন। শকিক (রহ.) বর্ণনা করেন, ‘আমরা আবদুল্লাহ ইবনে মাসউদের দরজার সামনে বসে ছিলাম তাঁর বক্তব্য শোনার আশায়। তখন ইয়াজিদ ইবনে মু’আবিয়া নামক ব্যক্তি আমাদের সামনে দিয়ে গেলেন। আমরা তাকে বললাম, ‘আমাদের উপস্থিতির কথা তাঁকে জানান।’ তিনি ভেতরে গিয়ে জানালে, ইবনে মাসউদ (রা.) বের হয়ে এসে বললেন, ‘আমি তোমাদের উপস্থিতির কথা জানতে পেরেছি, কিন্তু আমি বের হতে দেরি করেছি শুধু এই কারণে যে, আমি চাইনি আপনারা বিরক্ত হন। কারণ, আল্লাহর রাসুল (সা.)-ও নির্দিষ্ট দিনে নিয়মিত খুতবা দিতেন না, যাতে আমরা ক্লান্ত না হয়ে পড়ি।” (সহিহ মুসলিম, হাদিস: ২৮২১)

আরও পড়ুনজান্নাতে যাওয়ার সহজ উপায়০৮ ডিসেম্বর ২০২৪

নামাজের পর সামান্য আলাপে

রাসুলুল্লাহ (সা.) নামাজের পর সাহাবিদের সঙ্গে সামান্য আলাপচারিতা করতেন কখনো কোনো বিষয় স্পষ্ট করার জন্য, আবার কখনো চলমান প্রসঙ্গে ব্যাখ্যা দেওয়ার জন্য। এ ধরনের দিকনির্দেশনা রাসুল (সা.)-এর বহু হাদিসে পাওয়া যায়। তবে তাঁর এ অভ্যাস ছিল অত্যন্ত কার্যকর ও তাৎক্ষণিক প্রভাবশালী। (সহিহ মুসলিম, হাদিস: ৮৬৭; সহিহ বুখারি, হাদিস: ৯১৭)

প্রশ্ন উত্থাপন করে

রাসুল (সা.) কখনো কখনো নিজেই প্রশ্ন তুলতেন, যাতে মানুষের আগ্রহ ও মনোযোগ তৈরি হয়। এভাবে তিনি আলোচনা শুরু করতেন এবং ধীরে ধীরে তার মর্মে পৌঁছাতেন। তাঁর আরেকটি উদ্দেশ্য ছিল—লোকজনের প্রচলিত ধারণার মধ্যে নতুন অর্থ ও উপলব্ধি যুক্ত করা। শব্দ একই থাকলেও অর্থে আসত গভীরতা।

এর একটি প্রসিদ্ধ দৃষ্টান্ত হলো ‘মুফলিস’বিষয়ক হাদিস। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে: রাসুল (সা.) একদিন সাহাবিদের জিজ্ঞেস করলেন, ‘তোমরা জানো মুফলিস কে?’ সাহাবারা উত্তর দিলেন, ‘আমাদের মধ্যে মুফলিস হলো সেই ব্যক্তি, যার কাছে টাকাপয়সা বা সম্পদ নেই।’ তখন রাসুল (সা.) বললেন, ‘আমার উম্মতের মুফলিস হলো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে আসবে; কিন্তু সে এই লোককে গালি দিয়েছে, ওকে অপবাদ দিয়েছে, অন্যের সম্পদ খেয়েছে, কাউকে মারধর করেছে বা রক্ত ঝরিয়েছে। তখন তার নেক আমল তাদের মধ্যে বিতরণ করা হবে। যদি তার নেক আমল শেষ হয়ে যায়, তবে ভুক্তভোগীদের গুনাহ তাকে দিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৮১)

