মানবিক করিডর যদি টেকসই ও কার্যকরি হয় তাহলে এই উদ্যোগকে ভালো বলেছেন জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি। তিনি বলেন, “জাতিসংঘের উদ্যোগের বিষয়ে পর্যবেক্ষণ করছে জাপান। তারা জাতিসংঘের পক্ষে।”

মঙ্গলবার (১৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে শিনইচি বলেন, “প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফরে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়গুলো প্রাধান্য পাবে।সফরে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে কথা হবে এই সফরে।”

রাষ্ট্রদূত আরো বলেন, “বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় মেট্রোরেল লাইন করার বিষয়ে জাপানের আগ্রহ রয়েছে। আগামী ১৫ মে টোকিওতে বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেন্সি অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান উপদেষ্টা যোগ দেবেন।”

আরো পড়ুন:

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

বাণিজ্য উপদেষ্টা
জাপানে দক্ষ জনশক্তির প্রয়োজন, বাংলাদেশ এ সুযোগ নিতে পারে

ঢাকা/হাসান/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

৪৮ কোটি ডলারের নতুন বিনিয়োগ বেপজায়

চলতি ২০২৪-২৫ অর্থবছরের এ পর্যন্ত মোট ৪৮ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৮৫৬ কোটি টাকার নতুন বিনিয়োগ হয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে। বিনিয়োগকারী ৩২টি প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে জমির বন্ধকি (লিজ) চুক্তি স্বাক্ষর করেছে। 
মঙ্গলবার বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বেপজা জানিয়েছে, এর মধ্যে গতকাল মঙ্গলবার চীনা কোম্পানি কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি ৪৫ লাখ ডলার বিনিয়োগ করার অংশ হিসেবে বেপজার সঙ্গে একটি লিজ চুক্তি স্বাক্ষর করেছে। কোম্পানিটি ঈশ্বরদী ইপিজেডে একটি প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ কারখানা স্থাপন করবে। 
বেপজা সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরে ৪৮ কোটি ডলারের বিনিয়োগের জন্য বেপজার আওতাধীন প্লট ৩০ বছর মেয়াদে লিজ নিয়েছে। সিংহভাগ বিনিয়োগ আসছে বিদেশিদের থেকে, যার বেশির ভাগ চীনা বিনিয়োগকারী। চলতি অর্থবছরে ৪৮ কোটি ডলার বিনিয়োগের পুরোটা নতুন। বেশির ভাগ কোম্পানি প্রথমবারের মতো কারখানা স্থাপন এবং কয়েকটি কোম্পানি বিদ্যমান কারখানার সঙ্গে নতুন ইউনিট গড়তে নতুন জমি বরাদ্দ নিয়েছে। এরই মধ্যে বেশ কিছু কোম্পানি কারখানা স্থাপন শুরু করেছে। আগামী এক থেকে তিন বছরের মধ্যে কোম্পানিগুলো উৎপাদনে আসবে বলে আশা করছে বেপজা।

সম্পর্কিত নিবন্ধ