পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর  সময় সংবাদমাধ্যমের সামনে অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করতেন কর্নেল সোফিয়া কুরেশি। এই সোফিয়াকেই ‘সন্ত্রাসবাদীদের বোন’ বললেন বিজেপিশাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। 

বিজেপির মন্ত্রী বিজয় বলেছেন, “যারা আমাদের মা-মেয়ের সিঁদুর মুছে দিয়েছে, তাদের বোনকেই ব্যবহার করে হামলাকারীদের শায়েস্তা করেছি। ওরা (জঙ্গিরা) পোশাক খুলিয়ে বেছে বেছে হিন্দুদের মেরেছে। আর মোদিজি ওদের বোনকে দিয়েই উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। মোদিজি তো আর ওদের মতো ব্যবহার করতে পারেন না। তাই ওদের সম্প্রদায়ের বোনকে দিয়েই ওদের বারোটা বাজিয়েছেন।”

বিজয়ের এই মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়। মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস। 

বিতর্কের মুখে বিজয় বলেছেন, “আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তা হলে ১০ বার ক্ষমা চাইতেও রাজি আমি।”

এদিকে, কর্নেল সোফিয়া কুরেশির উপর অবমাননাকর, সাম্প্রদায়িক এবং যৌনতাবাদী মন্তব্যের জন্য বিজয় শাহের বিরুদ্ধে মামলা দায়ের করতে পুলিশকে নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের হাইকোর্ট। আদালত স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিয়ে বুধবার রাজ্য পুলিশ প্রধানকে বিজয় শাহের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যে এটি সম্পন্ন করতে হবে, অন্যথায় আদালত পুলিশ প্রধানের বিরুদ্ধে অবমাননার মামলা শুরু করার কথা বিবেচনা করতে পারে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মন ত র

এছাড়াও পড়ুন:

এক বছরের কাজ শেষ হয়নি সাড়ে তিন বছরেও

নবীনগর পৌরসভায় বাস্তবায়নাধীন পানি সরবরাহ প্রকল্পে দীর্ঘসূত্রতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) অর্থায়নে ৮ কোটি ২৬ লাখ টাকার প্রকল্পটি এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। সাড়ে তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে পৌরবাসীর মনে। 

আদালতপাড়ার বাসিন্দা মো. আজাদ বলেন, ‘আমাদের কাছ থেকে সাপ্লাইয়ের পানি রাস্তা থেকে বাসা পর্যন্ত পৌঁছানোর জন্য ফির নামে পৌরসভা ১ হাজার ও ৫০০ করে টাকা নিয়েছে। কিন্তু এক বছরের প্রকল্পটি তিন বছরের বেশি সময় পার হয়ে গেছে। আমরা এখনও পানি পাচ্ছি না।’

অনুসন্ধানে জানা গেছে, ২০২১ সালের ২০ অক্টোবর তৎকালীন পৌর মেয়র অ্যাডভোকেট শিবশংকর দাস নবীনগর পৌর পানি সরবরাহ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন। আইডিবির পুরো অর্থায়নে কাজটির বাস্তবায়ন ও তদারকি করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। দরপত্র আহ্বান করা হয় ২০২১ সালের ১২ জুলাই। একই বছরের ১২ আগস্ট কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এনপিআইএল-কম্বাইন্ড ডেভেলপমেন্ট করপোরেশন ও মেসার্স তানভীর আহমেদ জেভি।

প্রকল্পের আওতায় রয়েছে ১৮ দশমিক ৯ কিলোমিটার পাইপলাইন বসানো, তিন হাজার ৮৫৫টি হাউস কানেকশন, ১২টি স্ট্রিট হাইড্রেন্ট ও দুটি নলকূপ স্থাপন। নবীনগর জনস্বাস্থ্য অফিস সূত্র জানায়, এ প্রকল্পের কাজ ৭০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে ৩০ শতাংশ বিল পরিশোধ করা হয়েছে। সরেজমিন জানা গেছে, পাইপলাইন বসানো প্রায় শেষ দিকে। দুটি নলকূপের একটি পশ্চিমপাড়ায়, অন্যটি ভোলাচং বাজারে বসানো হয়েছে। কিন্তু হাউসের কানেকশন বসানো হয়নি। কোথাও বসেনি স্ট্রিট হাইড্রেন্টও।

পৌরবাসীর মতে, কাজটি করা হচ্ছে দায়সারাভাবে। পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম ও শাহ আলমের চোখে এটা শুধু পানি সরবরাহ প্রকল্প নয়, বরং উন্নয়ন বাজেটের ভয়াবহ লুটপাট। তিন বছর ধরে তারা শুধু ‘নাটক’ই দেখে যাচ্ছেন, কিন্তু পানি পাচ্ছেন না।

বিল তোলার পর ঠিকাদারের লোকজনের গা-ঢাকা দেওয়ায় দুর্নীতির অভিযোগ এনে ফেসবুকে নানা প্রচার চলছে। এ বিষয়ে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু তাহের বলেন, ‘কাজটি পৌরসভার নিয়ন্ত্রণে হচ্ছে না। এটার কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ কাজে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। আমার জানামতে প্রায় ৭০ শতাংশ কাজ কমপ্লিট। আশা করা হচ্ছে, ছয় মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে।’

ঠিকাদারি প্রতিষ্ঠান এনপিআইএল-কম্বাইন্ড ডেভেলপমেন্ট করপোরেশনের স্বত্বাধিকারী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তিনি ৫ আগস্টের পর থেকেই লাপাত্তা। মেসার্স তানভীর আহমেদ জেভির মালিক সামিম আহমেদের দাবি, ‘প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। আমরা মাত্র ৩০ শতাংশ বিল পেয়েছি, (যদিও) কাজ ৭০ শতাংশ শেষ। এক-দেড় মাসের মধ্যেই কাজ শেষ হবে।’ 

পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেনের ভাষ্য, ‘এই কাজটি সম্পূর্ণরূপে ডিপিএইচই বাস্তবায়ন করেছে, পৌরসভা এতে জড়িত নয়। দুর্নীতির অভিযোগ সত্য নয়।’

জেলা ডিপিএইচইর নির্বাহী প্রকৌশলী নাসিরউল্লাহ বলেন, এই প্রকল্পের একটি টাকাও উধাও হয়নি, হওয়ার সুযোগও নেই। ঠিকাদাররা এ পর্যন্ত ৩০ শতাংশ বিল তুলতে পেরেছেন। প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের প্রায় পুরোটাই বসানো হয়েছে। এখন মিটার সংযোগসহ কিছু লাইন স্থাপন বাকি আছে। 

সম্পর্কিত নিবন্ধ