এই হাদিসের মাধ্যমে নবীজি (সা.) কেবল একটি পরিভাষার অর্থই নতুন করে ব্যাখ্যা করেননি, বরং সাহাবিদের চিন্তার ধারা পাল্টে দিয়েছেন। এটি ছিল প্রশ্ন উত্থাপন করে চেতনা জাগানোর এক চমৎকার কৌশল।

কাহিনি বলে

রাসুল (সা.) অতীতের নবী-রাসুল ও বিভিন্ন জাতির কাহিনি বর্ণনা করতেন—এমনকি পূর্ববর্তী উম্মতের কোনো ব্যক্তির ঘটনাও তুলে ধরতেন এমনভাবে, যাতে মুসলমানরা তা থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করতে পারে। এই পদ্ধতির একটি বিখ্যাত উদাহরণ হলো ‘খন্দকের লোকদের’ কাহিনি, যেটি ‘জাদুকর, সন্ন্যাসী এবং দাস-শিশু’-কে কেন্দ্র করে উপস্থাপিত হয়েছে। এই কাহিনি থেকে তওহিদের পথ, ত্যাগ, দৃঢ়তা এবং শাহাদতের শিক্ষা পাওয়া যায়। (সহিহ মুসলিম, হাদিস: ৩০০৫)

এ ঘটনা ‘আসহাবুল উখদূদ’ নামেও পরিচিত; যা সুরা বুরুজে আল্লাহ উল্লেখ করেছেন। পঞ্চম বা ষষ্ঠ শতকের গোড়ার দিকে ইয়েমেনে এক অত্যাচারী রাজা নিজেরে ঈশ্বর দাবি করত। যারা একমাত্র আল্লাহর ওপর ইমান এনেছিল, তাদের শাস্তি হিসেবে মাটিতে গভীর খন্দক (গর্ত) খনন করে এবং তাতে আগুন জ্বালিয়ে বলে, রাজাকে উপাস্য না ভাবলে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে। কিন্তু তারা ইমানের ওপর অবিচল থাকল। ফলে তাদের একে একে আগুনের মধ্যে ফেলে হত্যা করা হয়। এমনকি এক নারী ও তার শিশুসন্তানকেও, তবে আল্লাহর কুদরতে শিশুটি মায়ের সাহস বাড়ানোর জন্য কথা বলে এবং মা-ও ইমান নিয়ে আগুনে ঝাঁপ দেন।

এভাবে কাহিনি বলার মাধ্যমে রাসুল (সা.) সাহাবিদের হৃদয় জয় করতেন, তাঁদের চেতনা জাগ্রত করতেন এবং অন্তরে প্রভাবিত করতেন।

উপমা দিয়ে

রাসুল (সা.) বিভিন্ন বিমূর্ত ধারণাকে সহজভাবে বোঝানোর জন্য উপমা ব্যবহার করতেন। এভাবে তিনি সাহাবিদের অজ্ঞতার অন্ধকার থেকে ইমানের আলোয় নিয়ে আসতেন।

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত বিখ্যাত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘আমার ও পূর্ববর্তী নবীদের মধ্যে উদাহরণ এমন, যেন কেউ একটি সুন্দর বাড়ি তৈরি করল, কেবল একটি কোনায় একটি ইটের স্থান ফাঁকা রইল। মানুষ বাড়িটি দেখে মুগ্ধ হয় এবং বলে: ‘ইশ্‌, এই ইটটা যদি থাকত!’ আমিই সেই ইট এবং আমি শেষ নবী।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৫৩৫; সহিহ মুসলিম, হাদিস: ২২৮৬)

এই উপমার মাধ্যমে রাসুল (সা.) বুঝিয়ে দেন, নবীচক্রের পূর্ণতা তাঁর মাধ্যমে এসেছে, তবে পূর্ববর্তী নবীদেরও ওই বাড়ির অন্যান্য ইট হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে

