পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর  সময় সংবাদমাধ্যমের সামনে অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করতেন কর্নেল সোফিয়া কুরেশি। এই সোফিয়াকেই ‘সন্ত্রাসবাদীদের বোন’ বললেন বিজেপিশাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। 

বিজেপির মন্ত্রী বিজয় বলেছেন, “যারা আমাদের মা-মেয়ের সিঁদুর মুছে দিয়েছে, তাদের বোনকেই ব্যবহার করে হামলাকারীদের শায়েস্তা করেছি। ওরা (জঙ্গিরা) পোশাক খুলিয়ে বেছে বেছে হিন্দুদের মেরেছে। আর মোদিজি ওদের বোনকে দিয়েই উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। মোদিজি তো আর ওদের মতো ব্যবহার করতে পারেন না। তাই ওদের সম্প্রদায়ের বোনকে দিয়েই ওদের বারোটা বাজিয়েছেন।”

বিজয়ের এই মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়। মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস। 

বিতর্কের মুখে বিজয় বলেছেন, “আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তা হলে ১০ বার ক্ষমা চাইতেও রাজি আমি।”

এদিকে, কর্নেল সোফিয়া কুরেশির উপর অবমাননাকর, সাম্প্রদায়িক এবং যৌনতাবাদী মন্তব্যের জন্য বিজয় শাহের বিরুদ্ধে মামলা দায়ের করতে পুলিশকে নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের হাইকোর্ট। আদালত স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিয়ে বুধবার রাজ্য পুলিশ প্রধানকে বিজয় শাহের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যে এটি সম্পন্ন করতে হবে, অন্যথায় আদালত পুলিশ প্রধানের বিরুদ্ধে অবমাননার মামলা শুরু করার কথা বিবেচনা করতে পারে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মন ত র

এছাড়াও পড়ুন:

স্ত্রীর কাছে ‘ইয়াবা কেনার টাকা না পেয়ে’ বসতঘরে আগুন, স্বামীকে পুলিশে সোপর্দ

স্ত্রীর কাছে ইয়াবা কেনার টাকা না পেয়ে এক ব্যক্তি নিজ বসতঘরে আগুন দিয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার। এতে মালামালসহ ঘরটি পুড়ে গেলেও দৌড়ে প্রাণে বেঁচেছেন তাঁর স্ত্রী ও দুই মেয়ে। পরে ওই ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বারোআনি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম সুজন (৫০)।

পুলিশ, পরিবার ও স্থানীয় কয়েক বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইয়াবা কেনার জন্য স্ত্রী পেয়ারা বেগমের কাছে টাকা চান সুজন। পরে সেই টাকা না পেয়ে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন নিজ বসতঘরে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। ওই সময় তাঁর দুই মেয়ে ও স্ত্রী ঘরেই ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তাঁরা দৌড়ে বাইরে চলে যান। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বসতঘরটির অধিকাংশ মালামাল পুড়ে গেছে। পরে উত্তেজিত জনতা সুজনকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

পেয়ারা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামী মাদকাসক্ত। ইয়াবা কেনার টাকা চেয়ে না পেয়ে তাঁকে ও মেয়েদের পুড়িয়ে মারার জন্য এ কাজ করেছেন সুজন। এ ঘটনার বিচার চান তিনি।

তবে এ ঘটনায় আজ সকাল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি বলে জানিয়েছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক। তিনি বলেন, আটক ব্যক্তিকে থানাহাজতে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