রাসুল (সা.) শুধু মুখে বলেই শিক্ষা দিতেন না, বরং ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিখিয়ে দিতেন কীভাবে করণীয় কাজগুলো সম্পাদন করতে হয়। এর একটি বাস্তব উদাহরণ হলো—সেই বেদুইনের ঘটনা, যে তাঁর কাছে নামাজের সময় সম্পর্কে জানতে চেয়েছিল।

সুলায়মান ইবনে বুরাইদা (রহ.) তাঁর পিতার সূত্রে হাদিস বর্ণনা করেন, বেদুইন ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘সালাতের সময় কখন?’ নবীজি (সা.) বললেন: ‘আমাদের সঙ্গে দুই দিন নামাজ পড়ো।’ প্রথম দিন: জোহরের ওয়াক্ত শুরু হলে তিনি বিলালকে আজান দিতে বললেন এবং নামাজ আদায় করলেন। এরপর তিনি আসরের ইকামত দিলেন, যখন সূর্য এখনো উজ্জ্বল ছিল। মাগরিবের সালাত পড়লেন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে। এশার নামাজ পড়লেন যখন গোধূলির আলো মিলিয়ে গেল। ফজর পড়লেন যখন ফজরের আলো ফুটে উঠল। পরের দিন: জোহর দেরিতে পড়লেন, রোদ কমে যাওয়ার পর। আসর দেরিতে আদায় করলেন। মাগরিব পড়লেন গোধূলির আগে। এশা এক-তৃতীয়াংশ রাত পার হলে আদায় করলেন। ফজর পড়লেন সূর্যোদয়ের আগমুহূর্তে। তারপর তিনি বললেন: ‘যে লোক আমাকে সালাতের সময় সম্পর্কে প্রশ্ন করেছিল, সে কোথায়?’ লোকটি বলল, ‘আমি।’ রাসুল (সা.) বললেন: ‘তোমার নামাজের সময় এই দুই দিনের সীমার মধ্যে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৬১৩)

এ ঘটনা থেকে বোঝা যায়, রাসুল (সা.) কীভাবে হাতে-কলমে দেখিয়ে দিয়েছেন, যা ছিল এক বিশুদ্ধ ব্যবহারিক শিক্ষাপদ্ধতি।

প্রয়োগ দেখিয়ে

রাসুলুল্লাহ (সা.) মাঝেমধ্যে কাউকে সরাসরি একটি কাজ করার সুযোগ দিতেন, তারপর সেই কাজের ভুলগুলো সংশোধন করে তাকে শেখাতেন। এতে শিক্ষার্থী নিজের ভুল বুঝতে পারত এবং শেখার প্রক্রিয়া আরও গভীর ও কার্যকর হতো।

এই পদ্ধতির চমৎকার উদাহরণ একটি বিখ্যাত হাদিসে পাওয়া যায়। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে: ‘আল্লাহর রাসুল (সা.) একদিন মসজিদে প্রবেশ করলেন। একজন ব্যক্তি তাঁর পেছনে এসে নামাজ আদায় করল, তারপর এসে সালাম দিল। নবীজি (সা.) বললেন: ‘ফিরে যাও এবং নামাজ পড়ো, কারণ তুমি নামাজ আদায় করোনি।’ লোকটি আবার ফিরে গিয়ে আগের মতোই নামাজ পড়ে এল। আবার সালাম দিলে রাসুল (সা.) বললেন: ‘ফিরে যাও এবং নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি।’ এভাবে তিনবার হলে, লোকটি বলল: ‘সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, আমি এর চেয়ে ভালোভাবে নামাজ পড়তে পারি না। আমাকে শেখান কীভাবে নামাজ পড়তে হয়।’

রাসুল (সা.) বললেন, ‘যখন তুমি নামাজের জন্য দাঁড়াও, তখন তকবির বলো, তারপর কোরআন থেকে যা জানো, তা পড়ো। তারপর রুকু করো যতক্ষণ না তুমি স্থিরতায় পৌঁছাও। তারপর উঠে সোজা দাঁড়াও। এরপর সেজদা করো যতক্ষণ না তুমি স্থির হও। তারপর শান্তভাবে বসো, এরপর আবার একইভাবে করো।’ (সহিহ বুখারি, হাদিস: ৭৫৭; সহিহ মুসলিম, হাদিস: ৩৯৭)

আরও পড়ুনইসলামে প্রতিবেশীর অধিকার০৬ ডিসেম্বর ২০২৪

শিক্ষকের সান্নিধ্যে সময় কাটিয়ে

রাসুল (সা.)-এর শিক্ষাদানের আরেকটি পদ্ধতি ছিল, শিক্ষার্থীদের তাঁর সঙ্গে রাখা, যাতে তারা তাঁর কার্যকলাপ, ওহি গ্রহণ, সিদ্ধান্ত এবং আচরণ কাছ থেকে দেখতে ও শিখতে পারে। যখনই তিনি কোনো যুদ্ধে যেতেন, তখন যাঁরা যুদ্ধ করতে সক্ষম, তাঁরা সবাই তাঁর সঙ্গে থাকতেন। কেউ পেছনে থাকতে পারতেন না, যতক্ষণ না তাঁর অনুমতি থাকত। আরও চমৎকার হলো, যখন কোনো সামরিক বাহিনী পাঠানো হতো, তখন রাসুল (সা.) কয়েকজন সাহাবিকে পেছনে রেখে যেতেন, যাতে তারা এই সময়ে নবীজি (সা.)-এর সঙ্গে থেকে ওহির যে শিক্ষা এত দিন পেয়েছেন, তা অন্যদের মধ্যে পৌঁছে দিতে পারেন।

 আল্লাহ নিজেই কোরআনে এই নীতির উল্লেখ করেছেন, ‘মুমিনদের পক্ষে উচিত নয় যে, তারা সবাই একসঙ্গে বেরিয়ে পড়বে (জিহাদের জন্য)। সুতরাং প্রতিটি দলের মধ্য থেকে কিছু লোক থাকা উচিত, যারা দ্বীন বিষয়ে জ্ঞান অর্জন করবে এবং তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে সতর্ক করবে, যাতে তারা সতর্ক হয়।’ (সুরা আত-তাওবা, আয়াত: ১২২)

কাউকে লজ্জা না দিয়ে

রাসুল (সা.)-এর দাওয়াতি পদ্ধতির এক অনন্য বৈশিষ্ট্য ছিল, তিনি কখনো কাউকে প্রকাশ্যে লজ্জা দিতেন না। যদি কোনো ব্যক্তি ভুল করত, তিনি জনসমক্ষে কখনো নাম বলতেন না। বরং বলতেন: ‘কী হলো কিছু লোকের, তারা এমন এমন কাজ করে?’

এভাবে সংশ্লিষ্ট ব্যক্তি বুঝে ফেলত যে কথাটি তার উদ্দেশ্যে, কিন্তু সে জনসমক্ষে অপমানিত হতো না। এতে সে নিজেই নিজের ভুল সংশোধনে আগ্রহী হতো।

 এই পদ্ধতি আমাদের শেখায় যে দাওয়াত মানে কাউকে নিন্দা করা নয়, বরং তাকে আল্লাহর দিকে ডেকে আনা। একজন প্রকৃত ধাই কখনো কাউকে অপমান বা উপহাস করে সংশোধন করেন না।

ওপরের ১২টি পদ্ধতি আমাদের জানায়, রাসুল (সা.) কেবল একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন হৃদয়জয়ী নেতা, আদর্শ প্রচারক এবং মহানুভব ব্যক্তিত্বের অধিকারী। আজকের যুগে আমাদের সবচেয়ে বড় সংকট—এমন প্রচারকের অভাব, যাঁরা এই মহান পদ্ধতিগুলো অনুসরণ করেন। অনেকে ইসলাম শিক্ষা দিতে গিয়ে এমন সব পদ্ধতি প্রয়োগ করেন, যাতে মানুষ প্রকৃত শিক্ষা থেকে আরও দূরে সরে যায়।

আরও পড়ুনউয়ায়েস করনির কাহিনি০৮ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সহ হ ব খ র ব যবহ র ক ড স ম বর ক র যকর র জন য আল ল হ কর ছ ন আম দ র ম ফল স রপর ত র সময ইসল ম ত রপর করল ন করত ন র একট বলল ন রপর স ন এমন

এছাড়াও পড়ুন:

আসছে এনসিপির ‘যুবশক্তি’, আত্মপ্রকাশ শুক্রবার

জুলাই অভ্যুত্থানে তরুণদের গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং গঠন করা হচ্ছে। এটির নাম দেওয়া হয়েছে জাতীয় যুবশক্তি। আগামী শুক্রবার রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে সংগঠনটি আত্মপ্রকাশ হবে।

আজ মঙ্গলবার দুপুরে বাংলামোটরে রূপায়ন টাওয়ারে সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী এ ঘোষণা দেন। এ সময় যুব উইংয়ের সমন্বয়কারী তারিকুল ইসলাম, এস এম শাহরিয়ার, তুহিন মাহমুদ, নাহিদা বুশরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘২৮ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর আমরা প্রত্যেক জেলার মানুষের সঙ্গে কথা বলেছি। কীভাবে যুব সংগঠনের আত্মপ্রকাশ করতে পারি, সে বিষয়ে মতামত নিয়েছি। গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে সংগঠন যেভাবে জুলাই অভ্যুত্থানে বড় আকারে নেতৃত্ব দিয়েছে, তেমনি জাতীয় যুবশক্তি বাংলাদেশে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবে।’

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে, তা ১০০-১৫০ বছরে একবার আসে। বাংলাদেশে বর্তমানে ৪০ শতাংশ তরুণ। বাংলাদেশের ভাগ্যের চাকা ঘোরাতে চাইলে এই তরুণ শক্তিকে কাজে লাগানো ছাড়া কোনো উপায় নেই। এই শক্তিকে কাজে লাগাতে হলে তরুণদেরকে সংগঠিত করতে হবে।

নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের একটি বড় কারণ ছিল তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে তাদের প্রবেশ কম ছিল। তারা মাঠে নেমে এসে এই বৈষম্য ভেঙে দিয়েছে। তরুণদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনে তরুণদের নিয়ে আসতে জাতীয় যুবশক্তি কাজ করবে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব) তারিকুল ইসলাম বলেন, ‘সাতচল্লিশের ব্রিটিশবিরোধী আন্দোলন, বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধে যুব সমাজ অগ্রভাগে ছিল। প্রবল দেশপ্রেম থাকা সত্ত্বেও তরুণদের অধিকাংশই রাজনীতিতে জড়ানো ঝুঁকিপূর্ণ ও নিষ্ফল মনে করে। তাদের কথা বলার ও শোনার সহজলভ্য ও ঐক্যবদ্ধ প্লাটফর্ম নেই। আমরা চাই স্বাধীন মত প্রকাশ ও নৈতিক আদর্শে উজ্জীবিত যুব সমাজ তাদের কাঙ্ক্ষিত রাজনীতি করতে পারবে।’

গত ২৮ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটে। সংগঠনকে সম্প্রসারিত এবং ছড়িয়ে দিতে এনসিপি ইতোমধ্যে আরও বেশ কয়েকটি উইং গঠন করেছে। এরমধ্যে রয়েছে- এনসিপি স্বাস্থ্য উইং, ডিপ্লোমা প্রকৌশলী উইং, নারী উইং, শ্রমিক উইং, আইনজীবী উইং ইত্যাদি। উইংগুলো আত্মপ্রকাশ করতে প্রস্তুতি কমিটি গঠন করেছে তারা।

সম্পর্কিত নিবন্ধ